আকরাম
কবি সুভাষ মুখোপাধ্যায় যুদ্ধের মধ্যেই বাংলাদেশের মুক্ত এলাকায় গিয়েছেন, প্রতিবেদন তৈরি করেছেন। কবির তৈরি প্রতিবেদন তো আসলে প্রতিবেদন নয়, হৃদয়-উৎসারিত শব্দাবলি। যশোরের মনিরামপুরের মেহের আলী জল্লাদকে সামনে পেলে কেন এক কোপে দুখানা করতে চেয়েছিলেন কবি, সে কথাই জানব এখন।