Ajker Patrika

মানভঞ্জন

সম্পাদকীয়
আপডেট : ৩০ মার্চ ২০২২, ১২: ০১
মানভঞ্জন

শিল্পী সোহরাব হোসেনকে এখন সবাই নজরুলসংগীতশিল্পী হিসেবেই জানেন। মৃত্যুর আগপর্যন্ত সেটাই ছিল তাঁর পরিচয়। অথচ তিনি যখন গান শুরু করেছিলেন তখন আধুনিক, পল্লিগীতিও গাইতেন। তবে হ্যাঁ, নজরুলসংগীতটা ছিল তাঁর প্রাণের চেয়ে প্রিয়। কণ্ঠমাধুর্য আর কণ্ঠের কারুকাজ ছিল তাঁর অসাধারণ। ‘মেঘবরন কন্যা থাকে মেঘমালতীর দেশে’ গানটি যখন করতেন, দর্শক-শ্রোতারা তখন তন্ময় হয়ে শুনত। একই কথা অন্য গানগুলো নিয়েও।

শরীর খারাপ থাকলে মেজাজও খারাপ হতো তাঁর। ছায়ানটে যখন ‘সম্মানিত শিক্ষাগুরু’ করা হলো তাঁকে, তখন তাঁর শরীর খারাপ যাচ্ছিল। ক্লাস নেওয়ার সময় একবার একটু ঝামেলা তৈরি হলো। তিনি ছাত্রছাত্রীদের বললেন, ‘আমি শুক্কুরবারের ক্লাস নিতে পারব না, শনিবারে নেব।’ নিজে তো বলেছেন এই কথা, কিন্তু নিজেই গেছেন ভুলে। ফলে পরের শুক্রবার এসে হাজির হলেন ক্লাস নিতে, কোনো শিক্ষার্থী নেই। রেগেমেগে চোটপাট শুরু করলেন, ‘হ্যাঁ, আমি দুপুরে ভালো করে বিশ্রাম না নিয়ে ক্লাস নেবার জন্য ছুটে আসি আর ছেলেমেয়েরা নেই!’

তাঁকে বোঝানোর চেষ্টা করা হলো, তিনি নিজেই ছেলেমেয়েদের বলে দিয়েছেন, শুক্রবারের জায়গায় শনিবার ক্লাস নেবেন, কিন্তু কে শোনে কার কথা? রেগেমেগে চলে যাওয়ার আগে বলে গেলেন, ‘আমি আর ছায়ানটে আসব না।’

বুড়ো মানুষের মান ভাঙানো সোজা কথা নয়। তারপরও সন্জীদা খাতুন আর সাইফউদ্দৌলা গেলেন তাঁর বাড়িতে। মান ভাঙবে কি না, বোঝা যাচ্ছে না। তাঁর এক কথা, ক্লাস আর নেবেন না। সন্জীদা খাতুন তখন এক ফন্দি করলেন। সোহরাব হোসেনের স্ত্রীকে বললেন, ‘ভাবি, আজ ভাত খাব।’

সঙ্গে সঙ্গে মুরগি জবাই করা হলো। রান্না হলো। খাওয়া-দাওয়া হলো। খেয়ে উঠতে উঠতে প্রায় তিনটা। সংগীতবিদ্যায়তনের ক্লাসও তিনটা থেকে। তাঁরা দুজন বের হবেন যখন, তখন সোহরাব হোসেন বললেন, ‘চলো, আমি মোটরসাইকেল নিয়ে বের হচ্ছি।’

সূত্র: সন্জীদা খাতুন, স্মৃতিপটে গুণীজন, পৃষ্ঠা ২৭-২৮

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কর্মীদের হোয়াটসঅ্যাপ ব্যবহার নিষিদ্ধ করল বিমান বাংলাদেশ

আমাকে ধর্ষণের সময় পাশে দাঁড়িয়ে দেখছিল দুই যুবক: ধর্ষণের শিকার তরুণী

বংশরক্ষায় মৃত ছেলের শুক্রাণু চান মা, সংরক্ষণের নির্দেশ মুম্বাই হাইকোর্টের

যেখানে মিলেছে ‘কামসূত্র’ নির্মাতা মীরা নায়ার ও তাঁর পুত্র মামদানির সংগ্রাম

ঢাকার সঙ্গে সম্পর্ক মেরামতে বিশেষজ্ঞদের সঙ্গে ভারতের সংসদীয় কমিটির দীর্ঘ বৈঠক

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত