সত্যজিৎ রায়
১৯৮৫ সালে কলকাতার চিত্রবাণী নামের একটি প্রখ্যাত প্রতিষ্ঠানের আমন্ত্রণে তারেক মাসুদ গিয়েছিলেন মাসব্যাপী চলচ্চিত্র প্রশিক্ষণ কোর্সে অংশ নিতে। চিত্রবাণীর পরিচালক ছিলেন ফাদার গাঁস্ত রোবের্জ। তিনিই ছিলেন এই কোর্সের প্রধান প্রশিক্ষক। তারেক জানতেন সত্যজিৎ রায়ের সঙ্গে ফাদারের ঘনিষ্ঠতা আছে।
তাঁকে তারেক মাসুদ বললেন, ‘আমাকে একটু সত্যজিৎ রায়ের কাছে নিয়ে যাবেন?’
গাঁস্ত রোবের্জ বললেন, ‘তাঁর শরীরটা ভালো না, তিনি কারও সঙ্গে দেখা করেন না।’
দমে গেলেন তারেক মাসুদ। কিন্তু সে রাতেই গাঁস্ত রোবের্জ তারেকের ডরমিটরিতে এসে বললেন, ‘সকাল ৭টায় মানিকদার বাড়িতে যাব। তৈরি থেকো।’
উত্তেজনায় ভালো ঘুম হলো না।
সকালে সত্যজিতের বাড়িতে হাজির হলেন তারেক। ঘরটায় শুধু বই আর বই। সত্যজিৎ বসে আছেন সেই বইয়ের মাঝে, যেন তা সাজানো সেট।
মুহম্মদ খসরু সম্পাদিত ‘ধ্রুপদী’ আর নাইম হাসান সম্পাদিত ‘নিরন্তর’ উপহার দিলেন সত্যজিৎ রায়কে। তিনি তা উল্টে-পাল্টে দেখলেন। দেখতে দেখতেই তিনি কথা বলতে লাগলেন।
‘তোমাদের ঢাকা টেলিভিশনে অসাধারণ একটা নাটক দেখেছিলাম, ‘রক্তকরবী’। কে করেছেন?’
‘মুস্তাফা মনোয়ার। তিনি আপনার খুব ভক্ত।’
সত্যজিৎ বললেন, ‘ও, তাঁর নাম শুনেছি। ভালো জলরঙের ছবি আঁকেন।’
তাঁর ছবি ঢাকায় দেখা যায় কি না, জানতে চাইলেন। চলচ্চিত্র সংসদের সীমিত পরিসরে দেখানো হয়, সেটা জানলেন। তারপর জানলেন, ‘পলিটিক্যাল’—এই অজুহাতে সেন্সর বোর্ড সত্যজিৎ রায়ের ‘জন অরণ্য’ ছবিটি আটকে দিয়েছে। শুনে হো হো করে হেসে উঠলেন চলচ্চিত্রকার। বললেন, ‘আমার ছবি পলিটিক্যাল!’
এই হাসির কারণ ছিল। অনেকেই তখন ঋত্বিক ঘটক আর মৃণাল সেনের ছবিকে বলছেন রাজনীতিসচেতন ছবি, সত্যজিৎ রায়কে সমালোচনা করছেন তাঁর ছবি যথেষ্ট রাজনীতিসচেতন নয় বলে।
সত্যজিৎ অবাক হয়ে বললেন, ‘চলচ্চিত্র সংসদে দেখাতে হলেও সেন্সরে অনুমতি নিতে হয়!’
সূত্র: তারেক মাসুদ, চলচ্চিত্রযাত্রা, পৃষ্ঠা ৫১-৫২
১৯৮৫ সালে কলকাতার চিত্রবাণী নামের একটি প্রখ্যাত প্রতিষ্ঠানের আমন্ত্রণে তারেক মাসুদ গিয়েছিলেন মাসব্যাপী চলচ্চিত্র প্রশিক্ষণ কোর্সে অংশ নিতে। চিত্রবাণীর পরিচালক ছিলেন ফাদার গাঁস্ত রোবের্জ। তিনিই ছিলেন এই কোর্সের প্রধান প্রশিক্ষক। তারেক জানতেন সত্যজিৎ রায়ের সঙ্গে ফাদারের ঘনিষ্ঠতা আছে।
তাঁকে তারেক মাসুদ বললেন, ‘আমাকে একটু সত্যজিৎ রায়ের কাছে নিয়ে যাবেন?’
গাঁস্ত রোবের্জ বললেন, ‘তাঁর শরীরটা ভালো না, তিনি কারও সঙ্গে দেখা করেন না।’
দমে গেলেন তারেক মাসুদ। কিন্তু সে রাতেই গাঁস্ত রোবের্জ তারেকের ডরমিটরিতে এসে বললেন, ‘সকাল ৭টায় মানিকদার বাড়িতে যাব। তৈরি থেকো।’
উত্তেজনায় ভালো ঘুম হলো না।
সকালে সত্যজিতের বাড়িতে হাজির হলেন তারেক। ঘরটায় শুধু বই আর বই। সত্যজিৎ বসে আছেন সেই বইয়ের মাঝে, যেন তা সাজানো সেট।
মুহম্মদ খসরু সম্পাদিত ‘ধ্রুপদী’ আর নাইম হাসান সম্পাদিত ‘নিরন্তর’ উপহার দিলেন সত্যজিৎ রায়কে। তিনি তা উল্টে-পাল্টে দেখলেন। দেখতে দেখতেই তিনি কথা বলতে লাগলেন।
‘তোমাদের ঢাকা টেলিভিশনে অসাধারণ একটা নাটক দেখেছিলাম, ‘রক্তকরবী’। কে করেছেন?’
‘মুস্তাফা মনোয়ার। তিনি আপনার খুব ভক্ত।’
সত্যজিৎ বললেন, ‘ও, তাঁর নাম শুনেছি। ভালো জলরঙের ছবি আঁকেন।’
তাঁর ছবি ঢাকায় দেখা যায় কি না, জানতে চাইলেন। চলচ্চিত্র সংসদের সীমিত পরিসরে দেখানো হয়, সেটা জানলেন। তারপর জানলেন, ‘পলিটিক্যাল’—এই অজুহাতে সেন্সর বোর্ড সত্যজিৎ রায়ের ‘জন অরণ্য’ ছবিটি আটকে দিয়েছে। শুনে হো হো করে হেসে উঠলেন চলচ্চিত্রকার। বললেন, ‘আমার ছবি পলিটিক্যাল!’
এই হাসির কারণ ছিল। অনেকেই তখন ঋত্বিক ঘটক আর মৃণাল সেনের ছবিকে বলছেন রাজনীতিসচেতন ছবি, সত্যজিৎ রায়কে সমালোচনা করছেন তাঁর ছবি যথেষ্ট রাজনীতিসচেতন নয় বলে।
সত্যজিৎ অবাক হয়ে বললেন, ‘চলচ্চিত্র সংসদে দেখাতে হলেও সেন্সরে অনুমতি নিতে হয়!’
সূত্র: তারেক মাসুদ, চলচ্চিত্রযাত্রা, পৃষ্ঠা ৫১-৫২
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫