একসঙ্গে তিন ফসলের চাষ
যশোরের চৌগাছায় সাথি ফসল চাষ করে সফল হচ্ছেন কৃষকেরা। এমনই এক কৃষক মোস্তাফিজুর রহমান পাবু দেওয়ান। শহরের ইছাপুর দেওয়ানপাড়া মাঠে মাল্টা খেতে পাতা কপি ও থাই পেয়ারা অর্থাৎ তিন ফসলি চাষ করেছেন তিনি। পাশাপাশি খেতের আইলে ঢ্যাঁড়স গাছও লাগিয়েছেন। যা থেকে বাড়িতে খাওয়ার ঢ্যাঁড়সও পাচ্ছেন।