Ajker Patrika

অভয়নগরে হাডুডুতে চ্যাম্পিয়ন গাজীপুর

অভয়নগর প্রতিনিধি
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২১, ১৬: ১৮
অভয়নগরে হাডুডুতে চ্যাম্পিয়ন গাজীপুর

মুজিব বর্ষ ও বিজয় দিবস উপলক্ষে যশোরের অভয়নগরে অনুষ্ঠিত হয়ে গেল গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা। গত বৃহস্পতিবার সন্ধ্যায় নওয়াপাড়া প্রফেসরপাড়া ওয়াপদা মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় অংশ নেয় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা মোট ৮টি দল। বড়, ছোট সবাই এ সময় খেলা দেখতে ভিড় জমান মাঠ ঘিরে। বিশেষ আকর্ষণ কেড়েছে মহিলা দর্শকের উপস্থিতি।

ফাইনাল খেলায় দুই দলে ৬ জন করে মোট ১২ জন অংশ নেয়। ফাইনাল খেলায় কোটা পায়রা দলকে ১০ পয়েন্ট ব্যবধানে পরাজিত করে গাজীপুর দল জয় পায়। খেলা শেষে অতিথিরা চ্যাম্পিয়ন দলকে ৩২ ইঞ্চি এলইডি টেলিভিশন ও রানার্সআপ দলকে একটি বাই সাইকেল পুরস্কার তুলে দেন। হাডুডু খেলার অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসাধারণ সম্পাদক মো. ফারুক আল নূর।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নওয়াপাড়া পৌর কাউন্সিলর ও প্যানেল মেয়র জাহাঙ্গীর হোসেন বিশ্বাস বলেন, ‘গ্রামবাংলার প্রাচীনতম ঐতিহ্যবাহী হাডুডু খেলা আমাদের দেশের জাতীয় খেলা। কিন্তু কালের বিবর্তনে এখন অনেকটাই হারিয়ে যেতে বসেছে এ খেলা।’

তিনি বলেন, এখন এমন আয়োজন সচরাচর কোথাও দেখা যায় না। কিন্তু খেলাটি খুব সুন্দর একটা খেলা, যা কিনা বর্তমান যুবসমাজকে মাদক ও সন্ত্রাসমুক্ত রাখতে পারে।’

তিনি হাডুডু খেলায় মহিলা দর্শক উপস্থিত হওয়ায় তাঁদের ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য এবং অভয়নগর উপজেলা আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগের জ্যেষ্ঠ সহসভাপতি আসলাম হোসেন বিশ্বাস।

খেলা পরিচালনার দায়িত্ব পালন করেন মো. হাবিবুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সোহেল মোল্যা।

খেলার সময় মাঠ ঘিরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। মুগ্ধতা ছড়ায় জাতীয় এই খেলা। একসময় গ্রামবাংলার শৈশবের স্মৃতি মানেই ছিল হাডুডু। আর এখন মোবাইল গেম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত