Ajker Patrika

মেয়র হতে নৌকা চান ১৩ জন

ঝিকরগাছা প্রতিনিধি
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২১, ১৬: ১২
মেয়র হতে নৌকা চান ১৩ জন

সীমান্ত জটিলতা কাটিয়ে দীর্ঘ ২০ বছর পর নির্বাচনের তফসিল ঘোষণায় ভোটের আমেজ শুরু হয়েছে যশোরের ঝিকরগাছা পৌরসভায়।

ইতিমধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের অন্তত ১৩ নেতা পৌর মেয়র হওয়ার জন্য নৌকা প্রতীক পেতে দলীয় মনোনয়ন ফরম তুলেছেন।

দলীয় মনোনয়ন ফরম সংগ্রহকারী এসব নেতা এখন ঢাকায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের কাছে গিয়ে জোর তদবির চালাচ্ছেন।

২০০১ সালের ঝিকরগাছা পৌরসভার প্রথম এবং শেষ নির্বাচন অনুষ্ঠিত হয়। সে নির্বাচনে মেয়র (তখন ছিল চেয়ারম্যান) নির্বাচিত হন মোস্তফা আনোয়ার পাশা। এর পর দীর্ঘ ২০ বছর নির্বাচন না হওয়ায় এবারে ভোট নিয়ে পৌরবাসীর আগ্রহ উদ্দীপনার যেন শেষ নেই।

উপজেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, দলীয় মনোনয়ন ফরম সংগ্রহকারীদের মধ্যে রয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুল, সহসভাপতি ও বর্তমান মেয়র মোস্তফা আনোয়ার পাশা, সাধারণ সম্পাদক মুসা মাহমুদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. মোস্তাফিজুর রহমান মুছা, সাবেক যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক নাসিমুল হাবিব শিপার, সাবেক প্রচার সম্পাদক মোর্তজা ইসলাম বাবু, সাবেক সমাজকল্যাণ সম্পাদক এ কে এম আমানুল কাদির টুল্লু, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ছেলিমুল হক সালাম, যুবলীগ নেতা রফিকুল ভাই বাপ্পি, বঙ্গবন্ধু পরিষদের জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক ও ঝিকরগাছা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ ইমরানুর রশীদ, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য মাজহারুল ইসলাম প্রিন্স, যুবলীগ নেতা এমামুল হাবিব জগলু এবং জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য সাহানা আখতার।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুল বলেন, ‘মেয়র পদে দলীয় মনোনয়ন পেতে ফরম সংগ্রহ করেছি। দলের সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচন করব। দুই–এক দিনের মধ্যে দলীয় সিদ্ধান্ত জানা যাবে।’

ঘোষিত তফসিল অনুযায়ী, ঝিকরগাছা পৌরসভা নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৫ ডিসেম্বর, মনোনয়ন যাচাই-বাছাই ২০ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন ২৭ ডিসেম্বর এবং ভোটগ্রহণ হবে ১৬ জানুয়ারি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

শান্ত যে কারণে টি-টোয়েন্টি দলে, মিরাজ কেন নেই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত