যশোর শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার প্রথম দিন ২৯৩ পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
গতকাল বৃহস্পতিবার পদার্থ বিজ্ঞান বিষয় দিয়ে এ বছরের এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ দিকে মনিরামপুরে কলেজ ও মাদ্রাসা মিলয়ে প্রথম দিনে ৬৮ পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মাধব চন্দ্র রুদ্র জানান, যশোর শিক্ষা বোর্ডে অধীনে পদার্থ বিজ্ঞান বিষয়ে ১৯ হাজার ৪৮৪ জন পরীক্ষার্থী ছিলেন। পরীক্ষায় অংশ নিয়েছে ১৯ হাজার ১৯১ জন। ২৯৩ জন অনুপস্থিত ছিল। এর মধ্যে খুলনায় ৫৮, বাগেরহাটে ২৩, সাতক্ষীরায় ৪৪, কুষ্টিয়ায় ৩৮, চুয়াডাঙ্গায় ১১, মেহেরপুরে ১৫, যশোরে ৫৬, নড়াইলে ৭, ঝিনাইদহে ২৭ ও মাগুরায় ১৫ জন রয়েছেন।
মনিরামপুর: সারা দেশের মতো যশোরের মনিরামপুরেও গতকাল বৃহস্পতিবার এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে।
প্রথম দিনে উপজেলার কলেজ ও মাদ্রাসা মিলিয়ে ৬৮ পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
সব চেয়ে বেশি অনুপস্থিত ছিলেন মনিরামপুর ফাজিল মাদ্রাসা কেন্দ্রে। এখানে ৩০২ জনের মধ্যে প্রথম দিনে ৩৩ আলিম পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
মনিরামপুর ফাজিল মাদ্রাসা কেন্দ্রের সচিব মোহাম্মদ শহিদুল্লাহ বলেন, ‘আমার কেন্দ্রে ৩০২ পরীক্ষার্থীর মধ্যে প্রথম দিনে ৩৩ জন অনুপস্থিত ছিল। এর মধ্যে ছাত্রী ২৭ জন ও ছাত্র ৬ জন।’
উপজেলার কলেজ ও মাদ্রাসা ও বিএম শাখার ৯টি পরীক্ষা কেন্দ্র থেকে পাওয়া তথ্য বিশ্লেষণে দেখা গেছে, প্রথম দিনে ১ হাজার ৩৫৬ পরীক্ষার্থীর মধ্যে ৬৮ জন অনুপস্থিত ছিলেন। সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত এই পরীক্ষা নেওয়া হয়।
করোনা সংক্রমণের কারণে দীর্ঘদিন আটকে থাকার পর এই পরীক্ষা শুরু হয়েছে।
চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় ৯টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে মোট পরীক্ষার্থী প্রায় ১৪ লাখ। গতবারের চেয়ে পরীক্ষার্থী বেড়েছে ৩৩ হাজার ৯০১ জন।
যশোর শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার প্রথম দিন ২৯৩ পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
গতকাল বৃহস্পতিবার পদার্থ বিজ্ঞান বিষয় দিয়ে এ বছরের এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ দিকে মনিরামপুরে কলেজ ও মাদ্রাসা মিলয়ে প্রথম দিনে ৬৮ পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মাধব চন্দ্র রুদ্র জানান, যশোর শিক্ষা বোর্ডে অধীনে পদার্থ বিজ্ঞান বিষয়ে ১৯ হাজার ৪৮৪ জন পরীক্ষার্থী ছিলেন। পরীক্ষায় অংশ নিয়েছে ১৯ হাজার ১৯১ জন। ২৯৩ জন অনুপস্থিত ছিল। এর মধ্যে খুলনায় ৫৮, বাগেরহাটে ২৩, সাতক্ষীরায় ৪৪, কুষ্টিয়ায় ৩৮, চুয়াডাঙ্গায় ১১, মেহেরপুরে ১৫, যশোরে ৫৬, নড়াইলে ৭, ঝিনাইদহে ২৭ ও মাগুরায় ১৫ জন রয়েছেন।
মনিরামপুর: সারা দেশের মতো যশোরের মনিরামপুরেও গতকাল বৃহস্পতিবার এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে।
প্রথম দিনে উপজেলার কলেজ ও মাদ্রাসা মিলিয়ে ৬৮ পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
সব চেয়ে বেশি অনুপস্থিত ছিলেন মনিরামপুর ফাজিল মাদ্রাসা কেন্দ্রে। এখানে ৩০২ জনের মধ্যে প্রথম দিনে ৩৩ আলিম পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
মনিরামপুর ফাজিল মাদ্রাসা কেন্দ্রের সচিব মোহাম্মদ শহিদুল্লাহ বলেন, ‘আমার কেন্দ্রে ৩০২ পরীক্ষার্থীর মধ্যে প্রথম দিনে ৩৩ জন অনুপস্থিত ছিল। এর মধ্যে ছাত্রী ২৭ জন ও ছাত্র ৬ জন।’
উপজেলার কলেজ ও মাদ্রাসা ও বিএম শাখার ৯টি পরীক্ষা কেন্দ্র থেকে পাওয়া তথ্য বিশ্লেষণে দেখা গেছে, প্রথম দিনে ১ হাজার ৩৫৬ পরীক্ষার্থীর মধ্যে ৬৮ জন অনুপস্থিত ছিলেন। সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত এই পরীক্ষা নেওয়া হয়।
করোনা সংক্রমণের কারণে দীর্ঘদিন আটকে থাকার পর এই পরীক্ষা শুরু হয়েছে।
চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় ৯টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে মোট পরীক্ষার্থী প্রায় ১৪ লাখ। গতবারের চেয়ে পরীক্ষার্থী বেড়েছে ৩৩ হাজার ৯০১ জন।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫