Ajker Patrika

এইচএসসির প্রথম দিন ২৯৩ জন অনুপস্থিত

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২১, ১৫: ২৯
এইচএসসির প্রথম দিন ২৯৩ জন অনুপস্থিত

যশোর শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার প্রথম দিন ২৯৩ পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

গতকাল বৃহস্পতিবার পদার্থ বিজ্ঞান বিষয় দিয়ে এ বছরের এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ দিকে মনিরামপুরে কলেজ ও মাদ্রাসা মিলয়ে প্রথম দিনে ৬৮ পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মাধব চন্দ্র রুদ্র জানান, যশোর শিক্ষা বোর্ডে অধীনে পদার্থ বিজ্ঞান বিষয়ে ১৯ হাজার ৪৮৪ জন পরীক্ষার্থী ছিলেন। পরীক্ষায় অংশ নিয়েছে ১৯ হাজার ১৯১ জন। ২৯৩ জন অনুপস্থিত ছিল। এর মধ্যে খুলনায় ৫৮, বাগেরহাটে ২৩, সাতক্ষীরায় ৪৪, কুষ্টিয়ায় ৩৮, চুয়াডাঙ্গায় ১১, মেহেরপুরে ১৫, যশোরে ৫৬, নড়াইলে ৭, ঝিনাইদহে ২৭ ও মাগুরায় ১৫ জন রয়েছেন।

মনিরামপুর: সারা দেশের মতো যশোরের মনিরামপুরেও গতকাল বৃহস্পতিবার এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে।

প্রথম দিনে উপজেলার কলেজ ও মাদ্রাসা মিলিয়ে ৬৮ পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

সব চেয়ে বেশি অনুপস্থিত ছিলেন মনিরামপুর ফাজিল মাদ্রাসা কেন্দ্রে। এখানে ৩০২ জনের মধ্যে প্রথম দিনে ৩৩ আলিম পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

মনিরামপুর ফাজিল মাদ্রাসা কেন্দ্রের সচিব মোহাম্মদ শহিদুল্লাহ বলেন, ‘আমার কেন্দ্রে ৩০২ পরীক্ষার্থীর মধ্যে প্রথম দিনে ৩৩ জন অনুপস্থিত ছিল। এর মধ্যে ছাত্রী ২৭ জন ও ছাত্র ৬ জন।’

উপজেলার কলেজ ও মাদ্রাসা ও বিএম শাখার ৯টি পরীক্ষা কেন্দ্র থেকে পাওয়া তথ্য বিশ্লেষণে দেখা গেছে, প্রথম দিনে ১ হাজার ৩৫৬ পরীক্ষার্থীর মধ্যে ৬৮ জন অনুপস্থিত ছিলেন। সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত এই পরীক্ষা নেওয়া হয়।

করোনা সংক্রমণের কারণে দীর্ঘদিন আটকে থাকার পর এই পরীক্ষা শুরু হয়েছে।

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় ৯টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে মোট পরীক্ষার্থী প্রায় ১৪ লাখ। গতবারের চেয়ে পরীক্ষার্থী বেড়েছে ৩৩ হাজার ৯০১ জন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

অপারেশন সিঁদুরে নিহত প্রায় দেড় শ সেনার তালিকা প্রকাশ করে মুছে ফেলল পাকিস্তানি টিভি

আমরা দখল করি লঞ্চঘাট-বাসস্ট্যান্ড, জামায়াত করে বিশ্ববিদ্যালয়: আলতাফ হোসেন চৌধুরী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত