Ajker Patrika

যশোরে বাসের ধাক্কায় নিহত ১

যশোর প্রতিনিধি
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২১, ১৫: ৩২
যশোরে বাসের  ধাক্কায় নিহত ১

যশোরে বাসের ধাক্কায় শামীম হোসেন (২২) নামে মোটরসাইকেলের এক আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলের অপর আরোহী নয়ন (১৫) গুরুতর আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে যশোর-মাগুরা মহাসড়কের বাহাদুরপুর গ্যাস পাম্পের সামনে ঘটনাটি ঘটেছে।

নিহত শামীম হোসেন যশোর শহরতলির পুলেরহাট এলাকার মোমিন হোসেনের ছেলে। আহত নয়ন শহরের পালবাড়ি এলাকার হাসানের ছেলে। সম্পর্কে তাঁরা দুজন চাচাতো ভাই।

হতাহতদের স্বজন ইলিয়াস হোসেন জানান, মোটরসাইকেলে করে তাঁরা সদর উপজেলার মনোহরপুরে নানি বাড়িতে যাচ্ছিলেন। এ সময় বিপরীতমুখী দ্রুতগামী একটি বাস তাঁদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে আসে।

যশোর সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুর রশিদ জানান, সড়ক দুর্ঘটনার দুজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। তাঁদের মধ্যে একজনকে মৃত অবস্থায় আনা হয়। অপরজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে ব্যবস্থানেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশসহ এশিয়ার ৫ দেশে সফর বাতিল করলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

স্ত্রীকে হতে হবে নোরা ফাতেহির মতো, না খাইয়ে রেখে তিন ঘণ্টা করে ব্যায়াম করান স্বামী

বাংলা বলায় কলকাতার মার্কেটে ছুরি, বন্দুকের বাঁট ও হকিস্টিক নিয়ে ছাত্রদের ওপর হামলা

ঢাকা কলেজের বাস ভাঙচুর, আবারও শিক্ষার্থীদের সংঘর্ষ, পুলিশের টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড

২০২৬ সালের পাঠ্যবইয়ে শেখ হাসিনার নামের আগে গণহত্যাকারী, ফেসবুকে আসিফ মাহমুদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত