Ajker Patrika

দ্বিতীয় দিনেই দেরি বেনাপোল এক্সপ্রেসের

বেনাপোল প্রতিনিধি
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২১, ১৬: ১৪
দ্বিতীয় দিনেই দেরি বেনাপোল এক্সপ্রেসের

পুনরায় বেনাপোল এক্সপ্রেস চালুর দ্বিতীয় দিনেই দেখা দিয়েছে সূচি বিপর্যয়। গতকাল শুক্রবার নির্ধারিত সময়ের ৪ ঘণ্টা পর বেনাপোল পৌঁছাল বেনাপোল এক্সপ্রেস ট্রেন।

পুরোনো বগির কারণে রাস্তায় ট্রেনের একটি বগি অকেজো হওয়ায় বেনাপোল পৌঁছাতে দেরি হয় বলে অভিযোগ যাত্রীদের।

বেনাপোলের মতো একটি গুরুত্বপূর্ণ জায়গায় পুরোনো নড়বড়ে বগি দিয়ে ট্রেন চালু করায় সারা দিন বেনাপোলবাসীর কাছে ছিল এটা নিয়ে আলোচনার বিষয় বস্তু।

ঢাকা থেকে বেনাপোলের উদ্দেশ্যে ছেড়ে আসা ট্রেনটির ডব্লিউ ই সি খ ৭৩৭৭ নম্বর বগিটি বিকল হয়ে পড়ে। ফলে নির্ধারিত সময়ে বেনাপোল ছেড়ে যেতে পারেনি।

যাত্রী কৌশিক দেবনাথ বলেন, দুপুর পৌনে ১টায় বেনাপোল ছাড়ার কথা থাকলেও ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় বিকেল ৪-২৩ মিনিটে। ট্রেন দেরিতে ছাড়ায় সকাল থেকে স্টেশনের অপেক্ষমাণ ভারতফেরত যাত্রীদের বেশ ভোগান্তি পোহাতে হয়। এ ছাড়া স্টেশনে পর্যাপ্ত ইয়ার্ড না থাকায় ট্রেন প্রবেশে সমস্যায় পড়তে হয়।

বেনাপোল রেলস্টেশন মাস্টার সাইদুর রহমান বলেন, ‘যান্ত্রিক গোলযোগের কারণে নির্দিষ্ট সময়ের সাড়ে ৩ ঘণ্টা পর বেনাপোল থেকে ছেড়েছে বেনাপোল এক্সপ্রেস। এ ছাড়া স্টেশনে ইয়ার্ড স্বল্পতায় সময় মতো ট্রেন ঢুকতে কিছুটা দেরি হয়েছে। বিকল বগিটি মেরামতের জন্য ঈশ্বরদী রেল স্টেশনে রেখে ট্রেনটি ঢাকা যাবে।’

করোনার কারণে দীর্ঘ ৮ মাস পর বন্ধ থাকার পর বৃহস্পতিবার বেনাপোল-ঢাকা পথে আবারও চালু হয় বেনাপোল এক্সপ্রেস।

তবে বেনাপোল পথে বরাদ্দ ইন্দোনেশিয়ার তৈরি বগিটি পরিবর্তন করে ভারতের তৈরি বগি যুক্ত করা হয় বেনাপোল-ঢাকা পথে। এ বগি নিম্নমানের হওয়ায় ত্রুটির কারণে ভোগান্তি সৃষ্টি হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সিলেটে পাথর লুটে জড়িত দুই দলের ৩৫ নেতা

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

মুচলেকা দিয়ে ক্যাম্পাস ছাড়লেন আনন্দ মোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত