স্বল্প দূরত্বে দীর্ঘ ভোগান্তি
ময়মনসিংহ নগরীর ধোপাখোলা মোড় থেকে চরপাড়া মোড়ের দূরত্ব আধা কিলোমিটার। এ স্বল্প দূরত্বের সড়কের তিনটি স্থানে প্রায় সময় পানি জমে থাকে। তর ওপর খানাখন্দে পথচলা দায় হয়ে পড়ে। গর্তের মধ্যে গাড়ি উল্টে যায়। দায় স্বীকার করে সড়ক ও জনপথ বিভাগ বলছে, সাময়িকভাবে রাস্তা মেরামত করে কিছুটা ভোগান্তি লাঘবের চেষ্টা করা হবে