Ajker Patrika

স্বল্প দূরত্বে দীর্ঘ ভোগান্তি

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ২৩ অক্টোবর ২০২১, ১৬: ৫৫
স্বল্প দূরত্বে দীর্ঘ ভোগান্তি

ময়মনসিংহ নগরীর ধোপাখোলা মোড় থেকে চরপাড়া মোড়ের দূরত্ব আধা কিলোমিটার। এ স্বল্প দূরত্বের সড়কের তিনটি স্থানে প্রায় সময় পানি জমে থাকে। তর ওপর খানাখন্দে পথচলা দায় হয়ে পড়ে। গর্তের মধ্যে গাড়ি উল্টে যায়। দায় স্বীকার করে সড়ক ও জনপথ বিভাগ বলছে, সাময়িকভাবে রাস্তা মেরামত করে কিছুটা ভোগান্তি লাঘবের চেষ্টা করা হবে।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় এক বছর ধরে নগরীর প্রধান শহর গাঙ্গিনারপাড়ের প্রবেশপথ চরপাড়া মোড়, পুরোহিতপাড়া, চামড়াগুদাম এবং সেহড়া ধোপাখোলায় সড়ক বেহাল। সামান্য বৃষ্টি হলেই পানি জমে সৃষ্টি হয় খানাখন্দ। এক দিনের বৃষ্টির পানি চার থেকে পাঁচ দিন থাকে। এ ছাড়া তৈরি হয়েছে বড় বড় গর্তের। প্রায়ই অটোরিকশা উল্টে আহত হন যাত্রীরা। ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা।

সেহড়া ধোপাখোলা রোডের ব্যবসায়ী আব্দুস সালাম এবং মো. নোমান বলেন, অপরিকল্পিতভাবে আশপাশের বাসাবাড়ি নির্মাণকাজ করায় সরঞ্জামাদি পড়ে ড্রেনের মুখ বন্ধ হয়ে গেছে। একটু বৃষ্টি হলেই দোকানের সামনে হাঁটুপানি জমে। থাকে চার থেকে পাঁচ দিন। অনেক সময় দোকানেও কাদা ওঠে, ক্রেতারা কাদার কারণে দোকানে আসতে পারেন না। প্রায় ছয় মাস ধরে আমাদের ব্যবসা-বাণিজ্যের অবস্থা খুব খারাপ।

পুরোহিত পাড়ার আর্টিকেল শো-রুমের মোস্তাক আহম্মেদ বলেন, ‘শো-রুম ঘেঁষেই রাস্তার মধ্যে খানাখন্দের সৃষ্টি হয়েছে ৫ থেকে ৬ মাস ধরে। এই অবস্থায় মাঝে মধ্যেই অটোরিকশা যাত্রীসহ উল্টে পড়ে যায়। শো-রুমে কাদা আসে। গ্লাসও কাদায় নষ্ট হয়ে গেছে।’

চরপাড়া মোড়ের বে শো-রুমের ম্যানেজার রফিকুল ইসলাম বলেন, ‘গুরুত্বপূর্ণ সড়কটির এই একটু রাস্তা প্রায় এক বছর ধরে বেহাল অবস্থায় রয়েছে। মাঝে মধ্যে কিছু সুরকি ফেলে দায়সারা সংস্কার করা হয়। একটু বেশি বৃষ্টি হলেই অটো উল্টে যায়। সুরকি এসে গ্লাসের মধ্যে লেগে দাগ পড়ে। গাড়ি উল্টে যাত্রীরা পড়ে গেলে তাঁদের আমাদের উদ্ধার করতে হয়।’

অটোরিকশা চালক হোসেন আলী বলেন, ‘একটু ভাঙার কারণে জ্যামের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হয়। রাস্তাটা ঠিক হলে আমাদের চলাতেও কোনো সমস্যা হবে না।’

অটোরিকশা যাত্রী রাকিব হাসান বলেন, ‘প্রতিদিন চরপাড়া মোড়ের মধ্যে যানজটে বসে থাকতে হয়। শহরের নানা সমস্যা আমাদের পীড়া দেয়। কর্তৃপক্ষের এদিকে একটু দৃষ্টি দেওয়া প্রয়োজন।’

ময়মনসিংহ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. ওয়াহিদুজ্জামান বলেন, ‘চরপাড়া মোড়ের রাস্তা ভাঙার মূল কারণ হচ্ছে সেখানকার মার্কেটের পানি পুরোটা রাস্তার মধ্যে পড়ে। দুর্ভোগের কথা চিন্তা করে সাময়িক চলাচল উপযোগী করার জন্য মাঝে মধ্যে ইট ফেলা হয়। দরপত্র হয়েছে। কাজ শুরু হলেই স্থায়ীভাবে ভোগান্তি লাঘব হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সাংবাদিক নির্যাতনের মামলায় কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা পারভীন কারাগারে

নীলফামারীর উত্তরা ইপিজেডে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, গুলি, এক শ্রমিক নিহত

পাকিস্তানকে সমর্থন করায় ভারত এসসিওর সদস্যপদ আটকে দেয়: আজারবাইজান

সোনার দাম বেড়ে ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে

দেশে চালু হলো ৫-জি নেটওয়ার্ক, কী কী সুবিধা মিলবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত