ভর-পেট খাওয়ার পর ৫০ পথশিশু পেল উপহার
ময়মনসিংহে ৫০ পথশিশুকে ভর-পেট খাওয়ানোর পর উপহারসামগ্রী বিতরণ করেছে স্বপ্ন-পূরণ নর-নারী উন্নয়ন সংস্থা। এসব উপহারসামগ্রীর মধ্যে ছিল নেইলকাটার, কলম, হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, টুথপেস্ট, টুথ ব্রাশ, শ্যাম্পু, স্কুল ব্যাগ এবং গোসলের সাবান। গত শনিবার বিকেলে নগরীর সাহেব কোয়াটার এলাকার গ্রীন পয়েন্টে শিশুদের