Ajker Patrika

দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ

ফুলবাড়িয়া প্রতিনিধি
আপডেট : ২৫ অক্টোবর ২০২১, ১৩: ৪০
দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ

ফুলবাড়িয়া উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের কার্যালয় করাকে কেন্দ্র করে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তোতা মিয়া (৩০) নামে একজন গুরুতর আহত হয়েছেন। তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, বাকতা ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম নির্বাচনী ক্যাম্প করতে গেলে আওয়ামী লীগ প্রার্থী নাজমুল হক সোহেলের সমর্থকেরা বাধা দেন। শনিবার রাতে উভয় গ্রুপের কথাকাটাকাটির একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে জাহাঙ্গীর আলমের সমর্থকহ তোতা মিয়া (৩০) গুরুতর আহত হন।

রাতেই আহত তোতা মিয়াকে প্রথমে ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তবে অবস্থা গুরুতর হওয়ায় পরে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এ ঘটনায় তোতা মিয়ার ভাই মোজাম্মেল হোসেন বাদী হয়ে আ. রাজ্জাক ও আনিছুর রহমানসহ ১৪ জনের নাম উল্লেখ করে এবং আরও ১৫-২০ জনকে অজ্ঞাত আসামি করে থানায় লিখিত অভিযোগ করেছেন।

স্বতন্ত্র প্রার্থী মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘আমার কর্মীদের বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছে নৌকার কর্মীরা। আমার কর্মীরা কার্যালয় ভাড়ার জন্য দোকানে গেলে তাঁদেরকে ঘর নিতে দেয়নি। একপর্যায়ে আমার কর্মীকে খুর দিয়ে আঘাত করে।’

নৌকার প্রার্থী মো. নাজমুল হক সোহেল বলেন, ‘কেউ জাহাঙ্গীরকে কার্যালয় করার জন্য দোকান ভাড়া দেয় না। জাহাঙ্গীরের কর্মী দোকানের সামনে গালিগালাজ করলে আমার কর্মীরা প্রতিবাদ করে। একপর্যায়ে আমার কর্মীর দোকানে ঢুকলে টিনের আঁচড় লাগে।’

ফুলবাড়িয়া থানার ওসি মোল্লা জাকির হোসেন বলেন, ‘নির্বাচনকে কেন্দ্র করে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত