Ajker Patrika

বিভিন্ন মামলায় গ্রেপ্তার ১৬

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ২৩ অক্টোবর ২০২১, ১৭: ১৭
বিভিন্ন মামলায় গ্রেপ্তার ১৬

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা-পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় পলাতক-ধর্ষণ-মাদক মামলার আসামিসহ ১৬ জনকে গ্রেপ্তার করা হয়। গতকাল বিকেলে কোতোয়ালি মডেল থানা কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, মো. মজিবুর রহমান (৪৫), ছালেমা খাতুন (৫৮), লিটন মিয়া (৪০), মোছা. নুরজাহান (৪০), মো. আব্দুল মোতালেব (৪৪), মতিউর রহমান, মো. হেলাল উদ্দিন, মো. শহিদুল ইসলাম, মো. শহিদুল ইসলাম শাহিন, এমদাদুল হক (৩৫), মো. ফজলুল হক (৫০), আলমগীর হোসেন (১৯)। অন্য আসামিদের নাম জানা যায়নি।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, ‘মাদকসহ দুজন, জিআর গ্রেপ্তারি পরোয়ানায় পাঁচজন, সাজাপ্রাপ্ত একজন, সিআর গ্রেপ্তারি পরোয়ানায় তিনজন, নারী ও শিশু ধর্ষণ মামলায় একজন এবং অন্যান্য মামলায় ছয়জনসহ মোট ১৬ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। পরে আদালত তাঁদের কারাগারে পাঠান।

তিনি আরও বলেন, ‘জেলা পুলিশ সুপারের নির্দেশে এটা আমাদের নিয়মিত অভিযান। পুলিশ অপরাধীকে অপরাধী হিসেবে বিবেচনা করে কাজ চালিয়ে যাচ্ছে। আমি যোগদান করার পর থেকে চেষ্টা করে যাচ্ছি অপরাধ নির্মূলে কাজ করার জন্য। আশা করছি, ইতিমধ্যে আপনারা তা বুঝতে পেরেছেন। সদরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমরা বদ্ধপরিকর।’

জেলা পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান বলেন, ‘সেবাই হবে পুলিশের লক্ষ্য–উদ্দেশ্য, এই নীতিতে জেলা পুলিশ কাজ করছে। জনগণের স্বার্থেই হবে আমাদের কাজ। আগের তুলনায় পুলিশ এখন অনেকটাই আপডেট। তাই অপরাধীকে কোনোভাবেই ছাড় দেওয়া হচ্ছে না। প্রত্যেকটা থানায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। কেউ অপরাধ করে পার পাবে তার সুযোগ আমরা কাউকে দিতে চাই না। অপরাধী যত প্রভাবশালী হোক না কেন, সে কখনোই অপরাধ করে বিন্দু পরিমাণ ছাড় পাবে না। তাই সবাইকে অনুরোধ করব অন্যায় থেকে দূরে থাকার জন্য।’

রেঞ্জ ডিআইজি হারুন অর রশিদ বলেন, ‘আইজিপি মহোদয়ের নির্দেশে বাংলাদেশ পুলিশ আন্তরিকতার সঙ্গে সেবা প্রদান করে যাচ্ছে। পুলিশের মাঠ পর্যায়ে কোনো কাজে ফাঁকি দেওয়ার সুযোগ নেই। ময়মনসিংহ রেঞ্জ পুলিশের সব কার্যক্রম নিয়মিত তদারকি করা হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সাংবাদিক নির্যাতনের মামলায় কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা পারভীন কারাগারে

নীলফামারীর উত্তরা ইপিজেডে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, গুলি, এক শ্রমিক নিহত

পাকিস্তানকে সমর্থন করায় ভারত এসসিওর সদস্যপদ আটকে দেয়: আজারবাইজান

সোনার দাম বেড়ে ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে

দেশে চালু হলো ৫-জি নেটওয়ার্ক, কী কী সুবিধা মিলবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত