Ajker Patrika

ময়মনসিংহের মঞ্চে ‘হিটলার ইন বাঙ্কার’

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ২৫ অক্টোবর ২০২১, ১৩: ৩৯
ময়মনসিংহের মঞ্চে ‘হিটলার ইন বাঙ্কার’

ময়মনসিংহে করোনা পরিস্থিতিতে বন্ধ হয়ে যাওয়া মঞ্চ নাটককে পুনরুজ্জীবিত করতে উদ্যোগ নিয়েছে নাট্য সংগঠন অনসাম্বল থিয়েটার। করোনার দুঃসময় কাটিয়ে গত ২১ থেকে ২৩ অক্টোবর জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে ‘হিটলার ইন বাঙ্কার’ নাটকটির মঞ্চায়ন করেছে সংগঠনটি।

নাটকের মূল চরিত্র জার্মান চ্যান্সেলর ‘এডলফ হিটলার’। তাঁর প্রিয়তমা স্ত্রী ইভা ব্রাউনসহ বাংকারে কাটানো সময়গুলোকে কথামালায় গেঁথে এক করেছেন নাট্যকার জুয়েল কবির। আর নাটকটির নির্দেশনা দিয়েছেন রিবন খন্দকার।

হিটলারের কিশোর জীবন থেকে শুরু করে জার্মান চ্যান্সেলর হয়ে ওঠা, নাৎসিবাহিনীর অত্যাচার, মিথ্যাচার এমনকি ক্ষমতায় টিকে থাকতে হিটলারের আগ্রাসী শাসনের আঁচ লক্ষ করা যায় নাটকটির পরতে পরতে। সবশেষ বাংকারের ভেতরেই গুলি চালিয়ে আত্মহত্যা। প্রায় ঘণ্টাব্যাপী চলা নাটকটি অনসাম্বল থিয়েটারের ৩৮ তম প্রযোজনা।

নাটকটিতে মূল চরিত্রে অভিনয় করা এবং অনসাম্বল থিয়েটারের সভাপতি আবুল মনসুর বলেন, ‘করোনা পরিস্থিতির কারণে অন্যদের মতো নাট্যকর্মীরাও প্রায় কাজশূন্য হয়ে পড়েছে। এ ছাড়া প্রায় দুই বছর ধরে দর্শকেরা এমন কিছু পাচ্ছে না। আমাদের এই প্রচেষ্টা নাট্যাঙ্গনের হারানো ভাবমূর্তি ফিরিয়ে আনতে ভূমিকা রাখবে বলে মনে করি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সাংবাদিক নির্যাতনের মামলায় কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা পারভীন কারাগারে

নীলফামারীর উত্তরা ইপিজেডে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, গুলি, এক শ্রমিক নিহত

পাকিস্তানকে সমর্থন করায় ভারত এসসিওর সদস্যপদ আটকে দেয়: আজারবাইজান

সোনার দাম বেড়ে ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে

দেশে চালু হলো ৫-জি নেটওয়ার্ক, কী কী সুবিধা মিলবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত