হলুদ অটোরিকশা চলতে দেওয়ার দাবিতে বিক্ষোভ
বরিশাল নগরীতে হলুদ অটোরিকশার বৈধতা ও চলাচলের অনুমতি, সব চালকদের লাইসেন্স প্রদান, নগরীর ৫০ হাজার অটো শ্রমিকদের বাঁচার সুযোগসহ ৭ দফা দাবিতে বিক্ষোভ করেছেন শ্রমিকেরা। জেলা ও মহানগর ব্যাটারি চালিত (হলুদ অটো রিক্সা) শ্রমিক সংগঠনের নেতারা গতকাল বুধবার সকালে এসব দাবিতে নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।