Ajker Patrika

আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি

খান রফিক, বরিশাল
আপডেট : ০১ জানুয়ারি ২০২২, ১৫: ৫৮
আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি

বরিশাল-৬ আসনের নারী সাংসদ নাসরিন জাহান রত্না দুই সপ্তাহ ধরে ভিত্তিপ্রস্তর স্থাপন ও শুভেচ্ছা বিনিময় ইস্যুতে এলাকায় ছুটে বেড়াচ্ছেন। সদরের সাংসদ কর্নেল (অব.) জাহিদ ফারুক শামিমও ইদানীং নিজ আসনেই জনসেবায় সময় দিচ্ছেন। মেঘনা নদী ঘেরা বরিশাল-৪ আসনের সাংসদ পংকজ নাথ দলীয় প্রতিপক্ষের চাপে এলাকায় ঘনঘন আসছেন। নতুন বছর শুরু হতে না হতেই বরিশালের সাংসদরা এমনিভাবে নির্বাচনী আসনে সরব হয়ে উঠেছেন।

শুভেচ্ছা বিনিময়, ভিত্তিপ্রস্তর স্থাপন, দান খয়রাত ও মিষ্টিমুখের মতো নানান সামাজিক অনুষ্ঠান এখন আর বাদ দিচ্ছেন না তাঁরা। দলীয় নেতা–কর্মী ও অনুসারীরা মনে করছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এলাকায় আগেভাগেই প্রস্তুতি নিচ্ছেন এমপিরা। তাদের ধারণা সাম্প্রতিক ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনের মতো আগামী জাতীয় সংসদ নির্বাচন হলে জনগণই হবে শেষ ভরসা।

বরিশাল জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহাতাব উদ্দিন সুরুজ বৃহস্পতিবার রাতে আবুল হানানাত আব্দুল্লাহকে ফুল দিতে তাঁর বাড়িতে যান । ইউপি চেয়ারম্যান সুরুজ বলেন, হাসনাত ভাই এলাকায় এসেছেন অনেক দিন পর। তাই সাক্ষাৎ করে শুভেচ্ছা জানিয়েছি। তিনি দলের সাংগঠনিক ব্যবস্থা জোরদার করার পরামর্শ দিয়েছেন। ভবিষ্যতেও নৌকা প্রতীকের প্রার্থীর বিজয় অব্যাহত রাখতে মিলেমিশে সকলের সঙ্গে যোগাযোগ রাখতে বলেছেন। চেয়ারম্যান সুরজের মতো নেতা-কর্মীদের ঢল নামছে গত কয়েক দিন ধরে এমপি হাসানাতের বাড়িতে।

জানতে চাইলে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস বলেন, নতুন বছরে তাঁদের লক্ষ্য আগামী সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সংগঠন শক্তিশালী করা। তিনি বলেন, হাসনাত ভাই আসছেন এলাকায়। তাই নেতা–কর্মীরা চাঙা হচ্ছেন। ভেদাভেদ ভুলে আগামী নির্বাচনের জন্য তিনি দলকে শক্তিশালী করারে পরামর্শ দিয়েছেন।

বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ) আসনের আ.লীগ দলীয় সাংসদ পংকজ নাথের বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে একটি বলয় তৈরি হয়েছে। তারা আ.লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদকে নিয়ে সমাবেশও করেছেন। মেহেন্দীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মাহফুজুল আলম লিটনও সম্প্রতি এমপি পংকজকে ছেড়ে হাসানাত বলয়ে ভীড়েছেন। এসব কারণে এমপি পংকজ এলাকায় বাড়িয়েছেন তৎপরতা।

এমপি পংকজের অনুসারী মেহেন্দীগঞ্জ উপজেলা আ.লীগের সহসভাপতি খোরশেদ আলম ভুলু বলেন, সাংসদ পংকজ বৃহস্পতিবারও এলাকায় কম্বল বিতরণ করেছেন। নির্বাচনকে সামনে রেখে তার লক্ষ্য যে সব প্রকল্প হাতে নিয়েছেন তা বাস্তবায়ন করা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

এস আলমের জামাতার পেটে ৩৭৪৫ কোটি টাকা

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত