অপহরণ-ধর্ষণ-খুনে কিশোরেরা
মহানগরী খুলনায় `কিশোর গ্যাং’ বেপরোয়া হয়ে উঠেছে। কয়েক বছর ধরে আধিপত্য বিস্তার ও মাদক ব্যবসাকে কেন্দ্র করে এলাকাভিত্তিক `কিশোর গ্যাং’ গড়ে উঠেছে। দলবদ্ধ হয়ে বখাটে কিশোর-যুবকেরা মেয়েদের উত্যক্ত, অপহরণ, মাদকসেবন, ধর্ষণ, চাঁদাবাজি, খুনের মতো অপরাধে যুক্ত হচ্ছে।