Ajker Patrika

লেবু চাষে বাজিমাত

বাবুল আক্তার, পাইকগাছা
আপডেট : ১০ নভেম্বর ২০২১, ২১: ১৯
লেবু চাষে বাজিমাত

পাইকগাছার কপিলমুনিতে সিডলেস বা বিচিহীন লেবু চাষ করে সফল হয়েছেন পলাশ কর্মকর নামে এক তরুণ। তিনি বাড়ির পার্শ্বে ৩৩ শতাংশ জমিতে এ লেবু চাষ করেছেন। তিনি এক বছরে ২ লক্ষ টাকার লেবু ও ২ লক্ষ টাকার কলম বিক্রি করেছেন। তার এ সাফল্য দেখে গ্রামের অনেকেই এ লেবু চাষে ঝুঁকছেন।

পলাশ কর্মকার জানান, বাড়ির পার্শ্বে আমার বাবার ১ বিঘা জমি রয়েছে। সে জমিতে ভালো কোন ফসল হতো না। আমি কৃষি অফিসের পরামর্শে এ জমিতে সাড়ে চার হাত ব্যবধানে ২০০ গুটি বিচিহীন চায়না থ্রি জাতের লেবুর কলম রোপণ করি। জমি প্রস্তুতসহ আমার মোট খরচ হয়েছে ৫০ হাজার টাকা। এই লেবু গাছ খুব তাড়াতাড়ি বেড়ে উঠে। রোপণের তিন মাস পর থেকে গুটি কলম করা যায় এবং ৭ মাস পর থেকে ফলন দেওয়া শুরু হয়।

একবার ফলন দেওয়া শুরু করলে বছরে ১২ মাস ফল দেয়। বিচিহীন চায়না থ্রি কাগজি লেবু গাছের রোগবালাই তুলনামূলক অনেক কম। তাই পরিচর্যা ও খরচ অনেক কম হয়। বারো মাস সমানভাবে প্রতি থোকায় ৮ থেকে ১০টা পর্যন্ত লেবু ধরে। সিডলেস চায়না-৩ লেবু একটি উচ্চ ফলনশীল জাত।

অল্প বয়সে একটি গাছ থেকে গড়ে ৫০০ থেকে ১ হাজার লেবু পাওয়া যায়। এই লেবুর কলম তৈরি করা যায় ও বছরের সব মাসে রোপণ করা যায়। বছরে শুষ্ক মৌসুমে তিন মাস সেচ দেওয়া লাগে।

তিনি আরও জানান, আমি এক বছরে ২ লক্ষ টাকার লেবু ও ২ লক্ষ টাকার কলম বিক্রি করেছি। প্রতি পিস লেবুর গুটি কলম ১০০ টাকা দরে বিক্রি করা হচ্ছে। এ ছাড়া স্থানীয় ব্যবসায়ীরাসহ দেশের বিভিন্ন স্থান থেকে মানুষেরা এ জাতের লেবুর চারা তার থেকে সংগ্রহ করছে। তার বাগানের লেবুর কলমের চাহিদা ব্যাপক বেড়ে চলেছে।

বর্তমানে প্রতিটি লেবু ৩ টাকা থেকে ৪ টাকা করে পাইকারি বিক্রি হচ্ছে। স্থানীয় শরবত বিক্রেতা প্রতিদিন আমার লেমন গার্ডেন এন্ড নার্সারি থেকে শরবত তৈরি করার জন্য নগদ টাকা দিয়ে লেবু কিনে নিয়ে যায়। অনেকেই আবার খুলনা ও বাগেরহাট জেলায় পাইকারি বিক্রি করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘বউ আমাকে মিথ্যা ভালোবাসত, টাকা না থাকলে ছেড়ে যাবে, তাই মরে গেলাম’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত