Ajker Patrika

সাংবাদিককে মারধর, থানায় অভিযোগ

পাইকগাছা প্রতিনিধি
আপডেট : ০৮ নভেম্বর ২০২১, ১৯: ১১
সাংবাদিককে মারধর, থানায় অভিযোগ

পাইকগাছায় সমবায় দিবসের অনুষ্ঠানে আসার পথে এক সাংবাদিককে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। তার নাম কৃষ্ণ রায় (৩৬)। এ ঘটনায় থানায় অভিযোগ হয়েছে।

অভিযোগে জানা যায়, উপজেলার লতা ইউনিয়নের গঙ্গারকোনা এলাকার একান্ত রায়ের ছেলে সাংবাদিক কৃষ্ণ রায় (৩৬) গত শনিবার উপজেলা সদরে সমবায় দিবসে সংবাদ সংগ্রহের জন্য আসছিলেন। এ সময় সকাল সাড়ে নয়টার দিকে মোটরসাইকেল যোগে তেঁতুলতলা প্রবিরের চায়ের দোকানের সামনে আসলে একই এলাকার গোষ্ট বিশ্বাসের ছেলে বিপুল বিশ্বাস (৪০) মোটরসাইকেলের গতিরোধ করে চাবি নিয়ে নেয়।

পরবর্তীতে চাবি চাইলে আকস্মিকভাবে চড়াও হয়ে মারপিট শুরু করে। গুরুতর আহত অবস্থায় তার কাছে থাকা টাকাও ছিনিয়ে নেয়। এলাকাবাসী আহতকে উদ্ধার করে পাইকগাছা হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় সাংবাদিক বাদী হয়ে শনিবার রাতেই থানায় একটি অভিযোগ করে।

মারপিটের ঘটনায় বিপুল বিশ্বাস জানান, তার সঙ্গে টাকা লেনদেনের সমস্যা ছিল। কিন্তু তাকে মারপিট করা হয়নি। ওসি মো. জিয়াউর রহমান জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘বউ আমাকে মিথ্যা ভালোবাসত, টাকা না থাকলে ছেড়ে যাবে, তাই মরে গেলাম’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত