Ajker Patrika

ঝুঁকিপূর্ণ বাঁক রেখেই সড়কের সংস্কার শুরু

বাবুল আক্তার, পাইকগাছা
আপডেট : ০৯ নভেম্বর ২০২১, ১৫: ৪১
ঝুঁকিপূর্ণ বাঁক রেখেই সড়কের সংস্কার শুরু

বেতাগ্রাম পাইকগাছা ভায়া কয়রা আঞ্চলিক সড়ক উন্নয়নের কাজ শুরু হয়েছে। রাস্তাটি সরলীকরণ বা সোজা করার কাজ বাকি রেখেই এ সংস্কার হচ্ছে বলে প্রকৌশলীরা জানিয়েছেন। এ নির্মাণকাজের ব্যয় ধরা হয়েছে ৩৩৯ কোটি ৫৮ লাখ টাকা।

তার মধ্যে ঝুঁকিপূর্ণ বাঁক সরলীকরণ, বাজার এলাকায় আরসিসি ঢালাই রাস্তা সংস্কারের কাজ রয়েছে। এটি বাস্তবায়ন করছে খুলনা সড়ক ও জনপথ বিভাগ। এ কাজের উদ্বোধন ও টাকা বরাদ্দ হলেও সরলীকরণের জন্য এখন পর্যন্ত জমি অধিগ্রহণ করতে পারেনি কর্তৃপক্ষ। গত ২০১৪ সালে বেতাগ্রাম পাইকগাছা ভায়া কয়রা এ রাস্তাটি সংস্কারের কাজ করে সড়ক ও জনপথ বিভাগ।

পাইকগাছা কয়রার সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু আঞ্চলিক মহাসড়কের উন্নতির জন্য ও ১৩০টি ঝুঁকিপূর্ণ বাঁক সরলীকরণ ও সংস্কারের জন্য প্রস্তাবনা পাঠান। পরবর্তী সময়ে প্রকল্পটি অনুমোদনের জন্য পরিবহন মন্ত্রণালয় হয়ে একনেকের সভায় অনুমোদন হয়।

৬৪.৬০ কিলোমিটার দৈর্ঘ্যের এ সড়কটির ব্যয় ধরা হয় ৩৩৯ কোটি ৫৮ লাখ টাকা। তার মধ্যে সরলীকরণের ১১ দশমিক ২৫ হেক্টর জমি অধিগ্রহণ করার জন্য ধরা হয় ৭১ কোটি ৮২ লাখ টাকা। এ ছাড়া প্রশস্তকরণের জন্য ২৭ কোটি এবং কালভার্ট নির্মাণের জন্য বরাদ্দ হয় ১০ কোটি ২৩ লাখ। তা ছাড়া গুরুত্বপূর্ণ বাজারে আরসিসি ঢালাই থাকার কথা রয়েছে।

সড়কটি আগের মতো ১৮ ফুট চওড়া থাকবে ও বাজারের মধ্যে ১৬ ইঞ্চি আরসিসি ঢালাই এবং সড়কটি সোজা হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। এ প্রকল্প বাস্তবায়নে তিনটি ভাগে ঠিকাদার নিয়োগ করা হয়েছে। সংশ্লিষ্ট ঠিকাদার আঠারো মাইল বাজার থেকে কাজ শুরু করেছে। ইতিমধ্যে আঠারো মাইল বাজার, তালাবাজার, কপিলমুনি বাজার, মামুদকাটিতে আরসিসি ঢালাই রাস্তার কাজ শুরু হয়েছে।

কিন্তু সরলীকরণের কাজ বাকি রেখে রাস্তা সংস্কারের কাজ করে যাচ্ছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। কর্তৃপক্ষ আরও জানায়, বাঁক সরলীকরণের জন্য জমি মাপা হয়েছে। এটি অধিগ্রহণের জন্য প্রস্তাবনাও পাঠানো হয়েছে। সড়ক ও জনপথ অধিদপ্তরের খুলনার অতিরিক্ত প্রধান প্রকৌশলী সৈয়দ আসলাম আলী বাঁক রেখেই সড়কের কাজ শুরুর কথা স্বীকার করেছেন। তবে তিনি বলেন, রাস্তা শেষ হওয়ার আগেই সরলীকরণসহ সব কাজ শেষ হবে। রাস্তার কাজ ও বাজারের ঢালাইয়ের কাজ শুরু হয়েছে।

সংসদ সদস্য আকতারুজ্জামান বাবু আজকের পত্রিকাকে বলেন, কয়রা-পাইকগাছা-১৮ মাইল সড়কে বর্তমানে চলাচলে দুর্ভোগ হলেও সড়কটি স্থায়ীভাবে সংস্কার হয়ে গেলে খুলনার কয়রা, পাইকগাছা, ডুমুরিয়া, সাতক্ষীরার তালা, আশাশুনি ও শ্যামনগর উপজেলার এক কোটি মানুষ উপকৃত হবে। তিনি প্রকল্পটি বাস্তবায়নে ধৈর্যধারণ ও সবার সহযোগিতা কামনা করেন। তিনি অবহেলিত এ জনপদের মানুষের সুষ্ঠু চলাচলের দুর্ভোগ লাঘবে সড়ক উন্নয়নে প্রায় সাড়ে ৩০০ কোটি টাকা বরাদ্দ দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দক্ষিণ জনপদের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘বউ আমাকে মিথ্যা ভালোবাসত, টাকা না থাকলে ছেড়ে যাবে, তাই মরে গেলাম’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত