চৌদ্দগ্রামে সরিষা আবাদের জমি বেড়েছে ৫৫ হেক্টর
চৌদ্দগ্রাম উপজেলায় চলতি মৌসুমে ৩৫০ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। যা গত বছরের তুলনায় ৫৫ হেক্টর বেশি। উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে এ তথ্য জানা গেছে। উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাসির উদ্দিন জানান, গত মৌসুমে উপজেলায় ২৯৫ হেক্টর জমিতে সরিষা আবাদ করা হয়েছিল।