Ajker Patrika

ভ্যাট ফাঁকিতে ব্যবসাপ্রতিষ্ঠান

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ২০ জানুয়ারি ২০২২, ১১: ৩৮
ভ্যাট ফাঁকিতে ব্যবসাপ্রতিষ্ঠান

কুমিল্লার বিভিন্ন বিপণিবিতান ও ব্যবসাপ্রতিষ্ঠানে ভ্যাট ফাঁকির তথ্য পাওয়া গেছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভ্যাট গোয়েন্দার একটি বিশেষ দলে অভিযানে এসব তথ্য উঠে এসেছে। কুমিল্লার ভ্যাট গোয়েন্দার উপপরিচালক মুনাওয়ার মুরসালীন বিষয়টি জানান।

গত মঙ্গলবার ভ্যাট গোয়েন্দা কর্মকর্তারা জানান, জানুয়ারি মাসের প্রথম দিন থেকে কুমিল্লা নগরীর প্ল্যানেট এসআর মার্কেট এবং কুমিল্লা ক্যান্টনমেন্ট গেটের সম্মুখে অবস্থিত ময়নামতি সুপার মার্কেট দুটিতে জরিপ করা হয়। জরিপে দেখা যায়, মার্কেট দুটিতে কোনো প্রতিষ্ঠান ভ্যাট নিবন্ধন করেনি।

ভ্যাটও দেয় না। প্ল্যানেট এসআর মার্কেটটিতে মোট ৮০টি দোকান রয়েছে। এর মধ্যে ভ্যাট পরিদর্শন সময় ৫৬টি দোকান খোলা পাওয়া যায়। এগুলোর ভ্যাট নিবন্ধনের তথ্য পাওয়া যায়নি। এ ছাড়া ১৬ ডিসেম্বর থেকে মার্কেটটি চালু হলেও এখনো মার্কেটের কোনো প্রতিষ্ঠানই ভ্যাট নিবন্ধন করেননি।

এদিকে ক্যান্টনমেন্টের সামনে অবস্থিত ময়নামতি সুপার মার্কেটে মোট ১২০টি দোকান রয়েছে। পরিদর্শনকালে ৬৪টি দোকান খোলা পাওয়া যায়। জরিপকালে চালু থাকা কোনো প্রতিষ্ঠানেরই ভ্যাট নিবন্ধনের তথ্য পাওয়া যায়নি। তা ছাড়া ঢাকা-চট্টগ্রাম হাইওয়ের ওপর অবস্থিত বহু বছর ধরে চলমান মার্কেটেরও কোনো প্রতিষ্ঠানেরই ভ্যাট নিবন্ধন নেই।

তা ছাড়া নগরীর কান্দিরপাড়ে অবস্থিত মাতৃ ভান্ডার এ অভিযান চালায় ভ্যাট গোয়েন্দার দলটি। প্রতিষ্ঠানে মিষ্টি বিক্রির সময়ে ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা গেলেও মাতৃ ভান্ডারটিতে গড়ে মাত্র ২০-২২টি চালান কাটে। ভ্যাট গোয়েন্দা কর্তৃক দুজন কর্মকর্তা বিক্রয় পর্যবেক্ষণের জন্য সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত অবস্থান করেন। ওই দিন ভ্যাট গোয়েন্দার উপস্থিতিতে প্রতিষ্ঠানটি মোট ৩১৮টি ভ্যাট কাটতে বাধ্য হয়; যেখানে বিক্রয়মূল্য পাওয়া যায় ২ লাভ ৯৬ হাজার ৫০ টাকা। এতে দেখা যায়, বিক্রয়ের সময়ে ভ্যাট চালান না দিয়ে এই দোকানটি ব্যাপকভাবে ভ্যাট ফাঁকির সঙ্গে জড়িত হয়েছে।

এ প্রতিষ্ঠানটি ১ জানুয়ারি থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত ৩৫৪টি চালান কাটে এবং বিক্রয় মূল্য দেখানো হয়েছে সাত লাখ টাকা। অথচ ভ্যাট গোয়েন্দার একদিনের পর্যবেক্ষণে ৩১৮টি চালানে ৩ লাখ টাকার বিক্রয়ের হিসেব পায়। এতে প্রতিষ্ঠানটি নিবন্ধিত হলেও এর ভ্যাট ফাঁকি দেখা যায়।

একইভাবে ভ্যাট গোয়েন্দার দলটি নগরীর বনফুল এন্ড কোং ও কিষোয়ান স্নাকসের কুমিল্লা শাখায় অভিযান পরিচালনা করে। প্রতিষ্ঠান দুটোতে ভ্যাট ফাঁকির তথ্য পাওয়া যায়।

কুমিল্লা ভ্যাট গোয়েন্দার উপপরিচালক মুনাওয়ার মুরসালীন, সহকারী পরিচালক আলমগীর হুসেনের নেতৃত্বে গোয়েন্দা অনুসন্ধানে এ তথ্য পাওয়া যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত