Ajker Patrika

স্কুল খুললেও আসেনি শিক্ষার্থীরা

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ২০ জানুয়ারি ২০২২, ১১: ২২
স্কুল খুললেও আসেনি শিক্ষার্থীরা

লাকসামে পশ্চিমগাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষক করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় স্কুল বন্ধ ঘোষণা করে তাঁদের ছুটিতে পাঠানো হয়। গতকাল বুধবার পুরো স্কুল জীবাণুনাশক দিয়ে পরিষ্কার-পরিচ্ছন্ন করে পুনরায় খোলা হয়। পাঠদান স্বাভাবিক রাখতে পাশের একটি স্কুল থেকে তিনজন শিক্ষককে দায়িত্ব দেওয়া হয়। কিন্তু স্কুল খোলা থাকলেও আসেনি শিক্ষার্থীরা।

শিক্ষকদের করোনা আক্রান্তের খবর ছড়িয়ে পড়লে গতকাল বুধবার কোনো শিক্ষার্থী স্কুলে আসেনি। সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সঞ্চিতা দাস এ সব তথ্য জানান।

উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, বিষয়টি জানার পর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা মতে বিদ্যালয়টি মঙ্গলবার বন্ধ রাখা হয়েছিল। গতকাল বুধবার পুরো প্রতিষ্ঠানটি জীবাণুনাশক দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে খোলা হয়েছে। বিদ্যালয়ের সব শিক্ষক যেহেতু করোনা আক্রান্ত তাই সবাইকে ছুটি দিয়ে পাশের বিদ্যালয় থেকে তিনজন শিক্ষক এনে প্রতিষ্ঠান খোলা রাখা হয়েছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার স্কুলের প্রধান শিক্ষকসহ ৮ জন শিক্ষকই করোনা পরীক্ষা করলে তাঁদের পজিটিভ আসে। আক্রান্ত শিক্ষকেরা হলেন স্কুলের প্রধান শিক্ষক সম্পা রানী শাহা, সহকারী শিক্ষক মো. শাহ আলম, মো. একরামুল হক খন্দকার, মন্টু চন্দ্র ঘোষ, উম্মে কুলসুম, বিলকিছ নাসরিন, কামরুন্নাহার ও রুবিনা ইসলাম।

প্রধান শিক্ষক শম্পা রানি সাহা বলেন, ‘গত দুদিন ধরে শরীর খারাপ লাগছিল। তাই আমি ও আমার স্বামী করোনা পরীক্ষা করি। দুজনের রিপোর্ট পজিটিভ আসে। বিষয়টি শিক্ষকদের জানালে গত মঙ্গলবার স্কুলের সকল শিক্ষক করোনা পরীক্ষা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

টেলিটক এখন গলার কাঁটা পর্যায়ে চলে এসেছে: ফয়েজ আহমদ তৈয়্যব

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত