Ajker Patrika

মারামারি বন্ধে দুই পক্ষকে কাউন্সিলিং

ব্রাহ্মণপাড়া প্রতিনিধি
আপডেট : ২৩ জানুয়ারি ২০২২, ১৩: ৫৭
মারামারি বন্ধে দুই পক্ষকে কাউন্সিলিং

ব্রাহ্মণপাড়া উপজেলার সিদলাই গ্রামের বিবদমান দুই পক্ষের কথায় কথায় মারামারি বন্ধে কাউন্সিলিং কর্মসূচি শুরু করেছে উপজেলা প্রশাসন। গতকাল শুক্রবার সিদলাই নাজনীন উচ্চবিদ্যালয়ে দুই দিনব্যাপী এ কর্মসূচি শুরু করা হয়। এতে দুই পক্ষের দুই শতাধিক ব্যক্তি অংশ নিয়েছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল রানা। বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ আবু জাহের, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপ্পেলা রাজু নাহা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ফারুক আহাম্মদ, সিদলাই ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম। মনোরোগ বিশেষজ্ঞ হিসাবে কাউন্সিলিং করাচ্ছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আয়েশা সিদ্দিকা।

এ সময় উপস্থিত ছিলেন সিদলাই আমির হোসেন জোবেদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. নজরুল ইসলাম, সিদলাই নাজনীন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মফিজুল ইসলাম প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল রানা বলেন, ‘দীর্ঘমেয়াদি দল প্রথার মূল সমাধান হলো দেশের প্রান্তিক অঞ্চলের এ সব মানুষের মনস্তত্ত্বের পরিবর্তন করে দেওয়া। সেই মনস্তত্ত্ব পরিবর্তনের উদ্দেশ্যে একটি ছোট্ট পদক্ষেপ এই মনোরোগ বিশেষজ্ঞ কাউন্সিলিং।’ তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের মনোরোগ বিশেষজ্ঞ শিক্ষক দিয়ে দুই দিনব্যাপী কাউন্সিলিং শুরু হয়েছে। এতে সিদলাই গ্রামের বড় দল ও ছোট দলের দলভুক্ত ১০০ জনকে নিয়ে চারটি সেশন পরিচালনা করা হবে।’

ব্রাহ্মণপাড়া সম্পর্কিত আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত