প্রযুক্তি ডেস্ক
টিকটকের সঙ্গে পাল্লা দিতে ফেসবুক ও ইনস্টাগ্রামে ‘রিলস’ এর সুবিধা চালু করেছিল মেটা। এরই মধ্যে বেশ রিলস বেশ জনপ্রিয়ও হয়ে উঠেছে ব্যবহারকারীদের মাঝে। এর জনপ্রিয়তাকে কাজে লাগাতে রিলস ও স্টোরিজ বিভাগে অগমেন্টেড রিয়্যালিটি বা এআর প্রযুক্তির বিজ্ঞাপন দেখাবে মেটা।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, নতুন এই সুবিধার ফলে বিভিন্ন প্রতিষ্ঠান রিলস ও স্টোরিজ সেকশনে নিজেদের পণ্যের অগমেন্টেড রিয়্যালিটি বিজ্ঞাপন প্রচার করতে পারবেন। ব্যবহারকারীরাও সেগুলো ভার্চ্যুয়ালি পরখের সুযোগ পাবেন। এর আগে, অগমেন্টেড রিয়্যালিটি প্রযুক্তির মাধ্যমে পণ্য কেনাবেচার সুযোগ নিয়ে আসে স্ন্যাপচ্যাট। বলা হচ্ছে স্ন্যাপচ্যাটকে পাল্লা দিতে ফেসবুক রিলস ও স্টোরিজে অগমেন্টেড রিয়্যালিটি বিজ্ঞাপন দেখাবে মেটা।
মেটা জানিয়েছে, ফেসবুক রিলসে নতুন প্রযুক্তির বিজ্ঞাপন সুবিধা চালুর জন্য কাজ করছে প্রতিষ্ঠানটি। বিজ্ঞাপনদাতাদের সুবিধার্থে পরীক্ষামূলকভাবে ‘কল টু অ্যাকশন’ নামের একটি বাটনও তৈরি করা হয়েছে। বাটনটিতে বিজ্ঞাপনের থাম্বনেইল, শিরোনাম, পণ্যের বিবরণ এবং ওয়েবসাইটের লিংক যুক্ত করা যাবে।
এর আগে, অগমেন্টেড রিয়্যালিটি (এআর) প্রযুক্তির মাধ্যমে পণ্য কেনাবেচার সুবিধা নিয়ে আসে স্ন্যাপচ্যাট। নতুন এই সুবিধার নাম ‘শপিং স্যুট’ লেন্স। নতুন এই সুবিধার মাধ্যমে অ্যাপটিতে বিভিন্ন প্রতিষ্ঠান অগমেন্টেড রিয়্যালিটি প্রযুক্তিনির্ভর ভার্চুয়াল দোকান খুলে পণ্য বিক্রি করতে পারছে। ক্রেতারাও বিভিন্ন ব্র্যান্ডের পণ্য কেনার আগে সেগুলো নিজের ছবিতে যুক্ত করে পরখ করে দেখার সুযোগ পারছেন।
দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, অগমেন্টেড রিয়্যালিটি প্রযুক্তিতে পণ্য কেনাবেচার সুবিধা চালুর ফলে ব্যবহারকারীদের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানও উপকৃত হচ্ছে। স্ন্যাপচ্যাট জানিয়েছিল, ভার্চুয়াল দোকানে পরিধান সামগ্রী পছন্দের পর নিজের ছবি পাঠালে ‘শপিং স্যুট’ লেন্স স্বয়ংক্রিয়ভাবে পোশাকটি ছবিতে যুক্ত করবে। ত্রিমাত্রিক প্রযুক্তিতে দেখা যাবে পোশাকটি পরলে কেমন দেখাবে। ফলে ব্যবহারকারী কেনাকাটার ক্ষেত্রে আরও স্বাচ্ছন্দ্যবোধ করবেন।
টিকটকের সঙ্গে পাল্লা দিতে ফেসবুক ও ইনস্টাগ্রামে ‘রিলস’ এর সুবিধা চালু করেছিল মেটা। এরই মধ্যে বেশ রিলস বেশ জনপ্রিয়ও হয়ে উঠেছে ব্যবহারকারীদের মাঝে। এর জনপ্রিয়তাকে কাজে লাগাতে রিলস ও স্টোরিজ বিভাগে অগমেন্টেড রিয়্যালিটি বা এআর প্রযুক্তির বিজ্ঞাপন দেখাবে মেটা।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, নতুন এই সুবিধার ফলে বিভিন্ন প্রতিষ্ঠান রিলস ও স্টোরিজ সেকশনে নিজেদের পণ্যের অগমেন্টেড রিয়্যালিটি বিজ্ঞাপন প্রচার করতে পারবেন। ব্যবহারকারীরাও সেগুলো ভার্চ্যুয়ালি পরখের সুযোগ পাবেন। এর আগে, অগমেন্টেড রিয়্যালিটি প্রযুক্তির মাধ্যমে পণ্য কেনাবেচার সুযোগ নিয়ে আসে স্ন্যাপচ্যাট। বলা হচ্ছে স্ন্যাপচ্যাটকে পাল্লা দিতে ফেসবুক রিলস ও স্টোরিজে অগমেন্টেড রিয়্যালিটি বিজ্ঞাপন দেখাবে মেটা।
মেটা জানিয়েছে, ফেসবুক রিলসে নতুন প্রযুক্তির বিজ্ঞাপন সুবিধা চালুর জন্য কাজ করছে প্রতিষ্ঠানটি। বিজ্ঞাপনদাতাদের সুবিধার্থে পরীক্ষামূলকভাবে ‘কল টু অ্যাকশন’ নামের একটি বাটনও তৈরি করা হয়েছে। বাটনটিতে বিজ্ঞাপনের থাম্বনেইল, শিরোনাম, পণ্যের বিবরণ এবং ওয়েবসাইটের লিংক যুক্ত করা যাবে।
এর আগে, অগমেন্টেড রিয়্যালিটি (এআর) প্রযুক্তির মাধ্যমে পণ্য কেনাবেচার সুবিধা নিয়ে আসে স্ন্যাপচ্যাট। নতুন এই সুবিধার নাম ‘শপিং স্যুট’ লেন্স। নতুন এই সুবিধার মাধ্যমে অ্যাপটিতে বিভিন্ন প্রতিষ্ঠান অগমেন্টেড রিয়্যালিটি প্রযুক্তিনির্ভর ভার্চুয়াল দোকান খুলে পণ্য বিক্রি করতে পারছে। ক্রেতারাও বিভিন্ন ব্র্যান্ডের পণ্য কেনার আগে সেগুলো নিজের ছবিতে যুক্ত করে পরখ করে দেখার সুযোগ পারছেন।
দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, অগমেন্টেড রিয়্যালিটি প্রযুক্তিতে পণ্য কেনাবেচার সুবিধা চালুর ফলে ব্যবহারকারীদের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানও উপকৃত হচ্ছে। স্ন্যাপচ্যাট জানিয়েছিল, ভার্চুয়াল দোকানে পরিধান সামগ্রী পছন্দের পর নিজের ছবি পাঠালে ‘শপিং স্যুট’ লেন্স স্বয়ংক্রিয়ভাবে পোশাকটি ছবিতে যুক্ত করবে। ত্রিমাত্রিক প্রযুক্তিতে দেখা যাবে পোশাকটি পরলে কেমন দেখাবে। ফলে ব্যবহারকারী কেনাকাটার ক্ষেত্রে আরও স্বাচ্ছন্দ্যবোধ করবেন।
গুগল ক্রোম ইনস্টল করার সময় উইন্ডোজ ব্যবহারকারীদের ‘এখনই নিরাপদে ব্রাউজ করুন’ লিখে সতর্ক করছে মাইক্রোসফট। কোম্পানিটির দাবি, ‘মাইক্রোসফট-এজ’ও ক্রোমের মতো একই প্রযুক্তিতে চলে, তবে এর সঙ্গে আছে মাইক্রোসফটের বিশ্বাসযোগ্যতা।
৩ ঘণ্টা আগেঅ্যাপলের এয়ারপডসে যুক্ত হতে যাচ্ছে এক নতুন যুগান্তকারী ফিচার ‘লাইভ ট্রান্সলেশন’। এই ফিচারটি চালু থাকলে ফোনকলের পাশাপাশি সামনে থাকা ব্যক্তির কথাও অনুবাদ করে দেবে এয়ারপডসটি।
১২ ঘণ্টা আগেসাধারণ ছবিকে এবার সরাসরি থ্রিডি মডেলে রূপ দেওয়া যাবে। এমনই এক চমকপ্রদ প্রযুক্তি এনেছে মাইক্রোসফট। ‘কোপাইলট থ্রিডি’ নামের এই নতুন এআই টুলটি তৈরি করেছে কোপাইলট ল্যাবস। এর মাধ্যমে দ্বিমাত্রিক ইমেজ, পিএনজি বা জেপিজি ফরম্যাটের ১০ মেগাবাইটের নিচের যেকোনো ছবি দিয়ে তৈরি করা যাবে থ্রিডি মডেল।
১৩ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১৬ ঘণ্টা আগে