পাকিস্তানের খুদে ভ্লগার মোহাম্মদ শিরাজ। ছোট্ট আদরের বোন মুসকানকে নিয়ে তার ভিডিওগুলো প্রায় পুরো পৃথিবীর মানুষই দেখেছে। পাকিস্তানের কনিষ্ঠ ভ্লগার হিসেবে খ্যাতি পেয়েছে সে।
তার ইউটিউব চ্যানেলের নাম ‘শিরাজি ভিলেজ ভ্লগস’। ছয় বছরের এই শিশুর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বেশ জনপ্রিয়। অবশ্য শিরাজের বর্তমান বয়স ১২। নিজের পারিবারিক জীবন এবং দৈনন্দিন অভিজ্ঞতার সারাংশ বর্ণনা করেই লাখ লাখ মানুষের মন জয় করে নিয়েছে শিরাজ। সে গিলগিট–বালটিস্তানের খাপলু গ্রামের বাসিন্দা।
দুঃখজনক খবর হচ্ছে, শিরাজকে আর সোশ্যাল মিডিয়ায় দেখা যাবে না। শিরাজ ঘোষণা করেছে, আপাতত সে আর ভ্লগিং করবে না।
গত ১৫ মে শেষ ভ্লগটি শেয়ার করে শিরাজ। সোশ্যাল মিডিয়াতে ভক্ত ও অনুগামীদের কাছ থেকে আবেগপূর্ণ বিদায় নেয় সেই ভ্লগে।
ইউটিউবে পোস্ট করা ১১ মিনিটের সেই ভিডিওতে এই শিশু সেলিব্রিটি এই সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করে বলে, তার বাবা তাকে ভ্লগিংয়ের পরিবর্তে পড়াশোনায় মনোযোগ দিতে বলেছেন।
ইউটিউবে শিরাজের ১৫ লাখ ৮০ হাজার সাবস্ক্রাইবার এবং ইনস্টাগ্রামে ২১ লাখ ফলোয়ার আছে। সে ইউটিউব জগতে দ্রুতই সবচেয়ে আলোচিত ভ্লগারদের একজন হয়ে উঠেছিল। শিরাজ সম্প্রতি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং সাবেক ক্রিকেটার শোয়েব আখতারের সঙ্গে দেখা করেছে।
সাম্প্রতিক ভ্লগে শিরাজের বাবা ব্যাখ্যা করেছেন, তার ছেলের ভ্লগিং ছেড়ে দেওয়ার সিদ্ধান্তের দুটি প্রধান কারণ রয়েছে। প্রথমত, শিরাজের হঠাৎ খ্যাতি তার ব্যক্তিত্বকে বদলে দিয়েছে এবং সে আর আগের মতো বাধ্য এবং কমনীয় শিশুটি নেই।
তার বাবা লক্ষ্য করেছেন, শিরাজ আর আগের মতো একই মনোভাব নিয়ে বন্ধুবান্ধব এবং পরিবারের সঙ্গে মিশতে পারে না। তাঁর মতে, এটি একটি সোশ্যাল মিডিয়ায় তারকা হওয়ার একটি পার্শ্ব প্রতিক্রিয়া।
দ্বিতীয় কারণ হিসেবে শিরাজের বাবা বলেন, প্রতিদিনের ভ্লগিংয়ের চাহিদার কারণে শিরাজের পড়াশোনা ক্ষতিগ্রস্ত হচ্ছিল। এক্স অ্যাকাউন্ট পরিচালনা করা এবং ইউটিউব চ্যানেলের জন্য কনটেন্ট তৈরির ব্যস্ততা তার পড়াশোনার ওপর প্রভাব ফেলছিল।
পাকিস্তানের খুদে ভ্লগার মোহাম্মদ শিরাজ। ছোট্ট আদরের বোন মুসকানকে নিয়ে তার ভিডিওগুলো প্রায় পুরো পৃথিবীর মানুষই দেখেছে। পাকিস্তানের কনিষ্ঠ ভ্লগার হিসেবে খ্যাতি পেয়েছে সে।
তার ইউটিউব চ্যানেলের নাম ‘শিরাজি ভিলেজ ভ্লগস’। ছয় বছরের এই শিশুর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বেশ জনপ্রিয়। অবশ্য শিরাজের বর্তমান বয়স ১২। নিজের পারিবারিক জীবন এবং দৈনন্দিন অভিজ্ঞতার সারাংশ বর্ণনা করেই লাখ লাখ মানুষের মন জয় করে নিয়েছে শিরাজ। সে গিলগিট–বালটিস্তানের খাপলু গ্রামের বাসিন্দা।
দুঃখজনক খবর হচ্ছে, শিরাজকে আর সোশ্যাল মিডিয়ায় দেখা যাবে না। শিরাজ ঘোষণা করেছে, আপাতত সে আর ভ্লগিং করবে না।
গত ১৫ মে শেষ ভ্লগটি শেয়ার করে শিরাজ। সোশ্যাল মিডিয়াতে ভক্ত ও অনুগামীদের কাছ থেকে আবেগপূর্ণ বিদায় নেয় সেই ভ্লগে।
ইউটিউবে পোস্ট করা ১১ মিনিটের সেই ভিডিওতে এই শিশু সেলিব্রিটি এই সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করে বলে, তার বাবা তাকে ভ্লগিংয়ের পরিবর্তে পড়াশোনায় মনোযোগ দিতে বলেছেন।
ইউটিউবে শিরাজের ১৫ লাখ ৮০ হাজার সাবস্ক্রাইবার এবং ইনস্টাগ্রামে ২১ লাখ ফলোয়ার আছে। সে ইউটিউব জগতে দ্রুতই সবচেয়ে আলোচিত ভ্লগারদের একজন হয়ে উঠেছিল। শিরাজ সম্প্রতি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং সাবেক ক্রিকেটার শোয়েব আখতারের সঙ্গে দেখা করেছে।
সাম্প্রতিক ভ্লগে শিরাজের বাবা ব্যাখ্যা করেছেন, তার ছেলের ভ্লগিং ছেড়ে দেওয়ার সিদ্ধান্তের দুটি প্রধান কারণ রয়েছে। প্রথমত, শিরাজের হঠাৎ খ্যাতি তার ব্যক্তিত্বকে বদলে দিয়েছে এবং সে আর আগের মতো বাধ্য এবং কমনীয় শিশুটি নেই।
তার বাবা লক্ষ্য করেছেন, শিরাজ আর আগের মতো একই মনোভাব নিয়ে বন্ধুবান্ধব এবং পরিবারের সঙ্গে মিশতে পারে না। তাঁর মতে, এটি একটি সোশ্যাল মিডিয়ায় তারকা হওয়ার একটি পার্শ্ব প্রতিক্রিয়া।
দ্বিতীয় কারণ হিসেবে শিরাজের বাবা বলেন, প্রতিদিনের ভ্লগিংয়ের চাহিদার কারণে শিরাজের পড়াশোনা ক্ষতিগ্রস্ত হচ্ছিল। এক্স অ্যাকাউন্ট পরিচালনা করা এবং ইউটিউব চ্যানেলের জন্য কনটেন্ট তৈরির ব্যস্ততা তার পড়াশোনার ওপর প্রভাব ফেলছিল।
নতুন যুগের ইন্টারনেট সেবা নিয়ে হাজির ইলন মাস্কের স্টারলিংক। তাদের সেবার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে নেটওয়ার্ক না থাকার ভোগান্তি দূর হয়েছে। কোম্পানিটির ডাইরেক্ট-টু-সেল (ডি২সি) প্রযুক্তির মাধ্যমে চলন্ত অবস্থায় কিংবা একেবারে দুর্গম এলাকায় মোবাইল ফোনে নেটওয়ার্ক পাওয়া যাবে। এ জন্য কোনো রাউটার বা ওয়াইফাইয়ের
৯ ঘণ্টা আগেচীনে চিপ বিক্রির মোট রাজস্বের ১৫ শতাংশ মার্কিন সরকারকে দিতে সম্মত হয়েছে বিশ্বের শীর্ষ দুই সেমিকন্ডাক্টর নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া ও এএমডি। এই চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠান দুটি চীনা বাজারে চিপ বিক্রির লাইসেন্স পাবে। এক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।
১৩ ঘণ্টা আগেবর্তমান যুগের বেশির ভাগ ইলেকট্রনিক ডিভাইসেই লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহৃত হয়। আইফোনসহ স্মার্টফোন, স্মার্টওয়াচ, ল্যাপটপ—এমনকি বৈদ্যুতিক গাড়িতেও এই ব্যাটারিই ব্যবহার হয়। তবে এই প্রযুক্তি যতটা উন্নত, ততটাই জটিল। সময়ের সঙ্গে সঙ্গে এই ব্যাটারির কর্মক্ষমতা কমে যায়।
১৬ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি এইচ২০ (H20) চিপের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম-সংশ্লিষ্ট একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। রোববার উইচ্যাটে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়, এই চিপগুলোতে ‘ব্যাক ডোর’ থাকার সম্ভাবনা রয়েছে, যা ব্যবহারকারীর অনুমতি ছাড়াই...
১৭ ঘণ্টা আগে