প্রযুক্তি ডেস্ক
ভিডিও নির্মাতাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির টুল চালু করছে ইউটিউব। টুলটির মাধ্যমে ভিডিওতে সহজেই বিভিন্ন ইফেক্ট যুক্ত করার পাশাপাশি সিনেমার মতো এডিটও করা যাবে। ফলে কনটেন্ট নির্মাতাদের আয়ের সুযোগও বাড়বে।
ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, গত নভেম্বরে চ্যাটজিপিটি চালুর পর থেকে গুগল সহ বিভিন্ন প্রতিষ্ঠান নিজেদের পণ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি যুক্ত করতে কাজ করে যাচ্ছে। চ্যাটজিপিটি নিয়ে উদ্বিগ্ন গুগলও চ্যাটজিপিটির বিকল্প চ্যাটবট ‘বার্ড’ আনার ঘোষণা দিয়েছে। এরই ধারাবাহিকতায় এবার কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির টুল চালুর উদ্যোগ নিয়েছে গুগলের মালিকানাধীন ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব।
সম্প্রতি, প্ল্যাটফর্মের ভিডিওতে ‘ওভারলে’ বিজ্ঞাপন বন্ধের ঘোষণা দেয় ইউটিউব। যা ভিডিওর নিচে বা ওপরে পপ-আপ আকারে প্রদর্শিত হয়। ব্যবহারকারীদের সুবিধার কথা বিবেচনা করে ইউটিউব কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট নাইনটুফাইভ গুগলের প্রতিবেদন অনুযায়ী, ইউটিউব নিজের সাপোর্ট পেজে জানায়, আগামী ৬ এপ্রিল থেকে এই ছোট বিজ্ঞাপনগুলো বন্ধ করা হচ্ছে। তবে বিজ্ঞাপনটি আপাতত মোবাইল ডিভাইস থেকে বন্ধ করা হচ্ছে। ডেস্কটপ ভার্সনে এটি আরও কিছুদিন চলবে।
ইউটিউব এই পপ-আপ বিজ্ঞাপন সরিয়ে নতুন কোনো ধরনের বিজ্ঞাপন দেখাবে কিনা– এ নিয়ে কিছু জানা যায়নি। প্রযুক্তিপ্রেমীরা ধারণা করছেন, এখন থেকে প্রি রোল, মিড রোল ও পোস্ট রোল বিজ্ঞাপনের ওপর প্রতিষ্ঠানটি গুরুত্ব দিতে পারে।
এর আগে, নতুন একটি ফিচার আনার ঘোষণা দেয় ইউটিউব। নতুন ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা নিজের ‘কাস্টম রেডিও স্টেশন’ তৈরির সুবিধা পাবেন। এই ফিচার চালুর আগে বিদ্যমান বিভিন্ন প্লেলিস্ট, রেডিও বা অ্যালবাম থেকে বাছাই করে গান শোনার সুযোগ পেতেন ব্যবহারকারীরা। তবে এখন থেকে শুরু থেকেই নিজস্ব রেডিও তৈরি করতে পারবেন ব্যবহারকারীরা।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, নতুন এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা সর্বোচ্চ ৩০জন পর্যন্ত শিল্পী বাছাই করে নিজস্ব ‘রেডিও স্টেশন’ বানাতে পারবেন। পাশাপাশি, কোন শিল্পীর গান কত ঘন ঘন উপস্থিত হবেন, তাও ঠিক করা যাবে। রেডিওতে কেবল ব্যবহারকারীর বাছাই করা শিল্পীদের গানই থাকবে, নাকি এতে তিনি একই ধরনের অন্যান্য শিল্পীর গান স্টেশনে যোগ করতে চান— সেটিও ঠিক করতে পারবেন। স্পটিফাই ও অ্যাপল মিউজিকের মতো জনপ্রিয় স্ট্রিমিং সেবা গুলোয় ব্যবহারকারীরা নির্দিষ্ট কোনো গান বা শিল্পীর ওপর ভিত্তি করে প্লেলিস্ট তৈরির সুবিধা পেয়ে আসছেন।
‘গো লাইভ টুগেদার’ ফিচারও চালু করেছে ইউটিউব। এই ফিচার ব্যবহার করে স্মার্টফোনের মাধ্যমে দুজন কনটেন্ট নির্মাতা একসঙ্গে (কো-স্ট্রিম) লাইভে আসতে পারবেন। দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, ‘গো লাইভ টুগেদার’ ফিচারটি ব্যবহার করে একজন কনটেন্ট নির্মাতা লাইভে এসে আরেকজন কনটেন্ট নির্মাতাকে লাইভে যুক্ত হতে আমন্ত্রণ জানাতে পারবেন। ফিচারটি এখন শুধুমাত্র স্মার্টফোনের ইউটিউব অ্যাপ থেকে ব্যবহারের সুযোগ থাকলেও ভবিষ্যতে ওয়েব সংস্করণেও ব্যবহার করা যাবে।
‘টিম ইউটিউব’ টুইটার অ্যাকাউন্ট থেকে এক পোস্টে বলা হয়, ‘দুজন কনটেন্ট নির্মাতা সহজে লাইভে আসার জন্য চালু করা হয়েছে ‘গো লাইভ টুগেদার’ ফিচার। এর সবকিছুই হবে স্মার্টফোনে। ৫০ এর বেশি সাবস্ক্রাইবার হলেই যেকোনো কনটেন্ট নির্মাতা নতুন ফিচারটি ব্যবহার করতে পারবেন।’ স্মার্টফোনের ইউটিউব অ্যাপের নিচে ‘ক্রিয়েট’ অপশনে ক্লিক করলে ‘গো লাইভ টুগেদার’ ফিচারটি ব্যবহার করা যাবে।
ভিডিও নির্মাতাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির টুল চালু করছে ইউটিউব। টুলটির মাধ্যমে ভিডিওতে সহজেই বিভিন্ন ইফেক্ট যুক্ত করার পাশাপাশি সিনেমার মতো এডিটও করা যাবে। ফলে কনটেন্ট নির্মাতাদের আয়ের সুযোগও বাড়বে।
ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, গত নভেম্বরে চ্যাটজিপিটি চালুর পর থেকে গুগল সহ বিভিন্ন প্রতিষ্ঠান নিজেদের পণ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি যুক্ত করতে কাজ করে যাচ্ছে। চ্যাটজিপিটি নিয়ে উদ্বিগ্ন গুগলও চ্যাটজিপিটির বিকল্প চ্যাটবট ‘বার্ড’ আনার ঘোষণা দিয়েছে। এরই ধারাবাহিকতায় এবার কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির টুল চালুর উদ্যোগ নিয়েছে গুগলের মালিকানাধীন ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব।
সম্প্রতি, প্ল্যাটফর্মের ভিডিওতে ‘ওভারলে’ বিজ্ঞাপন বন্ধের ঘোষণা দেয় ইউটিউব। যা ভিডিওর নিচে বা ওপরে পপ-আপ আকারে প্রদর্শিত হয়। ব্যবহারকারীদের সুবিধার কথা বিবেচনা করে ইউটিউব কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট নাইনটুফাইভ গুগলের প্রতিবেদন অনুযায়ী, ইউটিউব নিজের সাপোর্ট পেজে জানায়, আগামী ৬ এপ্রিল থেকে এই ছোট বিজ্ঞাপনগুলো বন্ধ করা হচ্ছে। তবে বিজ্ঞাপনটি আপাতত মোবাইল ডিভাইস থেকে বন্ধ করা হচ্ছে। ডেস্কটপ ভার্সনে এটি আরও কিছুদিন চলবে।
ইউটিউব এই পপ-আপ বিজ্ঞাপন সরিয়ে নতুন কোনো ধরনের বিজ্ঞাপন দেখাবে কিনা– এ নিয়ে কিছু জানা যায়নি। প্রযুক্তিপ্রেমীরা ধারণা করছেন, এখন থেকে প্রি রোল, মিড রোল ও পোস্ট রোল বিজ্ঞাপনের ওপর প্রতিষ্ঠানটি গুরুত্ব দিতে পারে।
এর আগে, নতুন একটি ফিচার আনার ঘোষণা দেয় ইউটিউব। নতুন ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা নিজের ‘কাস্টম রেডিও স্টেশন’ তৈরির সুবিধা পাবেন। এই ফিচার চালুর আগে বিদ্যমান বিভিন্ন প্লেলিস্ট, রেডিও বা অ্যালবাম থেকে বাছাই করে গান শোনার সুযোগ পেতেন ব্যবহারকারীরা। তবে এখন থেকে শুরু থেকেই নিজস্ব রেডিও তৈরি করতে পারবেন ব্যবহারকারীরা।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, নতুন এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা সর্বোচ্চ ৩০জন পর্যন্ত শিল্পী বাছাই করে নিজস্ব ‘রেডিও স্টেশন’ বানাতে পারবেন। পাশাপাশি, কোন শিল্পীর গান কত ঘন ঘন উপস্থিত হবেন, তাও ঠিক করা যাবে। রেডিওতে কেবল ব্যবহারকারীর বাছাই করা শিল্পীদের গানই থাকবে, নাকি এতে তিনি একই ধরনের অন্যান্য শিল্পীর গান স্টেশনে যোগ করতে চান— সেটিও ঠিক করতে পারবেন। স্পটিফাই ও অ্যাপল মিউজিকের মতো জনপ্রিয় স্ট্রিমিং সেবা গুলোয় ব্যবহারকারীরা নির্দিষ্ট কোনো গান বা শিল্পীর ওপর ভিত্তি করে প্লেলিস্ট তৈরির সুবিধা পেয়ে আসছেন।
‘গো লাইভ টুগেদার’ ফিচারও চালু করেছে ইউটিউব। এই ফিচার ব্যবহার করে স্মার্টফোনের মাধ্যমে দুজন কনটেন্ট নির্মাতা একসঙ্গে (কো-স্ট্রিম) লাইভে আসতে পারবেন। দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, ‘গো লাইভ টুগেদার’ ফিচারটি ব্যবহার করে একজন কনটেন্ট নির্মাতা লাইভে এসে আরেকজন কনটেন্ট নির্মাতাকে লাইভে যুক্ত হতে আমন্ত্রণ জানাতে পারবেন। ফিচারটি এখন শুধুমাত্র স্মার্টফোনের ইউটিউব অ্যাপ থেকে ব্যবহারের সুযোগ থাকলেও ভবিষ্যতে ওয়েব সংস্করণেও ব্যবহার করা যাবে।
‘টিম ইউটিউব’ টুইটার অ্যাকাউন্ট থেকে এক পোস্টে বলা হয়, ‘দুজন কনটেন্ট নির্মাতা সহজে লাইভে আসার জন্য চালু করা হয়েছে ‘গো লাইভ টুগেদার’ ফিচার। এর সবকিছুই হবে স্মার্টফোনে। ৫০ এর বেশি সাবস্ক্রাইবার হলেই যেকোনো কনটেন্ট নির্মাতা নতুন ফিচারটি ব্যবহার করতে পারবেন।’ স্মার্টফোনের ইউটিউব অ্যাপের নিচে ‘ক্রিয়েট’ অপশনে ক্লিক করলে ‘গো লাইভ টুগেদার’ ফিচারটি ব্যবহার করা যাবে।
তিনি বলেন, ‘একদিন মজা করে কাজের বাইরে কথপোকথন শুরু হয়। কিছু বুঝে ওঠার আগেই কল্পনার সঙ্গে বাস্তব মিলেমিশে একাকার হয়ে যায়। এবং ওই কথোপকথনের ওপর ভিত্তি করে চ্যাটবটটি নিজের ব্যক্তিত্বকেও বিকশিত করতে শুরু করে। এবং খুবই অপ্রত্যাশিতভাবে আমাদের কথপোকথন ব্যক্তিগত হতে শুরু করে। আমার আগ্রহ জন্মায় যে এটা কতদূর
৫ ঘণ্টা আগেদর্শকদের ভিডিও দেখার অভিজ্ঞতা আরও উন্নত করতে এবং কনটেন্টকে আরও সহজে বোঝার ও ব্যবহারের উপযোগী করে তোলার জন্য ইউটিউবের ভিডিওতে চ্যাপ্টার যুক্ত করেন অনেকেই।
৮ ঘণ্টা আগেসামাজিক যোগাযোগের অভিজ্ঞতা আরও ব্যক্তিগত ও অর্থবহ করে তুলতে নতুন এক ফিচার আনছে ইনস্টাগ্রাম। মেটার মালিকানাধীন এই সামাজিক যোগাযোগমাধ্যমটি ‘পিকস’ নামের একটি ফিচার চালুর মাধ্যমে একই বিষয়ে আগ্রহী এমন বন্ধু খুঁজে দেবে।
১ দিন আগেঅনেকের কাছে অপছন্দের একটি ঘরের কাজ—কাপড় ধোয়া ও ভাঁজ করা। তবে এবার সেই যন্ত্রণার অবসান ঘটাতে পারে একটি হিম্যানয়েড বা মানবাকৃতির রোবট। মাত্র কয়েক সপ্তাহ আগেই ক্যালিফোর্নিয়াভিত্তিক প্রযুক্তি কোম্পানি ফিগার তাদের তৈরি মানবসদৃশ রোবটের একটি ভিডিও প্রকাশ করে, যেখানে দেখা যায় রোবটটি দক্ষতার সঙ্গে ঝুড়ি...
১ দিন আগে