Ajker Patrika

টুইটারে গোপনীয়তা ত্রুটি, ‘সার্কেট টুইট’ দেখতে পেলেন যে কেউ  

প্রযুক্তি ডেস্ক
টুইটারে গোপনীয়তা ত্রুটি, ‘সার্কেট টুইট’ দেখতে পেলেন যে কেউ  

টুইটারে পোস্ট করা টুইট সাধারণত যে কেউ দেখতে পারেন। ফলে অনেক সময় ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষা হয় না। তবে প্ল্যাটফর্মটিতে ‘টুইটার সার্কেল’ নামের আলাদা গ্রুপ তৈরি করে গোপনীয় বা গুরুত্বপূর্ণ টুইট করা যায়। টুইটটি শুধু ওই গ্রুপের সদস্যরাই দেখতে পারেন। তবে প্ল্যাটফর্মে হটাত কারিগরি ত্রুটির ফলে টুইটার সার্কেল ব্যবহারকারীদের পোস্ট করা টুইটগুলো অপরিচিত টুইটার ব্যবহারকারীরাও দেখতে পারছিলেন। 

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী, ভয়ংকর এই গোপনীয়তা ত্রুটি নিয়ে অভিযোগ জানান বেশ কয়েকজন ব্যবহারকারী। অভিযোগ পাওয়ার পর এই সমস্যা সমাধান করেছে টুইটার কর্তৃপক্ষ।

টুইটার জানিয়েছে, ‘কারিগরি ত্রুটির কারণে গত এপ্রিল মাসেও টুইটার সার্কেলে আদান-প্রদান করা টুইটগুলো অন্য ব্যবহারকারীরাও দেখতে পেরেছেন। টুইটারে থাকা এই কারিগরি ত্রুটি সমাধান করা হয়েছে। ফলে আগের মতো নিরাপদে নির্দিষ্ট ব্যক্তিদের জন্য টুইট পোস্ট করা যাবে।’

‘টুইটার সার্কেল’ সুবিধার মাধ্যমে সর্বোচ্চ ১৫০ জনকে নিয়ে আলাদা গ্রুপ তৈরি করে টুইট পোস্ট করা যায়। গ্রুপে থাকা নির্দিষ্ট ব্যবহারকারীরা ছাড়া অন্য কেউ টুইটগুলো দেখতে পারেন না। টুইটার সার্কেলে পোস্ট করা টুইটের উত্তর সাধারণ টুইটের মতো করেও পাঠানো যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নয়াদিল্লিতে আফগানমন্ত্রীর সংবাদ সম্মেলনে নারী সাংবাদিক নিষিদ্ধ, ভারত সরকার বলছে—কিছু করার নেই

ওকে বললে আমাকে নোবেলটা দিয়ে দিত: মাচাদোর সঙ্গে ফোনালাপ শেষে বললেন ট্রাম্প

চীনা পণ্যে আরও ১০০ শতাংশ শুল্কের ঘোষণা ট্রাম্পের, অস্থির বিশ্ববাজার

‘গাজার শাসক ঠিক করবে ফিলিস্তিনের জনগণ’, ট্রাম্পের ‘পিস বোর্ড’ প্রত্যাখ্যান

সনদ, সংসদ, গণভোট ও সেফ এক্সিট

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত