মেসেজ আদান প্রদান ছাড়া কল ও ভিডিও কলের জন্য হোয়াটসঅ্যাপ বেশ জনপ্রিয়। তাই ভিডিও কলের জন্য কিছুদিন আগে ‘লো লাইট’ মোড যুক্ত করেছে এই প্ল্যাটফর্ম। এই মোডের মাধ্যমে ফোনের পর্দায় আলোর উজ্জ্বলতা কম করা যায়। আশপাশে আলো কম থাকলেও স্বচ্ছন্দে ভিডিও কল করা যাবে। ভিডিও কলে বিভিন্ন ফিল্টার ও ব্যাকগ্রাউন্ডের অপশন থাকলেও লো লাইট ভিডিওকে কলকে আরও স্পষ্ট করে তোলে।
আইওএস ও অ্যান্ড্রয়েড উভয় সংস্করণেই এই ফিচার ব্যবহার করা যাবে। তবে এখনো উইন্ডোজ অ্যাপে এই মোডটি ব্যবহার করার সুবিধা নেই। এই মোডটি ব্যবহারের জন্য অবশ্যই ডিভাইসে হোয়াটসঅ্যাপের সর্বশেষ সংস্করণটি ইনস্টল করে নিতে হবে।
খুব সহজেই লো লাইট মোডটি ব্যবহার করা যায়। মোডটি ব্যবহার করা জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. অ্যান্ড্রয়েড বা আইওএস ডিভাইস থেকে হোয়াটসঅ্যাপ চালু করুন।
২. যে কাউকে ভিডিও কল দিন।
৩. ভিডিও কল পুরো স্ক্রিন জুড়ে দেখা গেলে এই মোড চালু করা যাবে।
৪. এখন স্ক্রিনের ডানপাশে থাকা ‘বাল্ব’ আইকোনে ট্যাপ করুন। এর ফলে লো লাইট মোড চালু হবে।
৫. এই মোড বন্ধ করতে আবার এই আইকোনে ট্যাপ করুন।
প্রতিবার ভিডিও কল শুরু পর এই মোড চালু করতে হবে। এটি স্বয়ংক্রিয়ভাবে চালু হওয়ার কোনো অপশন নেই। প্রয়োজন অনুসারে লো লাইট মোড ব্যবহার করা যাবে।
উইন্ডোজ অ্যাপে লো লাইট মোড না থাকলে ভিডিও কলের উজ্জ্বলতা ম্যানুয়ালি বাড়ানো কমানো যায়।
ভিডিও কলের সময় লো লাইট মোড ছাড়াও হোয়াটসঅ্যাপে এখন বিভিন্ন ফিল্টার ও ব্যাকগ্রাউন্ড ব্যবহার করা যাবে। হোয়াটসঅ্যাপের ১০টি ফিল্টার এবং ১০টি ব্যাকগ্রাউন্ডের মধ্যে থেকে পছন্দমতো অপশন নির্বাচন করতে পারবেন ব্যবহারকারীরা। ফিল্টারের মাধ্যমে একটি অনন্য চেহারা তৈরি করতে পারবেন তারা। ফিল্টারগুলোর মধ্যে রয়েছে–ওয়ার্ম, কুল, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, লাইট লিক, ড্রিমি, প্রিজম লাইট, ফিশআই, ভিনটেজ টিভি, ফ্রস্টেড গ্লাস এবং ডুও টোন। ব্যাকগ্রাউন্ডের অপশনগুলোর মধ্যে রয়েছে—ব্লার, লিভিং রুম, অফিস, ক্যাফে, পেবেলস, ফুডি, স্মুস, বিচ, সানসেট, সেলিব্রেশন এবং ফরেস্ট।
তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া
মেসেজ আদান প্রদান ছাড়া কল ও ভিডিও কলের জন্য হোয়াটসঅ্যাপ বেশ জনপ্রিয়। তাই ভিডিও কলের জন্য কিছুদিন আগে ‘লো লাইট’ মোড যুক্ত করেছে এই প্ল্যাটফর্ম। এই মোডের মাধ্যমে ফোনের পর্দায় আলোর উজ্জ্বলতা কম করা যায়। আশপাশে আলো কম থাকলেও স্বচ্ছন্দে ভিডিও কল করা যাবে। ভিডিও কলে বিভিন্ন ফিল্টার ও ব্যাকগ্রাউন্ডের অপশন থাকলেও লো লাইট ভিডিওকে কলকে আরও স্পষ্ট করে তোলে।
আইওএস ও অ্যান্ড্রয়েড উভয় সংস্করণেই এই ফিচার ব্যবহার করা যাবে। তবে এখনো উইন্ডোজ অ্যাপে এই মোডটি ব্যবহার করার সুবিধা নেই। এই মোডটি ব্যবহারের জন্য অবশ্যই ডিভাইসে হোয়াটসঅ্যাপের সর্বশেষ সংস্করণটি ইনস্টল করে নিতে হবে।
খুব সহজেই লো লাইট মোডটি ব্যবহার করা যায়। মোডটি ব্যবহার করা জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. অ্যান্ড্রয়েড বা আইওএস ডিভাইস থেকে হোয়াটসঅ্যাপ চালু করুন।
২. যে কাউকে ভিডিও কল দিন।
৩. ভিডিও কল পুরো স্ক্রিন জুড়ে দেখা গেলে এই মোড চালু করা যাবে।
৪. এখন স্ক্রিনের ডানপাশে থাকা ‘বাল্ব’ আইকোনে ট্যাপ করুন। এর ফলে লো লাইট মোড চালু হবে।
৫. এই মোড বন্ধ করতে আবার এই আইকোনে ট্যাপ করুন।
প্রতিবার ভিডিও কল শুরু পর এই মোড চালু করতে হবে। এটি স্বয়ংক্রিয়ভাবে চালু হওয়ার কোনো অপশন নেই। প্রয়োজন অনুসারে লো লাইট মোড ব্যবহার করা যাবে।
উইন্ডোজ অ্যাপে লো লাইট মোড না থাকলে ভিডিও কলের উজ্জ্বলতা ম্যানুয়ালি বাড়ানো কমানো যায়।
ভিডিও কলের সময় লো লাইট মোড ছাড়াও হোয়াটসঅ্যাপে এখন বিভিন্ন ফিল্টার ও ব্যাকগ্রাউন্ড ব্যবহার করা যাবে। হোয়াটসঅ্যাপের ১০টি ফিল্টার এবং ১০টি ব্যাকগ্রাউন্ডের মধ্যে থেকে পছন্দমতো অপশন নির্বাচন করতে পারবেন ব্যবহারকারীরা। ফিল্টারের মাধ্যমে একটি অনন্য চেহারা তৈরি করতে পারবেন তারা। ফিল্টারগুলোর মধ্যে রয়েছে–ওয়ার্ম, কুল, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, লাইট লিক, ড্রিমি, প্রিজম লাইট, ফিশআই, ভিনটেজ টিভি, ফ্রস্টেড গ্লাস এবং ডুও টোন। ব্যাকগ্রাউন্ডের অপশনগুলোর মধ্যে রয়েছে—ব্লার, লিভিং রুম, অফিস, ক্যাফে, পেবেলস, ফুডি, স্মুস, বিচ, সানসেট, সেলিব্রেশন এবং ফরেস্ট।
তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া
তথ্যই শক্তি—এই প্রবাদ বর্তমান বিশ্বে ভয়ংকরভাবে সত্য হয়ে হাজির হয়েছে। এখন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী তথ্যমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের নিয়ন্ত্রণ চলে গেছে মাত্র কয়েক ব্যক্তির হাতে, যাঁরা বিশ্বের শীর্ষ প্রযুক্তি ধনকুবেরদের তালিকায় রয়েছেন।
১ দিন আগে‘আরাত্তাই’ শব্দটি তামিল ভাষায় ‘আলাপ-আলোচনা’ অর্থে ব্যবহৃত হয়। ২০২১ সালে অ্যাপটি সীমিত পরিসরে চালু করা হলেও তখন খুব একটা সাড়া মেলেনি। কিন্তু সম্প্রতি ভারতের কেন্দ্রীয় সরকারের ‘আত্মনির্ভর ভারত’ বা স্বনির্ভরতা প্রচারণা এবং যুক্তরাষ্ট্রের বাণিজ্য শুল্ক বাড়ার প্রেক্ষাপটে দেশীয় পণ্যের প্রতি জোর...
২ দিন আগেব্রিটিশ পুলিশ জানিয়েছে, তারা এমন এক আন্তর্জাতিক চক্র ভেঙে দিয়েছে, যারা গত এক বছরে যুক্তরাজ্য থেকে ৪০ হাজার চুরি যাওয়া মোবাইল ফোন চীনে পাচার করেছে বলে সন্দেহ করা হচ্ছে। মেট্রোপলিটন পুলিশ এটিকে ফোন চুরি রোধে যুক্তরাজ্যের ‘সবচেয়ে বড় অভিযান’ বলে দাবি করেছে। এই অভিযানে ১৮ জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা
৩ দিন আগেমার্কিন প্রযুক্তি জায়ান্ট গুগল বড় আইনি ধাক্কার মুখে পড়েছে। মার্কিন সুপ্রিম কোর্ট মোবাইল গেম নির্মাতা এপিক গেমসের পক্ষে রায় দিয়েছে, যা গুগলের অ্যান্ড্রয়েড অ্যাপ স্টোর বা ‘গুগল প্লে’ ব্যবস্থার ওপর বড় প্রভাব ফেলতে পারে।
৩ দিন আগে