Ajker Patrika

মৃত্যুর আগে ছেলেকে লেখা ক্যানসার-আক্রান্ত মায়ের শেষ চিঠি ভাইরাল

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪, ১৮: ৪৮
মৃত্যুর আগে ছেলেকে লেখা ক্যানসার-আক্রান্ত মায়ের শেষ চিঠি ভাইরাল

ম্যাট গ্যাল্ডকে লেখা ওই চিঠির শুরুতেই তাঁর মা লিখেছেন, ‘আমি এই আশা করে চিঠিটি লিখছি যে, একদিন এটি তোমার হাতে পৌঁছাবে। আশা করি তুমি জানতে পারবে, কতটা ভালোবাসি তোমাকে।’ 

চিঠিটি রেডিটে পোস্ট করে ম্যাট লিখেছেন, ‘আমার মায়ের লেখা একটি চিঠি—তিনি ক্যানসারে মারা যাওয়ার পর যা আমার হাতে এসে পৌঁছায়।’ 

মা ও চিঠির প্রসঙ্গে ম্যাট আরও লিখেছেন, ‘তাঁকে আমার প্রতিদিন মনে পড়ে। মনে পড়লেই কান্না চলে আসে। তবে মুখের মধ্যে একটি হাসি রেখে আমি কাঁদি। এই মুহূর্তে সময় খুব খারাপ। কারণ ক্যানসারে আক্রান্ত হয়ে আমার বাবাও এখন আইসিইউতে আছেন। আপনারা যাঁদের ভালোবাসেন, তাঁদের প্রতিদিনই জানিয়ে দিন আপনার ভালোবাসার কথা।’ 

রেডিটে মূলত মায়ের চিঠিটির একটি ছবি প্রকাশ করেছিলেন ম্যাট। সন্তানের উদ্দেশে সেই চিঠিতে মা লিখেছিলেন, ‘আমার যখনই প্রয়োজন পড়েছে তোমাকে পাশে পেয়েছি। চিকিৎসার সময় আমার পাশে কেউ থাকবে, শুধু এই কথা ভেবে তুমি তোমার চাকরি ছেড়ে দিয়েছ। কী এক দুর্দান্ত ব্যাপার! এই জন্য তোমাকে ধন্যবাদ।’ 

মা আরও লিখেছেন, ‘আমি সব সময় তোমাকে দেখব। মৃত্যুর ভয়ের চেয়ে তোমাকে ছেড়ে যাওয়াকেই আমি বেশি ভয় করি। তুমিই সবচেয়ে ভালো সন্তান।’ 

চিঠিতে ছেলের সঙ্গে কাটানো মুহূর্তগুলোকে ‘জীবনের সেরা সময়’ হিসেবে উল্লেখ করেন ম্যাটের মা। গত বছরের অক্টোবরে তিনি মারা যান। 

কয়েক দিন আগেই রেডিটে চিঠিটি পোস্ট করেছিলেন ম্যাট। পরে ওই পোস্টে অসংখ্য মানুষ তাঁর প্রতি সহানুভূতি প্রকাশ করেন। একজন মন্তব্য করেছেন, ‘কী দারুণ এক মানুষ আপনি। মায়ের প্রয়োজনের মুহূর্তগুলোতে আপনি তাঁর পাশে ছিলেন।’ 

আরেকজন লিখেছেন, ‘কী সুন্দর এক নারী ও মা। আপনি কত ভাগ্যবান—তাঁর চিঠি পেয়েছেন। আপনার শোকে আমিও দুঃখ প্রকাশ করছি। তবে যত দিন আপনার হৃদয়ে তাঁর জন্য ভালোবাসা থাকবে, তত দিন আপনার মা আপনার সঙ্গেই থাকবেন। মায়ের সঙ্গে সন্তানের যোগাযোগ কখনোই থামে না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ফোন বন্ধ পেলে ধরে নিবা মারা গেছি’, স্ত্রীকে বলেছিলেন ইউক্রেনে নিহত রাজবাড়ীর নজরুল

নার্সিং হোমে বয়স্ক পুরুষদের ওষুধ খেতে উৎসাহিত করতে মিনি স্কার্ট পরে তরুণীর নাচ

শাহবাগে গত রাতে ফুটপাত থেকে নারীসহ তিনজনের মরদেহ উদ্ধার

ট্রাম্পের আশাভঙ্গ, শান্তিতে নোবেল জিতলেন ভেনেজুয়েলার মারিয়া কোরিনা

যে কারণে শান্তিতে নোবেল পেয়েছেন ইসরায়েলের দুজন প্রধানমন্ত্রী

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত