নিজেদের টুইটার ও ইউটিউব অ্যাকাউন্ট হ্যাক হওয়ার কথা জানিয়েছে ব্রিটিশ সেনাবাহিনী। এ বিষয়ে তদন্ত চলছে বলে জানানো হয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে।
বিবিসি জানায়, ধনকুবের ইলন মাস্কের ছবি ব্যবহার করে ক্রিপ্টোকারেন্সির একাধিক ভিডিও হ্যাক হওয়া ইউটিউব চ্যানেলে দেখা গেছে। আর হ্যাক হওয়া টুইটার ফিডে এনএফটি (এক ধরনের বিনিয়োগযোগ্য ইলেকট্রনিক আর্টওয়ার্ক) সম্পর্কিত বেশ কয়েকটি পোস্ট রিটুইট হতে দেখা গেছে।
ব্রিটিশ সেনাবাহিনী তাদের টুইটার ও ইউটিউব অ্যাকাউন্ট সাময়িক হ্যাক হওয়ার তথ্য নিশ্চিত করেছে। একই সঙ্গে জানিয়েছে যে, তারা তথ্য সুরক্ষাকে ‘অত্যন্ত গুরুত্বের’ সঙ্গে নিয়েছে এবং সমস্যাটির সমাধান করছে। দুটি অ্যাকাউন্টই পুনরুদ্ধার করা হয়েছে বলেও জানা গেছে।
সেনাবাহিনীর এক মুখপাত্র বলেন, ‘আমরা এরই মধ্যে সমস্যাটির সমাধান করেছি এবং তদন্ত চলছে। তদন্তের স্বার্থে এই মুহূর্তে এর বেশি মন্তব্য করা ঠিক হবে না।’
হ্যাকিংয়ের একপর্যায়ে ব্রিটিশ সেনাবাহিনীর টুইটার অ্যাকাউন্টের নাম পরিবর্তন করে ‘ব্যাপ্সক্ল্যান’ করা হয়। সেই সঙ্গে প্রোফাইল পিকচারও পরিবর্তন করে ক্লাউনের ছবি দেওয়া হয়। রোববার সন্ধ্যা নাগাদ টুইটার অ্যাকাউন্টটি পুনরুদ্ধার করে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনে কর্তৃপক্ষ।
সেনাবাহিনী পরে টুইট করে, ‘সাময়িক সমস্যার জন্য ক্ষমাপ্রার্থী। আমরা এ বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত করব এবং এ ঘটনা থেকে শিক্ষা নেব। আমাদের অনুসরণ করার জন্য ধন্যবাদ। স্বাভাবিক পরিষেবা আবার শুরু হয়েছে।’
এটিই প্রথমবার নয় যে টুইটারে হাই-প্রোফাইল অ্যাকাউন্টকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এর আগে ২০২০ সালের জুলাইয়ে একটি বিটকয়েন কেলেঙ্কারিতে হ্যাকাররা মার্কিন গুরুত্বপূর্ণ কয়েকটি অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল।
যে অ্যাকাউন্টগুলো হ্যাক হয়েছিল, তার মধ্যে রয়েছে—ইলন মাস্ক, জেফ বেজোস, বিল গেটস, বারাক ওবামা, জো বাইডেন ও কেনি ওয়েস্ট।
নিজেদের টুইটার ও ইউটিউব অ্যাকাউন্ট হ্যাক হওয়ার কথা জানিয়েছে ব্রিটিশ সেনাবাহিনী। এ বিষয়ে তদন্ত চলছে বলে জানানো হয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে।
বিবিসি জানায়, ধনকুবের ইলন মাস্কের ছবি ব্যবহার করে ক্রিপ্টোকারেন্সির একাধিক ভিডিও হ্যাক হওয়া ইউটিউব চ্যানেলে দেখা গেছে। আর হ্যাক হওয়া টুইটার ফিডে এনএফটি (এক ধরনের বিনিয়োগযোগ্য ইলেকট্রনিক আর্টওয়ার্ক) সম্পর্কিত বেশ কয়েকটি পোস্ট রিটুইট হতে দেখা গেছে।
ব্রিটিশ সেনাবাহিনী তাদের টুইটার ও ইউটিউব অ্যাকাউন্ট সাময়িক হ্যাক হওয়ার তথ্য নিশ্চিত করেছে। একই সঙ্গে জানিয়েছে যে, তারা তথ্য সুরক্ষাকে ‘অত্যন্ত গুরুত্বের’ সঙ্গে নিয়েছে এবং সমস্যাটির সমাধান করছে। দুটি অ্যাকাউন্টই পুনরুদ্ধার করা হয়েছে বলেও জানা গেছে।
সেনাবাহিনীর এক মুখপাত্র বলেন, ‘আমরা এরই মধ্যে সমস্যাটির সমাধান করেছি এবং তদন্ত চলছে। তদন্তের স্বার্থে এই মুহূর্তে এর বেশি মন্তব্য করা ঠিক হবে না।’
হ্যাকিংয়ের একপর্যায়ে ব্রিটিশ সেনাবাহিনীর টুইটার অ্যাকাউন্টের নাম পরিবর্তন করে ‘ব্যাপ্সক্ল্যান’ করা হয়। সেই সঙ্গে প্রোফাইল পিকচারও পরিবর্তন করে ক্লাউনের ছবি দেওয়া হয়। রোববার সন্ধ্যা নাগাদ টুইটার অ্যাকাউন্টটি পুনরুদ্ধার করে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনে কর্তৃপক্ষ।
সেনাবাহিনী পরে টুইট করে, ‘সাময়িক সমস্যার জন্য ক্ষমাপ্রার্থী। আমরা এ বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত করব এবং এ ঘটনা থেকে শিক্ষা নেব। আমাদের অনুসরণ করার জন্য ধন্যবাদ। স্বাভাবিক পরিষেবা আবার শুরু হয়েছে।’
এটিই প্রথমবার নয় যে টুইটারে হাই-প্রোফাইল অ্যাকাউন্টকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এর আগে ২০২০ সালের জুলাইয়ে একটি বিটকয়েন কেলেঙ্কারিতে হ্যাকাররা মার্কিন গুরুত্বপূর্ণ কয়েকটি অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল।
যে অ্যাকাউন্টগুলো হ্যাক হয়েছিল, তার মধ্যে রয়েছে—ইলন মাস্ক, জেফ বেজোস, বিল গেটস, বারাক ওবামা, জো বাইডেন ও কেনি ওয়েস্ট।
ফাইন্যান্সিয়াল টাইমস বলছে, ২০২৪ সালে বিশ্বের ১০টি বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের সিইওদের নিরাপত্তায় খরচ বেড়ে ৪৫ মিলিয়ন ডলারের বেশি হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ব্যয় করেছে মেটা। ২০২৪ সালে কোম্পানিটি শুধু মার্ক জাকারবার্গের জন্যই খরচ করেছে প্রায় ২৭ মিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় ৩ মিলিয়ন ডলার বেশি।
১১ ঘণ্টা আগেচীনের ইন্টারনেট জায়ান্ট বাইদু ২০২৬ সালে যুক্তরাজ্য ও জার্মানিতে রোবোট্যাক্সি পরিষেবা চালু করার পরিকল্পনা নিয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক রাইড-শেয়ারিং অ্যাপ লিফট–এর মাধ্যমে এ সেবা দেওয়া হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। তবে পরিকল্পনাটি বাস্তবায়িত হবে সংশ্লিষ্ট দেশের নিয়ন্ত্রক কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে।
১২ ঘণ্টা আগেসামাজিক যোগাযোগমাধ্যম টিকটক তাদের কমিউনিটি গাইডলাইনে বড় ধরনের পরিবর্তন আনছে। গত বৃহস্পতিবার এক ব্লগপোস্টে বিষয়টি নিশ্চিত করেন টিকটকের গ্লোবাল ট্রাস্ট অ্যান্ড সেফটি প্রধান সন্দীপ গ্রোভার। নতুন নিয়মগুলো আগামী ১৩ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।
১৩ ঘণ্টা আগেচলতি বছরের প্রথম ছয় মাসে ৯ হাজার ২০০ বার বেশি হ্যাকিংয়ের প্রচেষ্টা প্রতিহত করেছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। এই সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৪৫ শতাংশ বেশি। এসব হামলার বেশির ভাগই উত্তর কোরিয়া থেকে পরিচালিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
১৪ ঘণ্টা আগে