প্রযুক্তি ডেস্ক
ইনস্টাগ্রামের ‘ক্লোজ ফ্রেন্ডস’ অর্থাৎ নির্বাচিত বন্ধুদের জন্য স্টোরি শেয়ারের সুবিধা চালু ছিল অনেক আগে থেকেই। এবার পোস্টের ক্ষেত্রেও এমন সুবিধা নিয়ে পরীক্ষামূলক কার্যক্রম চালাচ্ছে মেটার মালিকানাধীন ছবি ও ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম। সুবিধাটি চালু হলে ইনস্টাগ্রামের পোস্ট সবার জন্য উন্মুক্ত না হয়ে শুধু ‘ক্লোজ ফ্রেন্ডস’ তালিকায় যুক্ত ফলোয়াররা দেখতে পারবেন।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ফোনএরিনার প্রতিবেদন অনুযায়ী, প্রযুক্তি–গবেষক অ্যালেজান্দ্রো পালুজ্জি টুইটারে এক পোস্টে জানান, ব্যবহারকারীরা ইনস্টাগ্রাম ফিডে কোনো পোস্ট করার ক্ষেত্রে ‘অডিয়েন্স’ নামের একটি অপশন দেখতে পাবেন। এখানে ট্যাপ করলে ‘এভরিওয়ান’ ও ‘ক্লোজ ফ্রেন্ডস’ নামের আলাদা দুটি অপশন দেখা যাবে। ব্যবহারকারী ‘এভরিওয়ান’ নির্বাচিত করলে পোস্টটি ফলোয়ার লিস্টে থাকা সবাই দেখতে পারবেন। ‘ক্লোজ ফ্রেন্ডস’ অপশনটি নির্বাচিত করলে এই তালিকায় থাকা ফলোয়াররাই পোস্টটি দেখতে পারবেন।
সুবিধাটি কবে নাগাদ প্ল্যাটফর্মে আসতে পারে এ নিয়ে এখনো কিছু জানা যায়নি। এদিকে, ইনস্টাগ্রামের ফটো অ্যালবামে গান যুক্ত করার সুবিধা আনছে মেটা। ইনস্টাগ্রামে একসঙ্গে ১০টি পর্যন্ত ছবি যোগ করা অ্যালবামকে ‘ফটো ক্যারোসেল’ বলা হয়। ছবিগুলো সোয়াইপ করে দেখা যায়। মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ তাঁর ইনস্টাগ্রাম ব্রডকাস্ট চ্যানেলে নতুন এ সুবিধা চালুর ঘোষণা দেন।
দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, ইনস্টাগ্রামে এখন আলাদা আলাদা ছবিতে গান যোগ করা যায়। তবে নতুন এই সুবিধা চালু হলে ফটো ক্যারোসেলে গান যোগ করা যাবে। ফলে ব্যবহারকারীরা একটি ক্যারোসেলে থাকা অনেক ছবি সোয়াইপ করে দেখার পাশাপাশি গান শুনতে পারবেন। নতুন এ সুবিধাটি এরই মধ্যে বেশ কিছু দেশে চালু হয়েছে। শিগগিরই অন্যান্য দেশেও চালু হবে এই সুবিধা।
এর আগে, গত ফেব্রুয়ারিতে প্ল্যাটফর্মের কনটেন্ট নির্মাতাদের আয়ের সুযোগ দিতে ‘গিফটস’ নামের মনেটাইজেশন সুবিধা চালু করে মেটার মালিকানাধীন ইনস্টাগ্রাম। এর মাধ্যমে কনটেন্ট নির্মাতারা নিজেদের তৈরি ভিডিও প্রদর্শনের মাধ্যমে ফলোয়ারদের কাছ থেকে সরাসরি অর্থ সংগ্রহ করতে পারেন। সম্প্রতি এই সুবিধা আরও ৬টি দেশে চালু করার ঘোষণা দিয়েছে ইনস্টাগ্রাম।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, প্রাথমিকভাবে এই সুবিধা শুধু যুক্তরাষ্ট্রে বসবাসকারী ব্যবহারকারীরা পেয়েছিলেন। তবে শিগগিরই যুক্তরাজ্যসহ অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স, মেক্সিকো এবং নিউজিল্যান্ডের ব্যবহারকারীরা ‘গিফটস’ সুবিধা পাবেন।
পছন্দের কনটেন্ট নির্মাতাদের অর্থ পাঠাতে ইনস্টাগ্রাম অ্যাপ থেকে ভার্চ্যুয়াল মুদ্রায় বিভিন্ন মূল্যমানের তারকা (স্টার) কিনতে হয়। ৯৯ সেন্ট থেকে শুরু করে ৫ দশমিক ৯৯ ডলারে কিনতে পাওয়া যায় তারকাগুলা। ব্যবহারকারীরা তারকা উপহার দিয়ে পছন্দের নির্মাতাদের বিশেষায়িত কনটেন্ট দেখতে পারেন।
ইনস্টাগ্রামের ‘ক্লোজ ফ্রেন্ডস’ অর্থাৎ নির্বাচিত বন্ধুদের জন্য স্টোরি শেয়ারের সুবিধা চালু ছিল অনেক আগে থেকেই। এবার পোস্টের ক্ষেত্রেও এমন সুবিধা নিয়ে পরীক্ষামূলক কার্যক্রম চালাচ্ছে মেটার মালিকানাধীন ছবি ও ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম। সুবিধাটি চালু হলে ইনস্টাগ্রামের পোস্ট সবার জন্য উন্মুক্ত না হয়ে শুধু ‘ক্লোজ ফ্রেন্ডস’ তালিকায় যুক্ত ফলোয়াররা দেখতে পারবেন।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ফোনএরিনার প্রতিবেদন অনুযায়ী, প্রযুক্তি–গবেষক অ্যালেজান্দ্রো পালুজ্জি টুইটারে এক পোস্টে জানান, ব্যবহারকারীরা ইনস্টাগ্রাম ফিডে কোনো পোস্ট করার ক্ষেত্রে ‘অডিয়েন্স’ নামের একটি অপশন দেখতে পাবেন। এখানে ট্যাপ করলে ‘এভরিওয়ান’ ও ‘ক্লোজ ফ্রেন্ডস’ নামের আলাদা দুটি অপশন দেখা যাবে। ব্যবহারকারী ‘এভরিওয়ান’ নির্বাচিত করলে পোস্টটি ফলোয়ার লিস্টে থাকা সবাই দেখতে পারবেন। ‘ক্লোজ ফ্রেন্ডস’ অপশনটি নির্বাচিত করলে এই তালিকায় থাকা ফলোয়াররাই পোস্টটি দেখতে পারবেন।
সুবিধাটি কবে নাগাদ প্ল্যাটফর্মে আসতে পারে এ নিয়ে এখনো কিছু জানা যায়নি। এদিকে, ইনস্টাগ্রামের ফটো অ্যালবামে গান যুক্ত করার সুবিধা আনছে মেটা। ইনস্টাগ্রামে একসঙ্গে ১০টি পর্যন্ত ছবি যোগ করা অ্যালবামকে ‘ফটো ক্যারোসেল’ বলা হয়। ছবিগুলো সোয়াইপ করে দেখা যায়। মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ তাঁর ইনস্টাগ্রাম ব্রডকাস্ট চ্যানেলে নতুন এ সুবিধা চালুর ঘোষণা দেন।
দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, ইনস্টাগ্রামে এখন আলাদা আলাদা ছবিতে গান যোগ করা যায়। তবে নতুন এই সুবিধা চালু হলে ফটো ক্যারোসেলে গান যোগ করা যাবে। ফলে ব্যবহারকারীরা একটি ক্যারোসেলে থাকা অনেক ছবি সোয়াইপ করে দেখার পাশাপাশি গান শুনতে পারবেন। নতুন এ সুবিধাটি এরই মধ্যে বেশ কিছু দেশে চালু হয়েছে। শিগগিরই অন্যান্য দেশেও চালু হবে এই সুবিধা।
এর আগে, গত ফেব্রুয়ারিতে প্ল্যাটফর্মের কনটেন্ট নির্মাতাদের আয়ের সুযোগ দিতে ‘গিফটস’ নামের মনেটাইজেশন সুবিধা চালু করে মেটার মালিকানাধীন ইনস্টাগ্রাম। এর মাধ্যমে কনটেন্ট নির্মাতারা নিজেদের তৈরি ভিডিও প্রদর্শনের মাধ্যমে ফলোয়ারদের কাছ থেকে সরাসরি অর্থ সংগ্রহ করতে পারেন। সম্প্রতি এই সুবিধা আরও ৬টি দেশে চালু করার ঘোষণা দিয়েছে ইনস্টাগ্রাম।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, প্রাথমিকভাবে এই সুবিধা শুধু যুক্তরাষ্ট্রে বসবাসকারী ব্যবহারকারীরা পেয়েছিলেন। তবে শিগগিরই যুক্তরাজ্যসহ অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স, মেক্সিকো এবং নিউজিল্যান্ডের ব্যবহারকারীরা ‘গিফটস’ সুবিধা পাবেন।
পছন্দের কনটেন্ট নির্মাতাদের অর্থ পাঠাতে ইনস্টাগ্রাম অ্যাপ থেকে ভার্চ্যুয়াল মুদ্রায় বিভিন্ন মূল্যমানের তারকা (স্টার) কিনতে হয়। ৯৯ সেন্ট থেকে শুরু করে ৫ দশমিক ৯৯ ডলারে কিনতে পাওয়া যায় তারকাগুলা। ব্যবহারকারীরা তারকা উপহার দিয়ে পছন্দের নির্মাতাদের বিশেষায়িত কনটেন্ট দেখতে পারেন।
কোড হোস্টের অনলাইন প্ল্যাটফর্ম গিটহাবের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) থমাস ডোমকে পদত্যাগ করেছেন। এই পদত্যাগের মধ্য দিয়ে মাইক্রোসফট গিটহাবকে তাদের কোরএআই দলের অধীনে আরও ঘনিষ্ঠভাবে অন্তর্ভুক্ত করছে। প্রায় চার বছর সিইও হিসেবে দায়িত্ব পালনের পর ডোমকে গিটহাব ও মাইক্রোসফট ছেড়ে নতুন একটি স্টার্টআপ শুরু
৩০ মিনিট আগেকৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ভবিষ্যৎ প্রযুক্তি নিয়ে কাজ করা স্যাম অল্টম্যান এবার মনোযোগ দিচ্ছেন মস্তিষ্ক-কম্পিউটার সংযোগ প্রযুক্তিতে। তিনি ‘মার্জ ল্যাবস’ নামে একটি নতুন স্টার্টআপ সহ-প্রতিষ্ঠার প্রক্রিয়ায় আছেন। এই স্টার্টআপ প্রতিষ্ঠার মাধ্যমে ইলন মাস্কের নিউরালিংকের সঙ্গে সরাসরি প্রতিযোগিতায় নামবে...
৪৩ মিনিট আগেউইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমের সমর্থন সেবা বন্ধ হবে অক্টোবরে। তবে এখনো লাখ লাখ ব্যবহারকারী তাদের পিসি বা ল্যাপটপ উইন্ডোজ ১১ আপগ্রেড করতে চাইছেন না। এমন এক ব্যবহারকারীর ক্ষোভ এখন আদালতে। যুক্তরাষ্ট্রের লরেন্স ক্লেইন নামে এক ব্যক্তি মাইক্রোসফটের বিরুদ্ধে মামলা করেছেন। তাঁর অভিযোগ, মাইক্রোসফট...
২ ঘণ্টা আগেকনটেন্ট নির্মাতাদের জন্য দর্শকদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপনের অন্যতম কার্যকর মাধ্যম হয়ে উঠেছে ইউটিউব কমিউনিটি পোস্টস। শুধু ভিডিও প্রকাশে সীমাবদ্ধ না থেকে ইউটিউব এখন একটি ইন্টারঅ্যাকটিভ প্ল্যাটফর্ম, যেখানে পোস্ট, পোল, ইমেজ ও আপডেটের মাধ্যমে দর্শকদের সঙ্গে তৈরি করা যায় গভীর সংযোগ।
২ ঘণ্টা আগে