আজকের পত্রিকা ডেস্ক
ফেসবুক পেজ পরিচালনার অন্যতম বড় চ্যালেঞ্জ হলো নিয়মিতভাবে মানসম্পন্ন কনটেন্ট প্রকাশ করা। কারণ, নিয়মিত ও সময়োপযোগী কনটেন্ট পোস্ট করা এই প্ল্যাটফর্মে সফল হওয়ার মূল চাবিকাঠি। তবে প্রতিদিন নির্দিষ্ট সময়ে পোস্ট দেওয়া সব সময় সম্ভব হয়ে ওঠে না। এই সমস্যার কার্যকর সমাধান হলো পোস্ট শিডিউল করা।
ফেসবুকের পোস্ট শিডিউল করার ফিচারটি ব্যবহার করে আগেভাগেই পোস্ট তৈরি করা যায়, যা নির্দিষ্ট তারিখ ও সময়ে স্বয়ংক্রিয়ভাবে পোস্ট হবে। এতে করে সময় বাঁচে, কনটেন্টের ধারাবাহিকতা বজায় থাকে, আর আপনার অডিয়েন্সের কাছেও পেজটি আরও পেশাদার মনে হয়।
সাধারণ প্রোফাইলে পোস্ট শিডিউল ফিচার কাজ করে না। শুধু গ্রুপ ও পেজে এই ফিচার কাজ করে।
ফেসবুক পেজে পোস্ট শিডিউল করা খুব সহজ। তবে পোস্ট শিডিউল করতে হলে আপনাকে ওই গ্রুপের অ্যাডমিন বা মডারেটর হতে হবে।
ফেসবুক গ্রুপে পোস্ট শিডিউল করবেন যেভাবে
১. প্রথমে স্মার্টফোন থেকে ফেসবুকে প্রবেশ করুন।
২. এবার অ্যান্ড্রয়েডে ডান পাশের ওপরের দিকে থাকা প্রোফাইল ছবির ওপর ট্যাপ করুন। এই অপশন আইফোনে নিচের দিকে থাকবে।
৩. এখন ‘পেজেস’ অপশনটি খুঁজে বের করুন ও এতে ট্যাপ করুন।
৪. যে পেজে পোস্ট শিডিউল করতে চান সেটির ওপর ট্যাপ করুন।
৫. এবার একটি পপ আপ মেনু আসবে। মেনু থেকে ‘সুইচ’ বাটনে ট্যাপ করুন।
৬. এবার ‘হোয়াটস অন ইউওর মাইন্ড’ টেক্সটের ওপর ট্যাপ করে নিজের পছন্দমতো পোস্ট তৈরি করুন।
৭. টেক্সট, ছবি বা ভিডিওর মাধ্যমে পোস্ট তৈরি শেষ হলে ওপরের ডান দিকে থাকা ‘নেক্সট’ বাটনে ট্যাপ করুন।
৮. এবার বিভিন্ন অপশনগুলো থেকে ‘শিডিউলিং অপশন’ নির্বাচন করুন।
৯. এখন ‘শিডিউল ফর লেটার’ অপশন নির্বাচন করুন।
১০. এবার স্ক্রিনে একটি ক্যালেন্ডার অপশন দেখা যাবে। ক্যালেন্ডার থেকে তারিখ নির্বাচন করুন এবং ‘ওকে’ বাটনে ট্যাপ করুন।
১১. এরপর স্ক্রিনে একটি ঘড়ি দেখা যাবে। সেই ঘড়ির মাধ্যমে সময় নির্বাচন করুন এবং ‘ওকে’ বাটনে ট্যাপ করুন।
১২. এবার ওপরের ডান দিকে থাকা বাঁ দিক মুখী তির চিহ্নে ট্যাপ করে আগের পেজে ফিরে যান।
১৩. সবশেষে ‘পোস্ট’ বাটনে ট্যাপ করুন।
এভাবে নির্দিষ্ট তারিখ ও সময় অনুযায়ী পোস্টটি স্বয়ংক্রিয়ভাবে ফেসবুক পেজে প্রকাশিত হবে।
ফেসবুক পেজ পরিচালনার অন্যতম বড় চ্যালেঞ্জ হলো নিয়মিতভাবে মানসম্পন্ন কনটেন্ট প্রকাশ করা। কারণ, নিয়মিত ও সময়োপযোগী কনটেন্ট পোস্ট করা এই প্ল্যাটফর্মে সফল হওয়ার মূল চাবিকাঠি। তবে প্রতিদিন নির্দিষ্ট সময়ে পোস্ট দেওয়া সব সময় সম্ভব হয়ে ওঠে না। এই সমস্যার কার্যকর সমাধান হলো পোস্ট শিডিউল করা।
ফেসবুকের পোস্ট শিডিউল করার ফিচারটি ব্যবহার করে আগেভাগেই পোস্ট তৈরি করা যায়, যা নির্দিষ্ট তারিখ ও সময়ে স্বয়ংক্রিয়ভাবে পোস্ট হবে। এতে করে সময় বাঁচে, কনটেন্টের ধারাবাহিকতা বজায় থাকে, আর আপনার অডিয়েন্সের কাছেও পেজটি আরও পেশাদার মনে হয়।
সাধারণ প্রোফাইলে পোস্ট শিডিউল ফিচার কাজ করে না। শুধু গ্রুপ ও পেজে এই ফিচার কাজ করে।
ফেসবুক পেজে পোস্ট শিডিউল করা খুব সহজ। তবে পোস্ট শিডিউল করতে হলে আপনাকে ওই গ্রুপের অ্যাডমিন বা মডারেটর হতে হবে।
ফেসবুক গ্রুপে পোস্ট শিডিউল করবেন যেভাবে
১. প্রথমে স্মার্টফোন থেকে ফেসবুকে প্রবেশ করুন।
২. এবার অ্যান্ড্রয়েডে ডান পাশের ওপরের দিকে থাকা প্রোফাইল ছবির ওপর ট্যাপ করুন। এই অপশন আইফোনে নিচের দিকে থাকবে।
৩. এখন ‘পেজেস’ অপশনটি খুঁজে বের করুন ও এতে ট্যাপ করুন।
৪. যে পেজে পোস্ট শিডিউল করতে চান সেটির ওপর ট্যাপ করুন।
৫. এবার একটি পপ আপ মেনু আসবে। মেনু থেকে ‘সুইচ’ বাটনে ট্যাপ করুন।
৬. এবার ‘হোয়াটস অন ইউওর মাইন্ড’ টেক্সটের ওপর ট্যাপ করে নিজের পছন্দমতো পোস্ট তৈরি করুন।
৭. টেক্সট, ছবি বা ভিডিওর মাধ্যমে পোস্ট তৈরি শেষ হলে ওপরের ডান দিকে থাকা ‘নেক্সট’ বাটনে ট্যাপ করুন।
৮. এবার বিভিন্ন অপশনগুলো থেকে ‘শিডিউলিং অপশন’ নির্বাচন করুন।
৯. এখন ‘শিডিউল ফর লেটার’ অপশন নির্বাচন করুন।
১০. এবার স্ক্রিনে একটি ক্যালেন্ডার অপশন দেখা যাবে। ক্যালেন্ডার থেকে তারিখ নির্বাচন করুন এবং ‘ওকে’ বাটনে ট্যাপ করুন।
১১. এরপর স্ক্রিনে একটি ঘড়ি দেখা যাবে। সেই ঘড়ির মাধ্যমে সময় নির্বাচন করুন এবং ‘ওকে’ বাটনে ট্যাপ করুন।
১২. এবার ওপরের ডান দিকে থাকা বাঁ দিক মুখী তির চিহ্নে ট্যাপ করে আগের পেজে ফিরে যান।
১৩. সবশেষে ‘পোস্ট’ বাটনে ট্যাপ করুন।
এভাবে নির্দিষ্ট তারিখ ও সময় অনুযায়ী পোস্টটি স্বয়ংক্রিয়ভাবে ফেসবুক পেজে প্রকাশিত হবে।
বিশ্বজুড়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম পৌঁছে গেল এক নতুন উচ্চতায়। প্ল্যাটফর্মটির মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা পেরিয়ে গেছে ৩০০ কোটির গণ্ডি। গতকাল বুধবার মেটা চ্যানেলে এ তথ্য নিশ্চিত করেন সিইও মার্ক জাকারবার্গ।
১৪ ঘণ্টা আগেইন্টারনেটে রীতিমতো ঝড় তুলেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনির নতুন ন্যানো ব্যানানা টুল। প্রচলিত ইমেজ জেনারেটরের চেয়ে ভিন্নভাবে কাজ করে এই এআই। খুব সহজেই সাধারণ ছবি থেকে বাস্তবধর্মী ৩ডি মডেলের ছবি তৈরি করে।
১৪ ঘণ্টা আগেভারতের কর্ণাটক হাইকোর্ট ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এর দায়ের করা একটি মামলা খারিজ করে দিয়েছে। এক্সের অভিযোগ ছিল, ভারত সরকারের ‘সহযোগ’ নামের পোর্টাল ব্যবহার করে তাদের প্ল্যাটফর্মে নির্বিচারে কনটেন্ট সেন্সর করা হচ্ছে, যা বাক স্বাধীনতার মূল্যবোধের বিরোধী।
১৪ ঘণ্টা আগেআমাদের আধুনিক জীবনের মূল চালিকা শক্তিই যেন এখন ইন্টারনেট ও বিদ্যুৎ। শিক্ষা, অফিস, চিকিৎসা, বিনোদন—সবকিছুই এককভাবে নির্ভরশীল হয়ে পড়েছে এই দুইটির ওপর। তবে প্রাকৃতিক দুর্যোগ, যান্ত্রিক ত্রুটি, সাইবার হামলা কিংবা জাতীয় সংকটের কারণে দীর্ঘমেয়াদি ইন্টারনেট বা বিদ্যুৎ বিভ্রাট অস্বাভাবিক নয়।
১৭ ঘণ্টা আগে