অনলাইন ডেস্ক
ফেসবুক পেজ পরিচালনার অন্যতম বড় চ্যালেঞ্জ হলো নিয়মিতভাবে মানসম্পন্ন কনটেন্ট প্রকাশ করা। কারণ, নিয়মিত ও সময়োপযোগী কনটেন্ট পোস্ট করা এই প্ল্যাটফর্মে সফল হওয়ার মূল চাবিকাঠি। তবে প্রতিদিন নির্দিষ্ট সময়ে পোস্ট দেওয়া সব সময় সম্ভব হয়ে ওঠে না। এই সমস্যার কার্যকর সমাধান হলো পোস্ট শিডিউল করা।
ফেসবুকের পোস্ট শিডিউল করার ফিচারটি ব্যবহার করে আগেভাগেই পোস্ট তৈরি করা যায়, যা নির্দিষ্ট তারিখ ও সময়ে স্বয়ংক্রিয়ভাবে পোস্ট হবে। এতে করে সময় বাঁচে, কনটেন্টের ধারাবাহিকতা বজায় থাকে, আর আপনার অডিয়েন্সের কাছেও পেজটি আরও পেশাদার মনে হয়।
সাধারণ প্রোফাইলে পোস্ট শিডিউল ফিচার কাজ করে না। শুধু গ্রুপ ও পেজে এই ফিচার কাজ করে।
ফেসবুক পেজে পোস্ট শিডিউল করা খুব সহজ। তবে পোস্ট শিডিউল করতে হলে আপনাকে ওই গ্রুপের অ্যাডমিন বা মডারেটর হতে হবে।
ফেসবুক গ্রুপে পোস্ট শিডিউল করবেন যেভাবে
১. প্রথমে স্মার্টফোন থেকে ফেসবুকে প্রবেশ করুন।
২. এবার অ্যান্ড্রয়েডে ডান পাশের ওপরের দিকে থাকা প্রোফাইল ছবির ওপর ট্যাপ করুন। এই অপশন আইফোনে নিচের দিকে থাকবে।
৩. এখন ‘পেজেস’ অপশনটি খুঁজে বের করুন ও এতে ট্যাপ করুন।
৪. যে পেজে পোস্ট শিডিউল করতে চান সেটির ওপর ট্যাপ করুন।
৫. এবার একটি পপ আপ মেনু আসবে। মেনু থেকে ‘সুইচ’ বাটনে ট্যাপ করুন।
৬. এবার ‘হোয়াটস অন ইউওর মাইন্ড’ টেক্সটের ওপর ট্যাপ করে নিজের পছন্দমতো পোস্ট তৈরি করুন।
৭. টেক্সট, ছবি বা ভিডিওর মাধ্যমে পোস্ট তৈরি শেষ হলে ওপরের ডান দিকে থাকা ‘নেক্সট’ বাটনে ট্যাপ করুন।
৮. এবার বিভিন্ন অপশনগুলো থেকে ‘শিডিউলিং অপশন’ নির্বাচন করুন।
৯. এখন ‘শিডিউল ফর লেটার’ অপশন নির্বাচন করুন।
১০. এবার স্ক্রিনে একটি ক্যালেন্ডার অপশন দেখা যাবে। ক্যালেন্ডার থেকে তারিখ নির্বাচন করুন এবং ‘ওকে’ বাটনে ট্যাপ করুন।
১১. এরপর স্ক্রিনে একটি ঘড়ি দেখা যাবে। সেই ঘড়ির মাধ্যমে সময় নির্বাচন করুন এবং ‘ওকে’ বাটনে ট্যাপ করুন।
১২. এবার ওপরের ডান দিকে থাকা বাঁ দিক মুখী তির চিহ্নে ট্যাপ করে আগের পেজে ফিরে যান।
১৩. সবশেষে ‘পোস্ট’ বাটনে ট্যাপ করুন।
এভাবে নির্দিষ্ট তারিখ ও সময় অনুযায়ী পোস্টটি স্বয়ংক্রিয়ভাবে ফেসবুক পেজে প্রকাশিত হবে।
ফেসবুক পেজ পরিচালনার অন্যতম বড় চ্যালেঞ্জ হলো নিয়মিতভাবে মানসম্পন্ন কনটেন্ট প্রকাশ করা। কারণ, নিয়মিত ও সময়োপযোগী কনটেন্ট পোস্ট করা এই প্ল্যাটফর্মে সফল হওয়ার মূল চাবিকাঠি। তবে প্রতিদিন নির্দিষ্ট সময়ে পোস্ট দেওয়া সব সময় সম্ভব হয়ে ওঠে না। এই সমস্যার কার্যকর সমাধান হলো পোস্ট শিডিউল করা।
ফেসবুকের পোস্ট শিডিউল করার ফিচারটি ব্যবহার করে আগেভাগেই পোস্ট তৈরি করা যায়, যা নির্দিষ্ট তারিখ ও সময়ে স্বয়ংক্রিয়ভাবে পোস্ট হবে। এতে করে সময় বাঁচে, কনটেন্টের ধারাবাহিকতা বজায় থাকে, আর আপনার অডিয়েন্সের কাছেও পেজটি আরও পেশাদার মনে হয়।
সাধারণ প্রোফাইলে পোস্ট শিডিউল ফিচার কাজ করে না। শুধু গ্রুপ ও পেজে এই ফিচার কাজ করে।
ফেসবুক পেজে পোস্ট শিডিউল করা খুব সহজ। তবে পোস্ট শিডিউল করতে হলে আপনাকে ওই গ্রুপের অ্যাডমিন বা মডারেটর হতে হবে।
ফেসবুক গ্রুপে পোস্ট শিডিউল করবেন যেভাবে
১. প্রথমে স্মার্টফোন থেকে ফেসবুকে প্রবেশ করুন।
২. এবার অ্যান্ড্রয়েডে ডান পাশের ওপরের দিকে থাকা প্রোফাইল ছবির ওপর ট্যাপ করুন। এই অপশন আইফোনে নিচের দিকে থাকবে।
৩. এখন ‘পেজেস’ অপশনটি খুঁজে বের করুন ও এতে ট্যাপ করুন।
৪. যে পেজে পোস্ট শিডিউল করতে চান সেটির ওপর ট্যাপ করুন।
৫. এবার একটি পপ আপ মেনু আসবে। মেনু থেকে ‘সুইচ’ বাটনে ট্যাপ করুন।
৬. এবার ‘হোয়াটস অন ইউওর মাইন্ড’ টেক্সটের ওপর ট্যাপ করে নিজের পছন্দমতো পোস্ট তৈরি করুন।
৭. টেক্সট, ছবি বা ভিডিওর মাধ্যমে পোস্ট তৈরি শেষ হলে ওপরের ডান দিকে থাকা ‘নেক্সট’ বাটনে ট্যাপ করুন।
৮. এবার বিভিন্ন অপশনগুলো থেকে ‘শিডিউলিং অপশন’ নির্বাচন করুন।
৯. এখন ‘শিডিউল ফর লেটার’ অপশন নির্বাচন করুন।
১০. এবার স্ক্রিনে একটি ক্যালেন্ডার অপশন দেখা যাবে। ক্যালেন্ডার থেকে তারিখ নির্বাচন করুন এবং ‘ওকে’ বাটনে ট্যাপ করুন।
১১. এরপর স্ক্রিনে একটি ঘড়ি দেখা যাবে। সেই ঘড়ির মাধ্যমে সময় নির্বাচন করুন এবং ‘ওকে’ বাটনে ট্যাপ করুন।
১২. এবার ওপরের ডান দিকে থাকা বাঁ দিক মুখী তির চিহ্নে ট্যাপ করে আগের পেজে ফিরে যান।
১৩. সবশেষে ‘পোস্ট’ বাটনে ট্যাপ করুন।
এভাবে নির্দিষ্ট তারিখ ও সময় অনুযায়ী পোস্টটি স্বয়ংক্রিয়ভাবে ফেসবুক পেজে প্রকাশিত হবে।
উদ্যোক্তা হিসেবে আত্নপ্রকাশ করেছেন বিলিয়নিয়ার বিল গেটসের কন্যা ফোবি গেটস। সাবেক রুমমেট সোফিয়া কিয়ানির সঙ্গে যৌথভাবে তিনি চালু করেছেন নতুন এআইভিত্তিক শপিং অ্যাপ–‘ফিয়া’। এই অ্যাপটির মাধ্যমে অনলাইন কেনাকাটাকে আরও সুবিধাজনক ও সাশ্রয়ী করে তোলা যাবে বলে দাবি করা হয়েছে। তবে অ্যাপটি তৈরিতে সরাসরি অর্থায়ন
১ ঘণ্টা আগেপ্রযুক্তি জায়ান্ট আইবিএম আগামী পাঁচ বছরে যুক্তরাষ্ট্রে ১৫০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে। কোয়ান্টাম কম্পিউটার উৎপাদনের জন্য অত্যাধুনিক সুবিধা গড়ে তোলা এবং স্থানীয় উৎপাদন ব্যবস্থার সম্প্রসারণে এই বিনিয়োগ করা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
৪ ঘণ্টা আগেআপনার সন্তানের বয়স যত বাড়ছে, তত বেশি সময় তারা অনলাইনে কাটাচ্ছে। অনলাইনে থাকার অনেক ভালো দিক রয়েছে, যেমন বন্ধুবান্ধব ও পরিবারের সঙ্গে যুক্ত থাকা, বিভিন্ন শখ কিংবা আগ্রহ সম্পর্কে জানা এবং অনলাইন কমিউনিটির অংশ হওয়া।
৫ ঘণ্টা আগেবাংলাদেশের টেক দুনিয়ার পরিচিত মুখ স্যামজোন। ইউটিউবে তাঁর সাবস্ক্রাইবার এখন ৩ দশমিক ৯৬ মিলিয়নের বেশি, আর মোট ভিউ সংখ্যা ছাড়িয়েছে প্রায় ৭৩২ মিলিয়ন। সহজ ভাষায় টেক রিভিউ, গ্যাজেট টিপস, আনবক্সিং আর টিউটরিয়াল বানিয়ে তিনি লাখো মানুষের আস্থা অর্জন করেছেন।
৫ ঘণ্টা আগে