অনলাইন ডেস্ক
ডিজিটাল যুগে ছবি ও ভিডিও শেয়ার করার অন্যতম জনপ্রিয় মাধ্যম হলো ইনস্টাগ্রাম। তবে অনেক সময় কোনো পোস্ট মুছে না ফেলে সেটিকে সাময়িকভাবে ফলোয়ারদের থেকে আড়ালে রাখার প্রয়োজন হয়। ঠিক এই কাজটিই করতে সাহায্য করে ইনস্টাগ্রামের ‘আর্কাইভ’ ফিচার। এই ফিচার ব্যবহার করে ব্যবহারকারীরা তাঁদের পোস্টগুলো ডিলিট না করেই প্রোফাইল থেকে লুকিয়ে রাখতে পারেন এবং পরে চাইলে আবার ফিরে আনতে পারেন।
এ ছাড়া ছবি রাখার স্টোরেজ হিসেবে ইনস্টাগ্রামকে ব্যবহার করার ক্ষেত্রেও ফিচারটি বেশ কার্যকর। যেসব ব্যক্তিগত ছবি অন্যদের না দেখিয়ে ইনস্টাগ্রামে শুধু সংরক্ষণ করতে চান, তাঁরা এই ফিচার ব্যবহার করতে পারে। ইনস্টাগ্রামে একই সঙ্গে একাধিক পোস্ট আর্কাইভ করা যায়।
ইনস্টাগ্রামের পোস্ট আর্কাইভ করবেন যেভাবে
১. প্রথমে স্মার্টফোন থেকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রবেশ করতে হবে।
২. নিচে ডানে থাকা প্রোফাইল ছবিতে ট্যাপ করতে হবে।
৩. পরের পেজে ওপরে ডান দিকে থাকা তিনটি রেখা বা হ্যামবার্গার মেনুতে ট্যাপ করতে হবে। ফলে একটি মেনু চালু হবে।
৪. মেনু থেকে ‘ইউওর অ্যাক্টিভিটি’ অপশনে ট্যাপ করুন।
৫. এবার নিচের দিকে স্ক্রল করে ‘পোস্টস’ অপশন কুঁজে বের করুন এবং এতে ট্যাপ করুন।
৬. এখন নতুন একটি পেজে আপনার সবগুলো পোস্ট দেখা যাবে। ওপরের দিকে কিছু ফিল্টারও (নিউয়েস্ট টু ওল্ডেস্ট, অল ডেটস ও ইনক্লুডস লোকেশন) রয়েছে। অনেক পোস্টের ভিড়ে কাঙ্ক্ষিত পোস্টটি এসব ফিল্টারের মাধ্যমে খুঁজে পাওয়া যাবে।
৭. এবার পোস্ট নির্বাচন করতে ডান পাশের ওপরের দিকে ‘সিলেক্ট’ বাটনে ট্যাপ করুন।
৮. এরপর যেসব পোস্ট আর্কাইভ করতে চান তা তার ওপর ট্যাপ করুন।
৯. পোস্টগুলো নির্বাচন করার পরে নিচের বাম দিকে ‘আর্কাইভ’ অপশনে ট্যাপ করুন। এর ফলে পোস্টগুলো আর্কাইভ হয়ে যাবে।
একইভাবে আপনার তৈরি যেকোনো রিলসও আর্কাইভ করতে পারবেন।
পোস্ট আন-আর্কাইভ করবেন যেভাবে
ইনস্টাগ্রামের আর্কাইভ করা পোস্টগুলো সহজেই প্রোফাইলে ফিরিয়ে আনা যায়। এ জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. প্রথমে স্মার্টফোন থেকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রবেশ করতে হবে।
২. নিচে ডানে থাকা প্রোফাইল ছবিতে ট্যাপ করতে হবে।
৩. পরের পেজে ওপরে ডান দিকে থাকা তিনটি রেখা বা হ্যামবার্গার মেনুতে ট্যাপ করতে হবে। ফলে একটি মেনু চালু হবে।
৪. মেনু থেকে আর্কাইভ বাটনে ট্যাপ করুন।
৫. আর্কাইভ মেনুতে স্টোরি, পোস্ট ও লাইভের আর্কাইভ থাকবে। আর্কাইভ ফোল্ডারে পোস্ট গুলো দেখতে চাইলে একদম ওপরের দিকে থাকা নিম্নমুখী তীরে ট্যাপ করুন। এর ফলে ছোট একটি মেনু চালু হবে।
৬. মেনু থেকে ‘পোস্টস আর্কাইভ’ অপশনে ট্যাপ করুন। ফলে আর্কাইভ করা পোস্টগুলো দেখা যাবে।
৭. এবার যে পোস্টটি ফিরিয়ে আনতে চান সেই পোস্টের ওপর ট্যাপ করুন।
৮. পোস্টটি চালু হলে ওপরের ডান পাশে থাকা ‘তিন ডট’ আইকোনে ট্যাপ করুন। এর ফলে একটি ছোট মেনু চালু হবে।
৯. মেনু থেকে ‘শো অন প্রোফাইল’ বাটনে ট্যাপ করুন।
এভাবে পোস্টটি আর্কাইভ ফোল্ডার থেকে প্রোফাইলে চলে আসবে এবং আপনার ফলোয়াররা তা দেখতে পারবে।
ডিজিটাল যুগে ছবি ও ভিডিও শেয়ার করার অন্যতম জনপ্রিয় মাধ্যম হলো ইনস্টাগ্রাম। তবে অনেক সময় কোনো পোস্ট মুছে না ফেলে সেটিকে সাময়িকভাবে ফলোয়ারদের থেকে আড়ালে রাখার প্রয়োজন হয়। ঠিক এই কাজটিই করতে সাহায্য করে ইনস্টাগ্রামের ‘আর্কাইভ’ ফিচার। এই ফিচার ব্যবহার করে ব্যবহারকারীরা তাঁদের পোস্টগুলো ডিলিট না করেই প্রোফাইল থেকে লুকিয়ে রাখতে পারেন এবং পরে চাইলে আবার ফিরে আনতে পারেন।
এ ছাড়া ছবি রাখার স্টোরেজ হিসেবে ইনস্টাগ্রামকে ব্যবহার করার ক্ষেত্রেও ফিচারটি বেশ কার্যকর। যেসব ব্যক্তিগত ছবি অন্যদের না দেখিয়ে ইনস্টাগ্রামে শুধু সংরক্ষণ করতে চান, তাঁরা এই ফিচার ব্যবহার করতে পারে। ইনস্টাগ্রামে একই সঙ্গে একাধিক পোস্ট আর্কাইভ করা যায়।
ইনস্টাগ্রামের পোস্ট আর্কাইভ করবেন যেভাবে
১. প্রথমে স্মার্টফোন থেকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রবেশ করতে হবে।
২. নিচে ডানে থাকা প্রোফাইল ছবিতে ট্যাপ করতে হবে।
৩. পরের পেজে ওপরে ডান দিকে থাকা তিনটি রেখা বা হ্যামবার্গার মেনুতে ট্যাপ করতে হবে। ফলে একটি মেনু চালু হবে।
৪. মেনু থেকে ‘ইউওর অ্যাক্টিভিটি’ অপশনে ট্যাপ করুন।
৫. এবার নিচের দিকে স্ক্রল করে ‘পোস্টস’ অপশন কুঁজে বের করুন এবং এতে ট্যাপ করুন।
৬. এখন নতুন একটি পেজে আপনার সবগুলো পোস্ট দেখা যাবে। ওপরের দিকে কিছু ফিল্টারও (নিউয়েস্ট টু ওল্ডেস্ট, অল ডেটস ও ইনক্লুডস লোকেশন) রয়েছে। অনেক পোস্টের ভিড়ে কাঙ্ক্ষিত পোস্টটি এসব ফিল্টারের মাধ্যমে খুঁজে পাওয়া যাবে।
৭. এবার পোস্ট নির্বাচন করতে ডান পাশের ওপরের দিকে ‘সিলেক্ট’ বাটনে ট্যাপ করুন।
৮. এরপর যেসব পোস্ট আর্কাইভ করতে চান তা তার ওপর ট্যাপ করুন।
৯. পোস্টগুলো নির্বাচন করার পরে নিচের বাম দিকে ‘আর্কাইভ’ অপশনে ট্যাপ করুন। এর ফলে পোস্টগুলো আর্কাইভ হয়ে যাবে।
একইভাবে আপনার তৈরি যেকোনো রিলসও আর্কাইভ করতে পারবেন।
পোস্ট আন-আর্কাইভ করবেন যেভাবে
ইনস্টাগ্রামের আর্কাইভ করা পোস্টগুলো সহজেই প্রোফাইলে ফিরিয়ে আনা যায়। এ জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. প্রথমে স্মার্টফোন থেকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রবেশ করতে হবে।
২. নিচে ডানে থাকা প্রোফাইল ছবিতে ট্যাপ করতে হবে।
৩. পরের পেজে ওপরে ডান দিকে থাকা তিনটি রেখা বা হ্যামবার্গার মেনুতে ট্যাপ করতে হবে। ফলে একটি মেনু চালু হবে।
৪. মেনু থেকে আর্কাইভ বাটনে ট্যাপ করুন।
৫. আর্কাইভ মেনুতে স্টোরি, পোস্ট ও লাইভের আর্কাইভ থাকবে। আর্কাইভ ফোল্ডারে পোস্ট গুলো দেখতে চাইলে একদম ওপরের দিকে থাকা নিম্নমুখী তীরে ট্যাপ করুন। এর ফলে ছোট একটি মেনু চালু হবে।
৬. মেনু থেকে ‘পোস্টস আর্কাইভ’ অপশনে ট্যাপ করুন। ফলে আর্কাইভ করা পোস্টগুলো দেখা যাবে।
৭. এবার যে পোস্টটি ফিরিয়ে আনতে চান সেই পোস্টের ওপর ট্যাপ করুন।
৮. পোস্টটি চালু হলে ওপরের ডান পাশে থাকা ‘তিন ডট’ আইকোনে ট্যাপ করুন। এর ফলে একটি ছোট মেনু চালু হবে।
৯. মেনু থেকে ‘শো অন প্রোফাইল’ বাটনে ট্যাপ করুন।
এভাবে পোস্টটি আর্কাইভ ফোল্ডার থেকে প্রোফাইলে চলে আসবে এবং আপনার ফলোয়াররা তা দেখতে পারবে।
চীনে চিপ বিক্রির মোট রাজস্বের ১৫ শতাংশ মার্কিন সরকারকে দিতে সম্মত হয়েছে বিশ্বের শীর্ষ দুই সেমিকন্ডাক্টর নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া ও এএমডি। এই চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠান দুটি চীনা বাজারে চিপ বিক্রির লাইসেন্স পাবে। এক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।
২ ঘণ্টা আগেবর্তমান যুগের বেশির ভাগ ইলেকট্রনিক ডিভাইসেই লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহৃত হয়। আইফোনসহ স্মার্টফোন, স্মার্টওয়াচ, ল্যাপটপ—এমনকি বৈদ্যুতিক গাড়িতেও এই ব্যাটারিই ব্যবহার হয়। তবে এই প্রযুক্তি যতটা উন্নত, ততটাই জটিল। সময়ের সঙ্গে সঙ্গে এই ব্যাটারির কর্মক্ষমতা কমে যায়।
৫ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি এইচ২০ (H20) চিপের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম-সংশ্লিষ্ট একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। রোববার উইচ্যাটে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়, এই চিপগুলোতে ‘ব্যাক ডোর’ থাকার সম্ভাবনা রয়েছে, যা ব্যবহারকারীর অনুমতি ছাড়াই...
৬ ঘণ্টা আগেবর্তমানে বিশ্বের সর্ববৃহৎ ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। প্রতিদিন কোটি কোটি ব্যবহারকারী বিভিন্ন ধরনের ভিডিও উপভোগ করেন এই প্ল্যাটফর্মে। ভিডিও নির্মাতারা (ইউটিউবাররা) প্রতিযোগিতায় টিকে থাকার জন্য তাঁদের কনটেন্টের কার্যকারিতা সম্পর্কে সঠিক তথ্য জানা অত্যন্ত জরুরি। এসব তথ্য ইউটিউবের ভিউ বাড়াতে
৭ ঘণ্টা আগে