Ajker Patrika

নতুন না পুরোনো ফোন কিনছেন, বুঝবেন যেভাবে

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮: ১২
পুরোনো রিফারবিশড ফোনে প্রায়শই আগে থেকে ব্যবহারের কিছু লক্ষণ থাকে। ছবি: সংগৃহীত
পুরোনো রিফারবিশড ফোনে প্রায়শই আগে থেকে ব্যবহারের কিছু লক্ষণ থাকে। ছবি: সংগৃহীত

নতুন ও রিফারবিশড ফোনের মধ্যে পার্থক্য ক্রমশ অস্পষ্ট হয়ে উঠছে। বিশেষ করে, এখনকার উন্নত রিফারবিশিং প্রযুক্তির কারণে। সে সুযোগ নিয়ে ক্রেতার হাতে নতুনের নামে পুরোনো স্মার্টফোন ধরিয়ে দিচ্ছেন অনেক অসৎ বিক্রেতা। নতুন ফোন হিসেবে চোরাই বা পুরোনো ফোন কিনে ফেললে ভবিষ্যতে আইনি জটিলতায়ও জড়াতে পারে। তাই ফোনটি নতুন না রিফারবিশড, আসল না চোরাই, তা যাচাই করে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কিছু উপায় রয়েছে, যেগুলো অনুসরণ করলে আপনি সহজেই বুঝতে পারবেন—আপনার ফোনটি নতুন নাকি রিফারবিশড।

ফোনটির বাহ্যিক অবস্থা যাচাই করুন

পুরোনো রিফারবিশড ফোনে প্রায়শই আগে থেকে ব্যবহারের কিছু লক্ষণ থাকে। ফোনের পেছনে, সামনের ডিসপ্লে বা সাইড প্যানেলে যদি কোনো ডেন্ট বা স্ক্র্যাচ থাকে, তবে বুঝবেন আপনি পুরোনো ফোন কিনেছেন।

অ্যাকসেসরিজগুলো দেখুন

নতুন ফোনে চার্জার, কেবল, ইয়ারফোন ইত্যাদি অ্যাকসেসরিজ থাকে নতুন ও মোড়ানো অবস্থায়। রিফারবিশড ফোনে এই অ্যাকসেসরিজে ব্যবহারের চিহ্ন থাকতে পারে।

প্যাকেট দেখেও বিচার করুন

নতুন ফোন সাধারণত সিল করা অক্ষত প্যাকেজিংয়ে আসে। রিফারবিশড ফোনের প্যাকেজিংয়ে পার্থক্য থাকতে পারে। প্যাকেটটি খুঁটিয়ে দেখুন, সিল ঠিক আছে কি না, কোনো অংশ ঢিলা বা খোলা আছে কি না, বক্সে দাগ বা ভাঁজ আছে কি না।

বক্সে থাকা লেবেল বা লোগোগুলো সঠিক জায়গায় রয়েছে কি না, তা-ও যাচাই করুন। এগুলোর ডিজাইন বা স্পেসিফিকেশন সঠিক কি না, তা-ও যাচাই করে নিন।

আইএমইআই (IMEI) ও সিরিয়াল নম্বর যাচাই করুন

প্রতিটি অ্যান্ড্রয়েড ফোনের জন্য একটি অনন্য বা ইউনিক নম্বর থাকে। একে ‘ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেনটিটি’ বা সংক্ষেপে আইএমইআই (IMEI) নম্বর বলে। এটি ব্যবহার করে ফোনটি বৈধ কি না, তা যাচাই করা যায়।

আইএমইআই নম্বর যাচাই করতে আপনার ফোনে *# 06# ডায়াল করুন।

আর আইফোনের ক্ষেত্রে আইএমইআই যাচাইয়ের জন্য সেটিংস অ্যাপ খুলুন। নিচে স্ক্রল করে জেনারেল অপশনে যান। এরপর অ্যাবাউট অপশনে চাপ দিন। এখানে আপনি আইএমইআই নম্বর দেখতে পারবেন।

এবার ফোনের বক্সে থাকা আইএমইআই নম্বরটি ফোনের *# 06# দিয়ে পাওয়া নম্বরের সঙ্গে মিলিয়ে নিন। যদি নম্বর না মেলে, তবে এটি ক্লোনড বা পুনর্বিক্রয় হওয়া ফোন হতে পারে। নতুন ফোন কিনলে অবশ্যই বক্স ও ক্রয় রসিদ থাকবে।

দাম অস্বাভাবিক কম

বাজারদরের তুলনায় অনেক কম দামে ফোন বিক্রি করলে সাবধানতা বজায় রাখা জরুরি। নকল ফোন সাধারণত কম দামে বিক্রি হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত