অনলাইন ডেস্ক
বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় শুধু ছবি বা ভিডিও শেয়ার করাই যথেষ্ট নয়—দর্শকদের সঙ্গে সরাসরি যুক্ত হওয়াও খুব গুরুত্বপূর্ণ। ইনস্টাগ্রাম স্টোরির পোল ফিচারটি সেই সুযোগটিই করে দেয়। এটি আপনাকে আপনার ফলোয়ারদের মতামত জানতে ও দ্রুত সিদ্ধান্ত নিতে সাহায্য করে।
ব্যক্তিগত কৌতূহল থেকে শুরু করে ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণ পর্যন্ত, পোল ব্যবহার করে ব্যবহারকারীরা জানতে পারেন তাদের অডিয়েন্সের পছন্দ, আগ্রহ বা প্রতিক্রিয়া। এটি যেমন মজাদার ও অংশগ্রহণমূলক, তেমনি ব্র্যান্ড বা কনটেন্ট ক্রিয়েটরদের জন্যও এটি হয়ে উঠছে মূল্যবান তথ্য সংগ্রহের একটি টুল।
এই ফিচারটি শুধু একটি প্রশ্ন এবং দুটি অপশন যুক্ত করে তৈরি করা যায়।
ইনস্টাগ্রাম স্টোরিতে পোল তৈরি করবেন যেভাবে
১. ইনস্টাগ্রাম অ্যাপ চালু করুন।
২. এবার স্টোরি তৈরি করার জন্য স্ক্রিনের ওপর আলতো করে চাপ দিয়ে ডান পাশে সোয়াইপ করুন।
৩. এর ফলে পোস্ট, স্টোরি ও রিলস তৈরির পেজ দেখা যাবে।
৪. এখন নিচের দিকে অপশনগুলো থেকে স্টোরি অপশন নির্বাচন করুন।
৫. এবার ডান পাশের ওপরের দিকে থাকা ‘Aa’ অপশনে ট্যাপ করুন।
৬. ওপরের দিকে থাকা ‘স্টিকার’ আইকোনে ট্যাপ করুন।
৭. এখন ‘পোল’ অপশন খুঁজে বের করুন ও এতে ট্যাপ করুন।
৮. এবার ‘আস্ক এ কোয়েশ্চেন’ অপশনে কোনো প্রশ্ন টাইপ করুন।
৯. নিচের দুটি ঘরে দুটি অপশন যুক্ত করুন।
১০. ওপরের দিকে থাকা ‘ডান’ অপশনে ট্যাপ করুন।
১১. নিচের ডান দিকে থাকা তীর চিহ্নে ট্যাপ করুন। এভাবে স্টোরিটি পোস্ট হবে।
এবার ফলোয়াররা ট্যাপ করে পোলের যেকোনো অপশনে ট্যাপ করতে পারবে।
বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় শুধু ছবি বা ভিডিও শেয়ার করাই যথেষ্ট নয়—দর্শকদের সঙ্গে সরাসরি যুক্ত হওয়াও খুব গুরুত্বপূর্ণ। ইনস্টাগ্রাম স্টোরির পোল ফিচারটি সেই সুযোগটিই করে দেয়। এটি আপনাকে আপনার ফলোয়ারদের মতামত জানতে ও দ্রুত সিদ্ধান্ত নিতে সাহায্য করে।
ব্যক্তিগত কৌতূহল থেকে শুরু করে ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণ পর্যন্ত, পোল ব্যবহার করে ব্যবহারকারীরা জানতে পারেন তাদের অডিয়েন্সের পছন্দ, আগ্রহ বা প্রতিক্রিয়া। এটি যেমন মজাদার ও অংশগ্রহণমূলক, তেমনি ব্র্যান্ড বা কনটেন্ট ক্রিয়েটরদের জন্যও এটি হয়ে উঠছে মূল্যবান তথ্য সংগ্রহের একটি টুল।
এই ফিচারটি শুধু একটি প্রশ্ন এবং দুটি অপশন যুক্ত করে তৈরি করা যায়।
ইনস্টাগ্রাম স্টোরিতে পোল তৈরি করবেন যেভাবে
১. ইনস্টাগ্রাম অ্যাপ চালু করুন।
২. এবার স্টোরি তৈরি করার জন্য স্ক্রিনের ওপর আলতো করে চাপ দিয়ে ডান পাশে সোয়াইপ করুন।
৩. এর ফলে পোস্ট, স্টোরি ও রিলস তৈরির পেজ দেখা যাবে।
৪. এখন নিচের দিকে অপশনগুলো থেকে স্টোরি অপশন নির্বাচন করুন।
৫. এবার ডান পাশের ওপরের দিকে থাকা ‘Aa’ অপশনে ট্যাপ করুন।
৬. ওপরের দিকে থাকা ‘স্টিকার’ আইকোনে ট্যাপ করুন।
৭. এখন ‘পোল’ অপশন খুঁজে বের করুন ও এতে ট্যাপ করুন।
৮. এবার ‘আস্ক এ কোয়েশ্চেন’ অপশনে কোনো প্রশ্ন টাইপ করুন।
৯. নিচের দুটি ঘরে দুটি অপশন যুক্ত করুন।
১০. ওপরের দিকে থাকা ‘ডান’ অপশনে ট্যাপ করুন।
১১. নিচের ডান দিকে থাকা তীর চিহ্নে ট্যাপ করুন। এভাবে স্টোরিটি পোস্ট হবে।
এবার ফলোয়াররা ট্যাপ করে পোলের যেকোনো অপশনে ট্যাপ করতে পারবে।
চীনে চিপ বিক্রির মোট রাজস্বের ১৫ শতাংশ মার্কিন সরকারকে দিতে সম্মত হয়েছে বিশ্বের শীর্ষ দুই সেমিকন্ডাক্টর নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া ও এএমডি। এই চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠান দুটি চীনা বাজারে চিপ বিক্রির লাইসেন্স পাবে। এক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।
২ ঘণ্টা আগেবর্তমান যুগের বেশির ভাগ ইলেকট্রনিক ডিভাইসেই লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহৃত হয়। আইফোনসহ স্মার্টফোন, স্মার্টওয়াচ, ল্যাপটপ—এমনকি বৈদ্যুতিক গাড়িতেও এই ব্যাটারিই ব্যবহার হয়। তবে এই প্রযুক্তি যতটা উন্নত, ততটাই জটিল। সময়ের সঙ্গে সঙ্গে এই ব্যাটারির কর্মক্ষমতা কমে যায়।
৫ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি এইচ২০ (H20) চিপের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম-সংশ্লিষ্ট একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। রোববার উইচ্যাটে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়, এই চিপগুলোতে ‘ব্যাক ডোর’ থাকার সম্ভাবনা রয়েছে, যা ব্যবহারকারীর অনুমতি ছাড়াই...
৬ ঘণ্টা আগেবর্তমানে বিশ্বের সর্ববৃহৎ ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। প্রতিদিন কোটি কোটি ব্যবহারকারী বিভিন্ন ধরনের ভিডিও উপভোগ করেন এই প্ল্যাটফর্মে। ভিডিও নির্মাতারা (ইউটিউবাররা) প্রতিযোগিতায় টিকে থাকার জন্য তাঁদের কনটেন্টের কার্যকারিতা সম্পর্কে সঠিক তথ্য জানা অত্যন্ত জরুরি। এসব তথ্য ইউটিউবের ভিউ বাড়াতে
৭ ঘণ্টা আগে