প্রযুক্তি ডেস্ক
বর্তমানে ইউরোপ ও যুক্তরাষ্ট্রে যে কোনো ডিভাইস মেরামতের অধিকার নিয়ে সোচ্চার হচ্ছেন ভোক্তারা। এটি যেমন ভোক্তা স্বাধীনতার সঙ্গে জড়িত সেই সঙ্গে ইলেকট্রনিক ওয়াস্ট বা ই–বর্জ্য কমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন পরিবেশবিদরা।
তবে পশ্চিমে ‘রাইট টু রিপেয়ার’–এর যে আইন রয়েছে, সেটিতে নির্দিষ্ট কিছু যানবাহন এবং সরঞ্জাম মেরামতের স্বাধীনতার কথা বলা আছে। আইনের ফাঁকফোকরেই অ্যাপল, আমাজন ও মাইক্রোসফটের মতো কোম্পানিগুলো স্মার্ট ডিভাইস অথবা গেম কনসোল মেরামতের স্বাধীনতা থেকে ভোক্তাদের বঞ্চিত করছে।
এবার এই অধিকারের পক্ষে কথা বললেন অ্যাপলের সহপ্রতিষ্ঠাতা স্টিভ ওজনিয়াক। আমেরিকান এই কম্পিউটার প্রকৌশলী ও প্রোগ্রামার অ্যাপলের ডিভাইস মেরামতের অধিকারের পক্ষে তাঁর দৃঢ় অবস্থান ব্যক্ত করেছেন।
বিশ্ব জুড়ে অ্যাপলের বাজার বিস্তৃত। বেশ কিছুদিন ধরেই ‘রাইট টু রিপেয়ার মুভমেন্ট’–এর দাবি জোরালো হচ্ছে। যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের বেশির ভাগই ‘রাইট টু রিপেয়ার বিল-২০২১ ’–এর পক্ষে অবস্থান নিয়েছে। ডিভাইস মেরামতের স্বাধীনতাকে মানুষের মৌলিক অধিকার হিসেবে উল্লেখ করছেন তাঁরা। তবে অ্যাপলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, ডিভাইস মেরামতের বিষয়টি ক্রেতাদের ওপর ছেড়ে দিলে এটি সুরক্ষা ও নিরাপত্তা ঝুঁকি তৈরি করবে।
সব ধরনের ডিভাইস মেরামতের অধিকার আন্দোলনের অন্যতম মুখ লুইস রোসম্যানকে দেওয়া সাম্প্রতিক এক সাক্ষাৎকারে স্টিভ ওজনিয়াক (৭০) বলেছেন, ‘ডিভাইস মেরামতের পূর্ণ স্বাধীনতা দেওয়ার এখনই সময়।’
চলতি বছরের শুরুতে সরাসরি ব্যালটের মাধ্যমে ‘রাইট টু রিপেয়ার’ আইন পাস করার লক্ষ্যে ৬০ লাখ ডলার সংগ্রহের ঘোষণা দেন রোসম্যান। এখন পর্যন্ত তিনি ৭ লাখ ৫০ হাজার ডলার সংগ্রহ করতে পেরেছেন।
ডিভাইস মেরামতের স্বাধীনতার ঘোর বিরোধী অ্যাপল। তারা শুধু নিজেদের নির্ধারিত টেকনিশিয়ানের মাধ্যমেই ডিভাইস মেরামতকে সমর্থন করে থাকে। এমনকি ডিভাইস মেরামত সংক্রান্ত কোনো তথ্যও তারা দেয় না।
স্টিভ ওজনিয়াক মনে করেন, কোম্পানিগুলো ডিভাইস মেরামতের স্বাধীনতার বিপক্ষে। কারণ এটি তাদের সবকিছুর ওপর কোম্পানিকে ক্ষমতাবান করতে এবং নিয়ন্ত্রণের সুযোগ তৈরি করে দেয়।
স্টিভ ওজনিয়াক বলেন, আপনি স্বল্প ব্যয়ে অনেক কিছুই মেরামত করতে পারেন। সবচেয়ে বড় বিষয়, আপনি নিজে ডিভাইস মেরামতের মাধ্যমে বিষয়টি সম্পর্কে জানতে পারছেন। এটি খুবই মূল্যবান ব্যাপার।
মেরামত করতে পারার সুবিধা সম্পর্কে বলতে গিয়ে অ্যাপলের শুরুর দিকের কিছু ঘটনা বলেন ওজনিয়াক। তিনি বলেন, অ্যাপল ওয়ান কম্পিউটার তৈরির সময় তাঁর টেলিটাইপ (ইনপুট–আউটপুট ডিভাইস) কেনার সামর্থ্য ছিল না। কারণ এর দাম ছিল দুটি ব্যক্তিগত গাড়ির সমান। তিনি টেলিভিশনের সার্কিট বোর্ড কাস্টমাইজ করে মনিটর বানিয়েছিলেন।
এ ছাড়া অ্যাপল টু কম্পিউটারের সঙ্গে স্কিম্যাটিক এবং নকশা দিয়ে দেওয়া হতো। এই কম্পিউটারের ব্যবসায়িক সফলতার পেছনে এই কৌশলটির বড় অবদান আছে বলে মনে করেন ওজনিয়াক। এভাবে উন্মুক্ত করে দেওয়াতে অ্যাপল কতখানি ক্ষতিগ্রস্ত হয়েছিল? প্রশ্ন রাখেন ওজনিয়াক।
উল্লেখ্য, স্টিভ জবসের সঙ্গে অ্যাপল প্রতিষ্ঠা করলেও আশির দশকেই কোম্পানি ছেড়ে চলে যান ওজনিয়াক। অথচ কোম্পানি তখন সাফল্যের সিঁড়িতে। গত বছর এক সাক্ষাৎকারে ওজনিয়াক বলেন, কার্যত তিনি এখনো অ্যাপলের কর্মী। ব্যবসায় কোনো ভূমিকা না রাখলেও প্রতি সপ্তাহে প্রায় ৫০ ডলারের একটি চেক পান।
বর্তমানে ইউরোপ ও যুক্তরাষ্ট্রে যে কোনো ডিভাইস মেরামতের অধিকার নিয়ে সোচ্চার হচ্ছেন ভোক্তারা। এটি যেমন ভোক্তা স্বাধীনতার সঙ্গে জড়িত সেই সঙ্গে ইলেকট্রনিক ওয়াস্ট বা ই–বর্জ্য কমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন পরিবেশবিদরা।
তবে পশ্চিমে ‘রাইট টু রিপেয়ার’–এর যে আইন রয়েছে, সেটিতে নির্দিষ্ট কিছু যানবাহন এবং সরঞ্জাম মেরামতের স্বাধীনতার কথা বলা আছে। আইনের ফাঁকফোকরেই অ্যাপল, আমাজন ও মাইক্রোসফটের মতো কোম্পানিগুলো স্মার্ট ডিভাইস অথবা গেম কনসোল মেরামতের স্বাধীনতা থেকে ভোক্তাদের বঞ্চিত করছে।
এবার এই অধিকারের পক্ষে কথা বললেন অ্যাপলের সহপ্রতিষ্ঠাতা স্টিভ ওজনিয়াক। আমেরিকান এই কম্পিউটার প্রকৌশলী ও প্রোগ্রামার অ্যাপলের ডিভাইস মেরামতের অধিকারের পক্ষে তাঁর দৃঢ় অবস্থান ব্যক্ত করেছেন।
বিশ্ব জুড়ে অ্যাপলের বাজার বিস্তৃত। বেশ কিছুদিন ধরেই ‘রাইট টু রিপেয়ার মুভমেন্ট’–এর দাবি জোরালো হচ্ছে। যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের বেশির ভাগই ‘রাইট টু রিপেয়ার বিল-২০২১ ’–এর পক্ষে অবস্থান নিয়েছে। ডিভাইস মেরামতের স্বাধীনতাকে মানুষের মৌলিক অধিকার হিসেবে উল্লেখ করছেন তাঁরা। তবে অ্যাপলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, ডিভাইস মেরামতের বিষয়টি ক্রেতাদের ওপর ছেড়ে দিলে এটি সুরক্ষা ও নিরাপত্তা ঝুঁকি তৈরি করবে।
সব ধরনের ডিভাইস মেরামতের অধিকার আন্দোলনের অন্যতম মুখ লুইস রোসম্যানকে দেওয়া সাম্প্রতিক এক সাক্ষাৎকারে স্টিভ ওজনিয়াক (৭০) বলেছেন, ‘ডিভাইস মেরামতের পূর্ণ স্বাধীনতা দেওয়ার এখনই সময়।’
চলতি বছরের শুরুতে সরাসরি ব্যালটের মাধ্যমে ‘রাইট টু রিপেয়ার’ আইন পাস করার লক্ষ্যে ৬০ লাখ ডলার সংগ্রহের ঘোষণা দেন রোসম্যান। এখন পর্যন্ত তিনি ৭ লাখ ৫০ হাজার ডলার সংগ্রহ করতে পেরেছেন।
ডিভাইস মেরামতের স্বাধীনতার ঘোর বিরোধী অ্যাপল। তারা শুধু নিজেদের নির্ধারিত টেকনিশিয়ানের মাধ্যমেই ডিভাইস মেরামতকে সমর্থন করে থাকে। এমনকি ডিভাইস মেরামত সংক্রান্ত কোনো তথ্যও তারা দেয় না।
স্টিভ ওজনিয়াক মনে করেন, কোম্পানিগুলো ডিভাইস মেরামতের স্বাধীনতার বিপক্ষে। কারণ এটি তাদের সবকিছুর ওপর কোম্পানিকে ক্ষমতাবান করতে এবং নিয়ন্ত্রণের সুযোগ তৈরি করে দেয়।
স্টিভ ওজনিয়াক বলেন, আপনি স্বল্প ব্যয়ে অনেক কিছুই মেরামত করতে পারেন। সবচেয়ে বড় বিষয়, আপনি নিজে ডিভাইস মেরামতের মাধ্যমে বিষয়টি সম্পর্কে জানতে পারছেন। এটি খুবই মূল্যবান ব্যাপার।
মেরামত করতে পারার সুবিধা সম্পর্কে বলতে গিয়ে অ্যাপলের শুরুর দিকের কিছু ঘটনা বলেন ওজনিয়াক। তিনি বলেন, অ্যাপল ওয়ান কম্পিউটার তৈরির সময় তাঁর টেলিটাইপ (ইনপুট–আউটপুট ডিভাইস) কেনার সামর্থ্য ছিল না। কারণ এর দাম ছিল দুটি ব্যক্তিগত গাড়ির সমান। তিনি টেলিভিশনের সার্কিট বোর্ড কাস্টমাইজ করে মনিটর বানিয়েছিলেন।
এ ছাড়া অ্যাপল টু কম্পিউটারের সঙ্গে স্কিম্যাটিক এবং নকশা দিয়ে দেওয়া হতো। এই কম্পিউটারের ব্যবসায়িক সফলতার পেছনে এই কৌশলটির বড় অবদান আছে বলে মনে করেন ওজনিয়াক। এভাবে উন্মুক্ত করে দেওয়াতে অ্যাপল কতখানি ক্ষতিগ্রস্ত হয়েছিল? প্রশ্ন রাখেন ওজনিয়াক।
উল্লেখ্য, স্টিভ জবসের সঙ্গে অ্যাপল প্রতিষ্ঠা করলেও আশির দশকেই কোম্পানি ছেড়ে চলে যান ওজনিয়াক। অথচ কোম্পানি তখন সাফল্যের সিঁড়িতে। গত বছর এক সাক্ষাৎকারে ওজনিয়াক বলেন, কার্যত তিনি এখনো অ্যাপলের কর্মী। ব্যবসায় কোনো ভূমিকা না রাখলেও প্রতি সপ্তাহে প্রায় ৫০ ডলারের একটি চেক পান।
কাজাখস্তানের ২৩ বছর বয়সী তরুণ কেনজেবেক ইসমাইলভ তাঁর মাকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন। পথে একটি গাড়ি কোনো কারণ ছাড়াই থেমে গিয়ে এক লেনের রাস্তায় যানজট সৃষ্টি করে। কিন্তু কেনজেবেকের হাসপাতালে যাওয়ার তাড়া ছিল।
১ ঘণ্টা আগেব্যবহারকারীদের কথা মাথায় রেখে নতুন নতুন প্রযুক্তি যুক্ত করছে স্মার্টফোনের ব্র্যান্ডগুলো। টেকসই ও স্থায়িত্বের নিশ্চয়তা দিতে যুক্ত করা হচ্ছে এসব প্রযুক্তি। একই সঙ্গে দেখার সৌন্দর্যের জন্য গুরুত্ব পাচ্ছে ফোনের রং ও অন্যান্য বাহ্যিক ডিজাইনও। সম্প্রতি দেশের বাজারে আসা এমন একটি স্মার্টফোন হলো রিয়েলমি সি৭৫
৫ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্ষমতা নিয়ে বড় পরিকল্পনার কথা জানালেন মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। মেটার প্রথম এআই ডেভেলপার সম্মেলন ‘লামাকন’-এর সমাপনী অধিবেশনে মাইক্রোসফটের সিইও সত্য নাদেলার সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে জাকারবার্গ বলেন, ‘আমাদের ধারণা, আগামী এক বছরের মধ্যেই মেটার অর্ধেক সফটওয়্যার
৫ ঘণ্টা আগেআগে কখনো প্রেমে পড়েননি চীনের নাগরিক স্টিভ চেন (২৫)। তবে গত বসন্তে নিজের প্রথম প্রেম খুঁজে পান তিনি। তাও আবার লাইভ ভিডিও চ্যাটের মাধ্যমে। শুধু চ্যান না, ভিডিও চ্যাটরুমে বর্তমানে প্রেম খুঁজছেন চীনের বহু তরুণ। সেখানে ‘সাইবার ম্যাচমেকার’ পরিচালনা করেন ডেটিং সেশন, আর হাজারো মানুষ তা সরাসরি দেখেন...
৬ ঘণ্টা আগে