বিশ্ববাজারে শিগগিরই ছাড়া হবে পোকোর নতুন স্মার্টফোন এম ৬ (৪ জি)। কোম্পানিটি ইতিমধ্যে ফোনটির নকশা, রং ও ফিচার সম্পর্কিত বেশ কিছু তথ্য জানিয়ে দিয়েছে। বাজেট ফোন হলেও এতে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ফার্স্ট চার্জিংয়ের সুবিধা দেওয়া হয়েছে।
এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মের এক পোস্টে কোম্পানিটি বলছে, আগামী ১১ জুন ফোনটি বাজারে ছাড়া হবে। ফোনটির র্যাম ও স্টোরেজ অপশনগুলো সম্পর্কেও জানানো হয়েছে।
ফোনটির সামনের ক্যামেরাটি ডিসপ্লেতে হোল পাঞ্চ আকারে বসানো হয়েছে। আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ডানপাশে ভলিউম বাটনের নিচে রয়েছে।
পোকো এম ৬ (৪ জি) এর দাম ও রং
পোকো এম ৬ (৪ জি) ফোনটি কালো, ধূসর ও বেগুনি রঙে পাওয়া যাবে।
কোম্পানি থেকে ফোনটির একটি ছবি পোস্ট করা হয়েছে। এই ছবি থেকেই ফোনটির দাম সম্পর্কে ধারণা করা হয়েছে। তবে বাংলাদেশের বাজার কতদামে ছাড়া হবে তা পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি। তবে এই ছবি থেকে ফোনের দাম সম্পর্কে কিছুটা ধারণা পাওয়া যায়।
পোকো এম ৬ এর ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি সংস্করণের দাম হবে ১২৯ ডলার বা প্রায় ১৫ হাজার ২৫১ টাকা।
পোকো এম ৬ এর ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি সংস্করণের দাম হবে ১৪৯ ডলার বা প্রায় ১৭ হাজার ৬১৫ টাকা।
পোকো এম ৬ (৪ জি) এর সম্ভাব্য স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: ডুয়েল ক্যামেরা–১০৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর।
সেলফি ক্যামেরা: ১৩ মেগাপিক্সেল
নেটওয়ার্ক: ৪জি
আয়তন: ১৬৮.৬ x ৭৬.২৮ x ৮.৩ এমএম
সিম: ডুয়েল সিম
ডিসপ্লে: ৬ দশমিক ৭৯ ইঞ্চি এলসিডি প্যানেল +এফএইচডি (২,৪৬০ x ১০৮০ পিক্সেলস)
ব্রাইটনেস: ৫৫০ নিটস
রিফ্রেশ রেট: ৯০ হার্টজ
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক শাওমি হাইপারওএস
চিপসেট: মিডিয়াটেক হেলিও জি৯১ আলট্রা
মেমোরি: ৬ জিবি ও ৮ জিবি
ইন্টারনাল স্টোরেজ: ১২৮ জিবি ও ২৫৬ জিবি
আইপি রেটিং: আইপি ৫৩
ব্লুটুথ: ৫ দশমিক ৪
এনএফসি: আছে
জিপিএস: আছে
ইনফারেড পোর্ট: আছে
ইউএসবি: সি
ব্যাটারি: ৫,০৩০ এমএএইচ
চার্জিং: ৩৩ ওয়াট
রং: কালো, ধূসর ও বেগুনি
বিশ্ববাজারে শিগগিরই ছাড়া হবে পোকোর নতুন স্মার্টফোন এম ৬ (৪ জি)। কোম্পানিটি ইতিমধ্যে ফোনটির নকশা, রং ও ফিচার সম্পর্কিত বেশ কিছু তথ্য জানিয়ে দিয়েছে। বাজেট ফোন হলেও এতে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ফার্স্ট চার্জিংয়ের সুবিধা দেওয়া হয়েছে।
এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মের এক পোস্টে কোম্পানিটি বলছে, আগামী ১১ জুন ফোনটি বাজারে ছাড়া হবে। ফোনটির র্যাম ও স্টোরেজ অপশনগুলো সম্পর্কেও জানানো হয়েছে।
ফোনটির সামনের ক্যামেরাটি ডিসপ্লেতে হোল পাঞ্চ আকারে বসানো হয়েছে। আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ডানপাশে ভলিউম বাটনের নিচে রয়েছে।
পোকো এম ৬ (৪ জি) এর দাম ও রং
পোকো এম ৬ (৪ জি) ফোনটি কালো, ধূসর ও বেগুনি রঙে পাওয়া যাবে।
কোম্পানি থেকে ফোনটির একটি ছবি পোস্ট করা হয়েছে। এই ছবি থেকেই ফোনটির দাম সম্পর্কে ধারণা করা হয়েছে। তবে বাংলাদেশের বাজার কতদামে ছাড়া হবে তা পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি। তবে এই ছবি থেকে ফোনের দাম সম্পর্কে কিছুটা ধারণা পাওয়া যায়।
পোকো এম ৬ এর ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি সংস্করণের দাম হবে ১২৯ ডলার বা প্রায় ১৫ হাজার ২৫১ টাকা।
পোকো এম ৬ এর ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি সংস্করণের দাম হবে ১৪৯ ডলার বা প্রায় ১৭ হাজার ৬১৫ টাকা।
পোকো এম ৬ (৪ জি) এর সম্ভাব্য স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: ডুয়েল ক্যামেরা–১০৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর।
সেলফি ক্যামেরা: ১৩ মেগাপিক্সেল
নেটওয়ার্ক: ৪জি
আয়তন: ১৬৮.৬ x ৭৬.২৮ x ৮.৩ এমএম
সিম: ডুয়েল সিম
ডিসপ্লে: ৬ দশমিক ৭৯ ইঞ্চি এলসিডি প্যানেল +এফএইচডি (২,৪৬০ x ১০৮০ পিক্সেলস)
ব্রাইটনেস: ৫৫০ নিটস
রিফ্রেশ রেট: ৯০ হার্টজ
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক শাওমি হাইপারওএস
চিপসেট: মিডিয়াটেক হেলিও জি৯১ আলট্রা
মেমোরি: ৬ জিবি ও ৮ জিবি
ইন্টারনাল স্টোরেজ: ১২৮ জিবি ও ২৫৬ জিবি
আইপি রেটিং: আইপি ৫৩
ব্লুটুথ: ৫ দশমিক ৪
এনএফসি: আছে
জিপিএস: আছে
ইনফারেড পোর্ট: আছে
ইউএসবি: সি
ব্যাটারি: ৫,০৩০ এমএএইচ
চার্জিং: ৩৩ ওয়াট
রং: কালো, ধূসর ও বেগুনি
বিশ্বজুড়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম পৌঁছে গেল এক নতুন উচ্চতায়। প্ল্যাটফর্মটির মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা পেরিয়ে গেছে ৩০০ কোটির গণ্ডি। গতকাল বুধবার মেটা চ্যানেলে এ তথ্য নিশ্চিত করেন সিইও মার্ক জাকারবার্গ।
২০ ঘণ্টা আগেইন্টারনেটে রীতিমতো ঝড় তুলেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনির নতুন ন্যানো ব্যানানা টুল। প্রচলিত ইমেজ জেনারেটরের চেয়ে ভিন্নভাবে কাজ করে এই এআই। খুব সহজেই সাধারণ ছবি থেকে বাস্তবধর্মী ৩ডি মডেলের ছবি তৈরি করে।
২০ ঘণ্টা আগেভারতের কর্ণাটক হাইকোর্ট ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এর দায়ের করা একটি মামলা খারিজ করে দিয়েছে। এক্সের অভিযোগ ছিল, ভারত সরকারের ‘সহযোগ’ নামের পোর্টাল ব্যবহার করে তাদের প্ল্যাটফর্মে নির্বিচারে কনটেন্ট সেন্সর করা হচ্ছে, যা বাক স্বাধীনতার মূল্যবোধের বিরোধী।
২০ ঘণ্টা আগেআমাদের আধুনিক জীবনের মূল চালিকা শক্তিই যেন এখন ইন্টারনেট ও বিদ্যুৎ। শিক্ষা, অফিস, চিকিৎসা, বিনোদন—সবকিছুই এককভাবে নির্ভরশীল হয়ে পড়েছে এই দুইটির ওপর। তবে প্রাকৃতিক দুর্যোগ, যান্ত্রিক ত্রুটি, সাইবার হামলা কিংবা জাতীয় সংকটের কারণে দীর্ঘমেয়াদি ইন্টারনেট বা বিদ্যুৎ বিভ্রাট অস্বাভাবিক নয়।
১ দিন আগে