যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানের তহবিলে ১০ লাখ ডলার অনুদান দেবে ই-কমার্স জায়ান্ট আমাজন। এই অভিষেক অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে আমাজন প্রাইম ভিডিও। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় কোম্পানিটির এ পরিকল্পনার কথা নিশ্চিত করেন আমাজনের এক মুখপাত্র।
তিনি বলেন, ই-কমার্স জায়ান্টটি নিজেদের প্রাইম ভিডিওতে (আমাজন প্রাইম ভিডিও) ট্রাম্পের অভিষেক অনুষ্ঠান সরাসরি প্রচার করবে। এটাও পৃথক এক ধরনের অনুদান, যার মূল্য ১০ লাখ মার্কিন ডলার। ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানের তহবিলে আমাজনের অনুদান দেওয়ার পরিকল্পনার বিষয়ে প্রথম প্রতিবেদন প্রকাশ করে মার্কিন গণমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।
গতকাল ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানের তহবিলে ১০ লাখ ডলার অনুদান দিয়েছে যুক্তরাষ্ট্রের বহুজাতিক প্রযুক্তি কোম্পানি মেটাও। প্রায় দুই সপ্তাহ আগে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মার-এ-লাগোতে গিয়ে ট্রাম্পের সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করেন মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ।
বৃহস্পতিবার সকালে ট্রাম্প বলেন, আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস আগামী সপ্তাহে তার সঙ্গে দেখা করার পরিকল্পনা করছেন। আর এই কথার পরই আমাজনের এই অনুদানের খবর এল।
গত ৫ নভেম্বর অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ট্রাম্প জয়ী হন। তাঁর কাছে পরাজিত হন বর্তমান ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস। তিনি বর্তমান মার্কিন ভাইস প্রেসিডেন্ট।
২০২০ সালের নির্বাচনে তৎকালীন প্রেসিডেন্ট ট্রাম্প পরাজিত হয়েছিলেন। নির্বাচনে জয়ী হয়েছিলেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জো বাইডেন। কিন্তু ট্রাম্প তাঁর পরাজয় মানতে অস্বীকৃতি জানান। তিনি নির্বাচনে জালিয়াতির ভুয়া অভিযোগ তোলেন।
তবে ট্রাম্প তাঁর প্রথম মেয়াদে আমাজনের সমালোচনা করেছিলেন। অন্যদিকে বেজোসও অতীতে ট্রাম্পের কিছু বক্তব্যের সমালোচনা করেছিলেন। ২০২০ সালের নভেম্বরের নির্বাচনে কোনো প্রার্থীকে সমর্থন না দেওয়ার সিদ্ধান্ত নেয় বেজোসের মালিকানাধীন দ্য ওয়াশিংটন পোস্ট পত্রিকাটি।
এই সিদ্ধান্তের পক্ষে যুক্তি দিয়ে বেজোস বলেছিলেন, ‘অনেকেই মনে করেন সংবাদমাধ্যমে পক্ষপাতিত্ব রয়েছে এবং ওয়াশিংটন পোস্টসহ অন্যান্য সংবাদপত্রকে তাদের বিশ্বাসযোগ্যতা বাড়ানোর প্রয়োজন রয়েছে।
এদিকে ২০১৭ সালের অভিষেক অনুষ্ঠানের জন্য রেকর্ড পরিমাণ ১০ কোটি ৬৭ লাখ ডলার সংগ্রহ করেছিলেন ট্রাম্প।
তথ্যসূত্র: রয়টার্স
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানের তহবিলে ১০ লাখ ডলার অনুদান দেবে ই-কমার্স জায়ান্ট আমাজন। এই অভিষেক অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে আমাজন প্রাইম ভিডিও। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় কোম্পানিটির এ পরিকল্পনার কথা নিশ্চিত করেন আমাজনের এক মুখপাত্র।
তিনি বলেন, ই-কমার্স জায়ান্টটি নিজেদের প্রাইম ভিডিওতে (আমাজন প্রাইম ভিডিও) ট্রাম্পের অভিষেক অনুষ্ঠান সরাসরি প্রচার করবে। এটাও পৃথক এক ধরনের অনুদান, যার মূল্য ১০ লাখ মার্কিন ডলার। ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানের তহবিলে আমাজনের অনুদান দেওয়ার পরিকল্পনার বিষয়ে প্রথম প্রতিবেদন প্রকাশ করে মার্কিন গণমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।
গতকাল ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানের তহবিলে ১০ লাখ ডলার অনুদান দিয়েছে যুক্তরাষ্ট্রের বহুজাতিক প্রযুক্তি কোম্পানি মেটাও। প্রায় দুই সপ্তাহ আগে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মার-এ-লাগোতে গিয়ে ট্রাম্পের সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করেন মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ।
বৃহস্পতিবার সকালে ট্রাম্প বলেন, আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস আগামী সপ্তাহে তার সঙ্গে দেখা করার পরিকল্পনা করছেন। আর এই কথার পরই আমাজনের এই অনুদানের খবর এল।
গত ৫ নভেম্বর অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ট্রাম্প জয়ী হন। তাঁর কাছে পরাজিত হন বর্তমান ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস। তিনি বর্তমান মার্কিন ভাইস প্রেসিডেন্ট।
২০২০ সালের নির্বাচনে তৎকালীন প্রেসিডেন্ট ট্রাম্প পরাজিত হয়েছিলেন। নির্বাচনে জয়ী হয়েছিলেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জো বাইডেন। কিন্তু ট্রাম্প তাঁর পরাজয় মানতে অস্বীকৃতি জানান। তিনি নির্বাচনে জালিয়াতির ভুয়া অভিযোগ তোলেন।
তবে ট্রাম্প তাঁর প্রথম মেয়াদে আমাজনের সমালোচনা করেছিলেন। অন্যদিকে বেজোসও অতীতে ট্রাম্পের কিছু বক্তব্যের সমালোচনা করেছিলেন। ২০২০ সালের নভেম্বরের নির্বাচনে কোনো প্রার্থীকে সমর্থন না দেওয়ার সিদ্ধান্ত নেয় বেজোসের মালিকানাধীন দ্য ওয়াশিংটন পোস্ট পত্রিকাটি।
এই সিদ্ধান্তের পক্ষে যুক্তি দিয়ে বেজোস বলেছিলেন, ‘অনেকেই মনে করেন সংবাদমাধ্যমে পক্ষপাতিত্ব রয়েছে এবং ওয়াশিংটন পোস্টসহ অন্যান্য সংবাদপত্রকে তাদের বিশ্বাসযোগ্যতা বাড়ানোর প্রয়োজন রয়েছে।
এদিকে ২০১৭ সালের অভিষেক অনুষ্ঠানের জন্য রেকর্ড পরিমাণ ১০ কোটি ৬৭ লাখ ডলার সংগ্রহ করেছিলেন ট্রাম্প।
তথ্যসূত্র: রয়টার্স
নতুন যুগের ইন্টারনেট সেবা নিয়ে হাজির ইলন মাস্কের স্টারলিংক। তাদের সেবার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে নেটওয়ার্ক না থাকার ভোগান্তি দূর হয়েছে। কোম্পানিটির ডাইরেক্ট-টু-সেল (ডি২সি) প্রযুক্তির মাধ্যমে চলন্ত অবস্থায় কিংবা একেবারে দুর্গম এলাকায় মোবাইল ফোনে নেটওয়ার্ক পাওয়া যাবে। এ জন্য কোনো রাউটার বা ওয়াইফাইয়ের
১২ ঘণ্টা আগেচীনে চিপ বিক্রির মোট রাজস্বের ১৫ শতাংশ মার্কিন সরকারকে দিতে সম্মত হয়েছে বিশ্বের শীর্ষ দুই সেমিকন্ডাক্টর নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া ও এএমডি। এই চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠান দুটি চীনা বাজারে চিপ বিক্রির লাইসেন্স পাবে। এক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।
১৬ ঘণ্টা আগেবর্তমান যুগের বেশির ভাগ ইলেকট্রনিক ডিভাইসেই লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহৃত হয়। আইফোনসহ স্মার্টফোন, স্মার্টওয়াচ, ল্যাপটপ—এমনকি বৈদ্যুতিক গাড়িতেও এই ব্যাটারিই ব্যবহার হয়। তবে এই প্রযুক্তি যতটা উন্নত, ততটাই জটিল। সময়ের সঙ্গে সঙ্গে এই ব্যাটারির কর্মক্ষমতা কমে যায়।
১৮ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি এইচ২০ (H20) চিপের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম-সংশ্লিষ্ট একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। রোববার উইচ্যাটে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়, এই চিপগুলোতে ‘ব্যাক ডোর’ থাকার সম্ভাবনা রয়েছে, যা ব্যবহারকারীর অনুমতি ছাড়াই...
১৯ ঘণ্টা আগে