বহুল প্রতীক্ষিত আইফোন ১৫ প্রো গতকাল মঙ্গলবার এক ইভেন্টে উন্মোচন করেছে প্রযুক্তি কোম্পানি অ্যাপল। এর সঙ্গে অ্যাপল ওয়াচ সিরিজ-৯, অ্যাপল ওয়াচ আলট্রা-২-এর বিস্তারিতও প্রকাশ করা হয়েছে। আইফোন ১৫ নিয়ে আগে ফাঁস হওয়া প্রায় সব তথ্যই মিলে গেছে। শুধু দাম নিয়ে বড় চমক দিয়েছে অ্যাপল।
অ্যাপলের আইফোন ১৫ মডেলগুলোতে আছে ইউএসবি সি পোর্ট এবং আধুনিক ভিডিও গেম খেলার সুবিধার জন্য দ্রুতগতির চিপ। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে আইফোন ১৫ সিরিজ প্রি-অর্ডার করা যাবে, আর বাজারে পাওয়া যাবে ২২ সেপ্টেম্বর।
বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে বলেছে, অ্যাপলের এবারের ইভেন্টে সবচেয়ে বড় চমক হলো—নতুন সিরিজের দাম অপরিবর্তিত আছে। বিশ্বজুড়ে স্মার্টফোনের বাজারে মন্দা পরস্থিতি বিবেচনা করে আইফোন ১৫ সিরিজের দাম বাড়ায়নি অ্যাপল।
আইফোন ১৫ সিরিজের দাম
এর আগে আইফোনের তথ্য যারা ফাঁস করেন, তাঁদের অনেকে ধারণা দিয়েছিলেন, এবার আইফোন ১৫ প্রো মডেলের দাম ধরনভেদে ১০০ থেকে ২০০ ডলার বাড়তে পারে। এর সঙ্গে অন্য ফোনগুলোর দামও বাড়তে পারে বলে ধারণা করা হয়েছিল। তবে গতকাল ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত ওন্ডারলাস্ট ইভেন্টে তা বাস্তবে রূপ নেয়নি। আগের দামই বহাল আছে।
এর মধ্যে আইফোন ১৫-এর দাম রাখা হয়েছে ৭৯৯ ডলার, আইফোন ১৫ প্লাসের দাম সর্বনিম্ন ৮৯৯ ডলার, আইফোন ১৫ প্রো মডেল সর্বনিম্ন ৯৯৯ ডলার রাখা হয়েছে। একই স্টোরেজ সুবিধা নিয়ে আইফোন ১৫ প্রো ম্যাক্সের দাম আগের মতো থাকছে ১ হাজার ১৯৯ ডলারই, যা এর চেয়ে কম স্টোরেজের ফোনের দাম ছিল গত বছর।
প্রযুক্তি বিশ্লেষক টেকনোলাইসিস রিসার্চের প্রধান বব ও ডনেল বলেন, দাম না বাড়ানো ছিল বড় চমক। তার মতে, ভোক্তারা বাড়তি খরচের চাপে আছে এটা কোম্পানি বুঝতে পেরেছে। তাছাড়া নাটকীয় কোনো পরিবর্তন নাই বলে নতুন ফোন বিক্রি করাও কঠিন হতো। দাম স্থিতিশীল রাখায় সেই চাপটা থাকছে না।
আইফোন ১৫ সিরিজে যা যা থাকছে
আইফোন ১৫ সিরিজের প্রো মডেলগুলোসহ সবগুলোতেই থাকবে ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা এবং আগের চেয়ে উজ্জ্বল ডিসপ্লে। ব্যাটারিতে ব্যবহার করা হয়েছে ১০০ ভাগ পুনর্ব্যবহারযোগ্য কোবাল্ট।
প্রতিটি মডেল ও এয়ারপড প্রো কেসে থাকবে ইউএসবি সি পোর্ট। এর ফলে আইপ্যাড ও ম্যাকের একই চার্জিং ক্যাবল দিয়ে চার্জ দেওয়া যাবে। আইফোন ১৫ প্রোতে ‘স্প্যাশিয়াল ভিডিও’ তৈরি করা যাবে। স্প্যাশিয়াল ভিডিওতে দুই ডিভাইসের ভিডিও একসঙ্গে যুক্ত করে ত্রিমাত্রিক ভিডিও বানানো যায়। এই ভিডিওগুলো অ্যাপল ভিশন প্রো হেডসেটে ব্যবহার করা যাবে, যা সমানের বছরে বাজারে আসবে।
প্রো মডেলগুলোতে টাইটানিয়াম শেল ব্যবহার করায় ফোনগুলো আগের মডেলের তুলনায় আরও হালকা ও মজবুত হবে।
আইফোন ১৫ সিরিজের রং
আইফোন ১৫ ও আইফোন ১৫ প্লাস মডেলগুলো একই রঙে পাওয়া যাবে । রংগুলো হল—কালো, সবুজ, হলুদ, গোলাপি ও নীল ।
আইফোন ১৫ প্রো ও আইফোন ১৫ প্রো ম্যাক্স ব্লু টাইটেনিয়াম, ন্যাচরাল টাইটেনিয়াম, ব্ল্যাক টাইটেনিয়াম ও হোয়াইট টাইটেনিয়াম রঙে পাওয়া যাবে।
অ্যাপল ওয়াচ সিরিজ-৯
অ্যাপল ওয়াচ আলট্রা ২তে আউটডোর স্পোর্টসের জন্য সাইক্লিং ও ডাইভিং ফিচার নিয়ে আসা হয়েছে। আগের সব মডেলের তুলনায় ঘড়িগুলোর স্ক্রিন আরও উজ্জ্বল করা হয়েছে।
অ্যাপল ওয়াচ সিরিজ-৯-এর দাম শুরু হয়েছে ৩৯৯ ডলার থেকে। অ্যাপল ওয়াচ আলট্রা-২-এর দাম শুরু হবে ৭৯৯ ডলার থেকে। অ্যাপল ওয়াচের নতুন সিরিজ ২২ সেপ্টেম্বর পাওয়া যাবে।
অ্যাপল তাদের ঘড়ির স্ট্র্যাপে লেথার ব্যবহারের পরিবর্তে ‘ফাইনউভেন’ নামের টেক্সটাইল স্ট্র্যাপ ব্যবহার করবে।
অ্যাপলের মেশিন লার্নিং
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের নাম উল্লেখ না করলেও অ্যাপলের বেশ কিছু ফিচারে এই প্রযুক্তির ব্যবহার দেখা যায়।
অ্যাপলের নির্বাহী টিম কুকের মতে, কোম্পানি মেশিন টার্নিং প্রযুক্তি দিয়ে তাদের ফোনের ফ্রেমে একজন ব্যক্তিকে শনাক্ত করতে শেখায়। এর মাধ্যমে যেকোনো ছবিকে সঙ্গে সঙ্গে বা গ্যালারি থেকে প্রোট্রেইটে পরিবর্তন করা যায়।
এদিকে অ্যাপল ওয়াচ সিরিজ-৯-এ ডাবল ট্যাপের অপশন রাখা হয়েছে। ঘড়িটি মেশিন লার্নিং প্রযুক্তি ব্যবহার করে ব্যবহারকারীর রক্তের মধ্যে সূক্ষ্ম পরিবর্তন খেয়াল করে, ফলে ঘড়িকে টাচ না করেই কল ধরা যাবে।
বহুল প্রতীক্ষিত আইফোন ১৫ প্রো গতকাল মঙ্গলবার এক ইভেন্টে উন্মোচন করেছে প্রযুক্তি কোম্পানি অ্যাপল। এর সঙ্গে অ্যাপল ওয়াচ সিরিজ-৯, অ্যাপল ওয়াচ আলট্রা-২-এর বিস্তারিতও প্রকাশ করা হয়েছে। আইফোন ১৫ নিয়ে আগে ফাঁস হওয়া প্রায় সব তথ্যই মিলে গেছে। শুধু দাম নিয়ে বড় চমক দিয়েছে অ্যাপল।
অ্যাপলের আইফোন ১৫ মডেলগুলোতে আছে ইউএসবি সি পোর্ট এবং আধুনিক ভিডিও গেম খেলার সুবিধার জন্য দ্রুতগতির চিপ। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে আইফোন ১৫ সিরিজ প্রি-অর্ডার করা যাবে, আর বাজারে পাওয়া যাবে ২২ সেপ্টেম্বর।
বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে বলেছে, অ্যাপলের এবারের ইভেন্টে সবচেয়ে বড় চমক হলো—নতুন সিরিজের দাম অপরিবর্তিত আছে। বিশ্বজুড়ে স্মার্টফোনের বাজারে মন্দা পরস্থিতি বিবেচনা করে আইফোন ১৫ সিরিজের দাম বাড়ায়নি অ্যাপল।
আইফোন ১৫ সিরিজের দাম
এর আগে আইফোনের তথ্য যারা ফাঁস করেন, তাঁদের অনেকে ধারণা দিয়েছিলেন, এবার আইফোন ১৫ প্রো মডেলের দাম ধরনভেদে ১০০ থেকে ২০০ ডলার বাড়তে পারে। এর সঙ্গে অন্য ফোনগুলোর দামও বাড়তে পারে বলে ধারণা করা হয়েছিল। তবে গতকাল ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত ওন্ডারলাস্ট ইভেন্টে তা বাস্তবে রূপ নেয়নি। আগের দামই বহাল আছে।
এর মধ্যে আইফোন ১৫-এর দাম রাখা হয়েছে ৭৯৯ ডলার, আইফোন ১৫ প্লাসের দাম সর্বনিম্ন ৮৯৯ ডলার, আইফোন ১৫ প্রো মডেল সর্বনিম্ন ৯৯৯ ডলার রাখা হয়েছে। একই স্টোরেজ সুবিধা নিয়ে আইফোন ১৫ প্রো ম্যাক্সের দাম আগের মতো থাকছে ১ হাজার ১৯৯ ডলারই, যা এর চেয়ে কম স্টোরেজের ফোনের দাম ছিল গত বছর।
প্রযুক্তি বিশ্লেষক টেকনোলাইসিস রিসার্চের প্রধান বব ও ডনেল বলেন, দাম না বাড়ানো ছিল বড় চমক। তার মতে, ভোক্তারা বাড়তি খরচের চাপে আছে এটা কোম্পানি বুঝতে পেরেছে। তাছাড়া নাটকীয় কোনো পরিবর্তন নাই বলে নতুন ফোন বিক্রি করাও কঠিন হতো। দাম স্থিতিশীল রাখায় সেই চাপটা থাকছে না।
আইফোন ১৫ সিরিজে যা যা থাকছে
আইফোন ১৫ সিরিজের প্রো মডেলগুলোসহ সবগুলোতেই থাকবে ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা এবং আগের চেয়ে উজ্জ্বল ডিসপ্লে। ব্যাটারিতে ব্যবহার করা হয়েছে ১০০ ভাগ পুনর্ব্যবহারযোগ্য কোবাল্ট।
প্রতিটি মডেল ও এয়ারপড প্রো কেসে থাকবে ইউএসবি সি পোর্ট। এর ফলে আইপ্যাড ও ম্যাকের একই চার্জিং ক্যাবল দিয়ে চার্জ দেওয়া যাবে। আইফোন ১৫ প্রোতে ‘স্প্যাশিয়াল ভিডিও’ তৈরি করা যাবে। স্প্যাশিয়াল ভিডিওতে দুই ডিভাইসের ভিডিও একসঙ্গে যুক্ত করে ত্রিমাত্রিক ভিডিও বানানো যায়। এই ভিডিওগুলো অ্যাপল ভিশন প্রো হেডসেটে ব্যবহার করা যাবে, যা সমানের বছরে বাজারে আসবে।
প্রো মডেলগুলোতে টাইটানিয়াম শেল ব্যবহার করায় ফোনগুলো আগের মডেলের তুলনায় আরও হালকা ও মজবুত হবে।
আইফোন ১৫ সিরিজের রং
আইফোন ১৫ ও আইফোন ১৫ প্লাস মডেলগুলো একই রঙে পাওয়া যাবে । রংগুলো হল—কালো, সবুজ, হলুদ, গোলাপি ও নীল ।
আইফোন ১৫ প্রো ও আইফোন ১৫ প্রো ম্যাক্স ব্লু টাইটেনিয়াম, ন্যাচরাল টাইটেনিয়াম, ব্ল্যাক টাইটেনিয়াম ও হোয়াইট টাইটেনিয়াম রঙে পাওয়া যাবে।
অ্যাপল ওয়াচ সিরিজ-৯
অ্যাপল ওয়াচ আলট্রা ২তে আউটডোর স্পোর্টসের জন্য সাইক্লিং ও ডাইভিং ফিচার নিয়ে আসা হয়েছে। আগের সব মডেলের তুলনায় ঘড়িগুলোর স্ক্রিন আরও উজ্জ্বল করা হয়েছে।
অ্যাপল ওয়াচ সিরিজ-৯-এর দাম শুরু হয়েছে ৩৯৯ ডলার থেকে। অ্যাপল ওয়াচ আলট্রা-২-এর দাম শুরু হবে ৭৯৯ ডলার থেকে। অ্যাপল ওয়াচের নতুন সিরিজ ২২ সেপ্টেম্বর পাওয়া যাবে।
অ্যাপল তাদের ঘড়ির স্ট্র্যাপে লেথার ব্যবহারের পরিবর্তে ‘ফাইনউভেন’ নামের টেক্সটাইল স্ট্র্যাপ ব্যবহার করবে।
অ্যাপলের মেশিন লার্নিং
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের নাম উল্লেখ না করলেও অ্যাপলের বেশ কিছু ফিচারে এই প্রযুক্তির ব্যবহার দেখা যায়।
অ্যাপলের নির্বাহী টিম কুকের মতে, কোম্পানি মেশিন টার্নিং প্রযুক্তি দিয়ে তাদের ফোনের ফ্রেমে একজন ব্যক্তিকে শনাক্ত করতে শেখায়। এর মাধ্যমে যেকোনো ছবিকে সঙ্গে সঙ্গে বা গ্যালারি থেকে প্রোট্রেইটে পরিবর্তন করা যায়।
এদিকে অ্যাপল ওয়াচ সিরিজ-৯-এ ডাবল ট্যাপের অপশন রাখা হয়েছে। ঘড়িটি মেশিন লার্নিং প্রযুক্তি ব্যবহার করে ব্যবহারকারীর রক্তের মধ্যে সূক্ষ্ম পরিবর্তন খেয়াল করে, ফলে ঘড়িকে টাচ না করেই কল ধরা যাবে।
ডিজিটাল যুগে যোগাযোগের অন্যতম সহজ ও দ্রুত মাধ্যম হয়ে উঠেছে মেসেঞ্জারের মতো বিভিন্ন মেসেজিং অ্যাপ্লিকেশন। এই অ্যাপের মাধ্যমে মানুষ খুব সহজেই বার্তা আদান-প্রদান করতে পারেন। অনেক সময় বার্তা পাঠানোর পর বানান ভুল, তথ্যগত ত্রুটি বা ভুল বোঝাবুঝির কারণে পাঠানো বার্তাটি সংশোধনের প্রয়োজন হয়। আগে মেসেঞ্জারে
৪ ঘণ্টা আগেকাজাখস্তানের ২৩ বছর বয়সী তরুণ কেনজেবেক ইসমাইলভ তাঁর মাকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন। পথে একটি গাড়ি কোনো কারণ ছাড়াই থেমে গিয়ে এক লেনের রাস্তায় যানজট সৃষ্টি করে। কিন্তু কেনজেবেকের হাসপাতালে যাওয়ার তাড়া ছিল।
১৭ ঘণ্টা আগেব্যবহারকারীদের কথা মাথায় রেখে নতুন নতুন প্রযুক্তি যুক্ত করছে স্মার্টফোনের ব্র্যান্ডগুলো। টেকসই ও স্থায়িত্বের নিশ্চয়তা দিতে যুক্ত করা হচ্ছে এসব প্রযুক্তি। একই সঙ্গে দেখার সৌন্দর্যের জন্য গুরুত্ব পাচ্ছে ফোনের রং ও অন্যান্য বাহ্যিক ডিজাইনও। সম্প্রতি দেশের বাজারে আসা এমন একটি স্মার্টফোন হলো রিয়েলমি সি৭৫
২০ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্ষমতা নিয়ে বড় পরিকল্পনার কথা জানালেন মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। মেটার প্রথম এআই ডেভেলপার সম্মেলন ‘লামাকন’-এর সমাপনী অধিবেশনে মাইক্রোসফটের সিইও সত্য নাদেলার সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে জাকারবার্গ বলেন, ‘আমাদের ধারণা, আগামী এক বছরের মধ্যেই মেটার অর্ধেক সফটওয়্যার
২০ ঘণ্টা আগে