ফোল্ডেবল স্মার্টফোন ওয়ানপ্লাস ওপেন নিয়ে আসছে ওয়ানপ্লাস। কোম্পানির প্রথম ফ্লোডিং ফোনটি ১৯ অক্টোবর বাজারে ছাড়া হবে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট জিএসএমএরিনার এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।
ওয়ানপ্লাস ওপেনের দাম সম্পর্কে অফিশিয়াল কোনো তথ্য পাওয়া না গেলেও ফোনটির দামে ২০০ ডলার বা ২৩০ ইউরো বা ২৫০ পাউন্ড ছাড় দেওয়ার কথা শোনা যাচ্ছে। এর ফলে বড় ছাড়ে দাম হাতের নাগালে থাকতে পারে।
প্রি–অর্ডারে ফোনটি কেনার বিষয়টি নিয়ে নিশ্চিত না হলেও গ্রাহকেরা ৫০ মার্কিন ডলার বা ৬০ কানাডিয়ান ডলারে ওয়ানপ্লাস ইমেইল ক্যাম্পেইনের সাবস্ক্রিপশন কিনতে পারবেন।
৯৯ ইউরো (৯৯ পাউন্ড) দিয়ে প্রি–অর্ডার করলে স্মার্টফোনটির মূল দাম থেকে ২৫০ ইউরো (২৫০ পাউন্ড) ছাড় পাওয়া যাবে। সেই সঙ্গে ওয়ানপ্লাস বাডস প্রো ২ বিনামূল্যে দেওয়া হবে। অফার সম্পর্কে বিস্তারিত তথ্য ওয়ানপ্লাসের অফিশিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে। তবে ফোনটির মূল্য সম্পর্কে স্পষ্ট তথ্য জানানো হয়নি।
অপ্পো ফিন্ড এন ৩ ফোনটিও ১৯ অক্টোবর উন্মোচন করা হবে।
ওয়ানপ্লাসের মার্কেটিংয়ে ব্যবহৃত ছবি ও গিকবেঞ্চ সার্টিফিকেশন সাইট থেকে ওয়ানপ্লাস ওপেন মডেলের স্পেসিফিকেশন সম্পর্কে ধারণা করা যায়।
ওয়ানপ্লাস ওপেন মডেলের সম্ভাব্য স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: ত্রিপল ক্যামেরা সেটআপ, ওয়াইড অ্যাঙ্গেল লেন্সসহ ৪৮ মেগাপিক্সেল সেন্সর। অথবা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সসহ ৪৮ মেগাপিক্সেল সেন্সর ও ৬৪ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা।
ভেতরের ডিসপ্লে: ১২০ হার্টজ রিফ্রেশ রেটসহ ৭ দশমিক ৮২ ইঞ্চি ওলেড স্ক্রিন ও ২২৬৮ x ২৪৪০ পিক্সেল রেজল্যুশন
বাইরের ডিসপ্লে: ১২০ হার্টজ রিফ্রেশ রেটসহ ৬ দশমিক ৩১ ইঞ্চি ওলেড স্ক্রিন ও ১১১৬ x ২৪৮৪ পিক্সেল
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৩
চিপসেট: স্ন্যাপড্রাগন ৮ জেন ২ এসওসি
মেমোরি: ১২ জিবি র্যাম
ব্যাটারি: ৪,৮০৫ এমএএইচ
চার্জিং: ১০০ ওয়াট ফাস্ট চার্জিং
রঙ: ইমরাল্ড ইকলিপ্স (পান্নার মত গাড় সবুজ) ও ভয়েজ ব্ল্যাক (কালো)
ফোল্ডেবল স্মার্টফোন ওয়ানপ্লাস ওপেন নিয়ে আসছে ওয়ানপ্লাস। কোম্পানির প্রথম ফ্লোডিং ফোনটি ১৯ অক্টোবর বাজারে ছাড়া হবে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট জিএসএমএরিনার এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।
ওয়ানপ্লাস ওপেনের দাম সম্পর্কে অফিশিয়াল কোনো তথ্য পাওয়া না গেলেও ফোনটির দামে ২০০ ডলার বা ২৩০ ইউরো বা ২৫০ পাউন্ড ছাড় দেওয়ার কথা শোনা যাচ্ছে। এর ফলে বড় ছাড়ে দাম হাতের নাগালে থাকতে পারে।
প্রি–অর্ডারে ফোনটি কেনার বিষয়টি নিয়ে নিশ্চিত না হলেও গ্রাহকেরা ৫০ মার্কিন ডলার বা ৬০ কানাডিয়ান ডলারে ওয়ানপ্লাস ইমেইল ক্যাম্পেইনের সাবস্ক্রিপশন কিনতে পারবেন।
৯৯ ইউরো (৯৯ পাউন্ড) দিয়ে প্রি–অর্ডার করলে স্মার্টফোনটির মূল দাম থেকে ২৫০ ইউরো (২৫০ পাউন্ড) ছাড় পাওয়া যাবে। সেই সঙ্গে ওয়ানপ্লাস বাডস প্রো ২ বিনামূল্যে দেওয়া হবে। অফার সম্পর্কে বিস্তারিত তথ্য ওয়ানপ্লাসের অফিশিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে। তবে ফোনটির মূল্য সম্পর্কে স্পষ্ট তথ্য জানানো হয়নি।
অপ্পো ফিন্ড এন ৩ ফোনটিও ১৯ অক্টোবর উন্মোচন করা হবে।
ওয়ানপ্লাসের মার্কেটিংয়ে ব্যবহৃত ছবি ও গিকবেঞ্চ সার্টিফিকেশন সাইট থেকে ওয়ানপ্লাস ওপেন মডেলের স্পেসিফিকেশন সম্পর্কে ধারণা করা যায়।
ওয়ানপ্লাস ওপেন মডেলের সম্ভাব্য স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: ত্রিপল ক্যামেরা সেটআপ, ওয়াইড অ্যাঙ্গেল লেন্সসহ ৪৮ মেগাপিক্সেল সেন্সর। অথবা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সসহ ৪৮ মেগাপিক্সেল সেন্সর ও ৬৪ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা।
ভেতরের ডিসপ্লে: ১২০ হার্টজ রিফ্রেশ রেটসহ ৭ দশমিক ৮২ ইঞ্চি ওলেড স্ক্রিন ও ২২৬৮ x ২৪৪০ পিক্সেল রেজল্যুশন
বাইরের ডিসপ্লে: ১২০ হার্টজ রিফ্রেশ রেটসহ ৬ দশমিক ৩১ ইঞ্চি ওলেড স্ক্রিন ও ১১১৬ x ২৪৮৪ পিক্সেল
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৩
চিপসেট: স্ন্যাপড্রাগন ৮ জেন ২ এসওসি
মেমোরি: ১২ জিবি র্যাম
ব্যাটারি: ৪,৮০৫ এমএএইচ
চার্জিং: ১০০ ওয়াট ফাস্ট চার্জিং
রঙ: ইমরাল্ড ইকলিপ্স (পান্নার মত গাড় সবুজ) ও ভয়েজ ব্ল্যাক (কালো)
ডিজিটাল যুগে যোগাযোগের অন্যতম সহজ ও দ্রুত মাধ্যম হয়ে উঠেছে মেসেঞ্জারের মতো বিভিন্ন মেসেজিং অ্যাপ্লিকেশন। এই অ্যাপের মাধ্যমে মানুষ খুব সহজেই বার্তা আদান-প্রদান করতে পারেন। অনেক সময় বার্তা পাঠানোর পর বানান ভুল, তথ্যগত ত্রুটি বা ভুল বোঝাবুঝির কারণে পাঠানো বার্তাটি সংশোধনের প্রয়োজন হয়। আগে মেসেঞ্জারে
৫ মিনিট আগেকাজাখস্তানের ২৩ বছর বয়সী তরুণ কেনজেবেক ইসমাইলভ তাঁর মাকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন। পথে একটি গাড়ি কোনো কারণ ছাড়াই থেমে গিয়ে এক লেনের রাস্তায় যানজট সৃষ্টি করে। কিন্তু কেনজেবেকের হাসপাতালে যাওয়ার তাড়া ছিল।
১৩ ঘণ্টা আগেব্যবহারকারীদের কথা মাথায় রেখে নতুন নতুন প্রযুক্তি যুক্ত করছে স্মার্টফোনের ব্র্যান্ডগুলো। টেকসই ও স্থায়িত্বের নিশ্চয়তা দিতে যুক্ত করা হচ্ছে এসব প্রযুক্তি। একই সঙ্গে দেখার সৌন্দর্যের জন্য গুরুত্ব পাচ্ছে ফোনের রং ও অন্যান্য বাহ্যিক ডিজাইনও। সম্প্রতি দেশের বাজারে আসা এমন একটি স্মার্টফোন হলো রিয়েলমি সি৭৫
১৬ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্ষমতা নিয়ে বড় পরিকল্পনার কথা জানালেন মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। মেটার প্রথম এআই ডেভেলপার সম্মেলন ‘লামাকন’-এর সমাপনী অধিবেশনে মাইক্রোসফটের সিইও সত্য নাদেলার সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে জাকারবার্গ বলেন, ‘আমাদের ধারণা, আগামী এক বছরের মধ্যেই মেটার অর্ধেক সফটওয়্যার
১৬ ঘণ্টা আগে