গুগলের নতুন স্মার্টফোন পিক্সেল ১০-এ নতুন ক্যামেরা যুক্ত হতে পারে। বিভিন্ন প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ও সূত্র থেকে এ তথ্য জানা যায়।
পিক্সেল ১০-এর সম্ভাব্য রেন্ডার প্রকাশ করেছেন জনপ্রিয় লিকার (গোপন তথ্য ফাঁসকারী) ‘অনলিকস’। ছবিতে দেখা যায়, পিক্সেল ১০ ফোনটি দেখতে পিক্সেল ৯-এর মতোই হবে। তবে ফোনটির পেছনের ক্যামেরা বারের ওপর একটি বড় গ্লাস প্যানেল যুক্ত করা হয়েছে, যা তৃতীয় ক্যামেরার ইঙ্গিত দেয়।
উল্লেখ্য, রেন্ডার হলো একটি ডিজিটাল ছবি বা ভিজ্যুয়াল কনসেপ্ট, যা সাধারণত ৩ডি মডেল বা ২ডি ডিজাইন থেকে তৈরি করা হয়।
এ বিষয়ে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড হেডলাইনস বলে, পিক্সেল ১০-এর পেছনে ট্রিপল রিয়ার ক্যামেরা থাকবে, যা অনলিকসের কাজ করা সিএডি ডেটার ভিত্তিতে নিশ্চিত হওয়া গেছে। এতে একটি ছোট পেরিস্কোপ টেলিফটো লেন্স থাকতে পারে, যা পিক্সেল ৯-এ নেই। পিক্সেল ৯-এর পেছনে প্রধান ও আল্ট্রাওয়াইড ক্যামেরা থাকলেও কোনো টেলিফটো ক্যামেরা ছিল না। তবে পিক্সেল ৯ প্রো ও পিক্সেল ৯ প্রো এক্সএলে তিনটি ক্যামেরা রয়েছে।
পিক্সেল ১০-এর ডিজাইন সম্পর্কে আরেকটি তথ্য হলো—এটি দেখতে পিক্সেল ৯-এর মতোই হবে। তবে এর চেয়ে দশমিক ১ মিলিমিটার মোটা হবে। পিক্সেল ৯-এর মতোই এতে ৬ দশমিক ৩ ইঞ্চি ডিসপ্লে ও ম্যাট ফিনিশ সাইড থাকবে।
পিক্সেল ১০ প্রো এবং প্রো এক্সএল মডেলেও কোনো বড় পরিবর্তন আসবে না। তবে আরেকটি সূত্র থেকে জানা গেছে, এগুলোও আগের মডেল থেকে কিছুটা মোটা হতে পারে।
অ্যান্ড্রয়েড হেডলাইনস জানাচ্ছে, পিক্সেল ১০ প্রো মডেলগুলোতে নতুন গুগলের ‘টেনসর জি৫’ চিপ ব্যবহার করা হবে। এই চিপ টিএসএমসি কোম্পানি উৎপাদন করবে। নতুন এই চিপ আগের তুলনায় আরও শক্তিশালী হবে এবং ফোনগুলো চালানোর সময় আগের মডেলগুলো চেয়ে কম গরম হবে।
এটি গুগল পিক্সেল ১০কে ক্যামেরা অ্যারেঞ্জমেন্টের দিক থেকে স্যামসাং গ্যালাক্সি এস২৫-এর সমকক্ষ করে তুলবে। এদিকে সস্তা ফোনগুলোতে (যেমন: নাথিং ফোন ৩এ প্রো) টেলিফটো ক্যামেরা ব্যবহারের প্রবণতা বাড়ছে। তাই কিছুটা চাপ অনুভব করছে গুগল।
এদিকে, পিক্সেল ১০ প্রো এক্সএল মডেলে বড় আকারের ফ্রেম এবং তিনটি ক্যামেরার পাশাপাশি ছোট সংস্করণের মতো একই ধরনের বাটন ও পোর্ট দেখা গেছে। পিক্সেল ৬ প্রো থেকে শুরু করে সমস্ত প্রো ও প্রো এক্সএল মডেলে তিনটি ক্যামেরা রয়েছে, তাই এটি নতুন কিছু নয়।
তবে, এসব তথ্য এখনো গুজবের পর্যায়েই রয়েছে। অ্যান্ড্রয়েড হেডলাইনস এবং অনলিকসের পূর্ববর্তী রেন্ডারগুলোতে স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ৭-এর ছবি দেখা যায়। এসব ছবিতে ফোনটির ডিজাইন গ্যালাক্সি জেড ফ্লিপ ৬-এর মতো ছিল। তবে পরবর্তী সময়ে সেগুলোর ডিজাইনে বড় পরিবর্তন দেখা যায়।
এখন পর্যন্ত অ্যান্ড্রয়েড হেডলাইনস ও অনলিকস (যেমন: নাথিং ফোন ৩এ প্রো) যথেষ্ট নির্ভরযোগ্য গুজব এবং টিপস শেয়ার করে থাকে। তাই পিক্সেল ১০ মডেলগুলোর ক্ষেত্রে এ ধরনের রেন্ডারের মতো ডিজাইন থাকতেও পারে।
পিক্সেল ১০-এর তৃতীয় ক্যামেরা যুক্ত হওয়ার মাধ্যমে এটি সহজেই সেরা অ্যান্ড্রয়েড ফোনগুলোর তালিকায় স্থান পেতে পারে এবং পিক্সেল ১০ প্রো এক্সএলও সেরা গুগল পিক্সেল ফোনগুলোর তালিকায় জায়গা করতে পারে।
আরও খবর পড়ুন:
গুগলের নতুন স্মার্টফোন পিক্সেল ১০-এ নতুন ক্যামেরা যুক্ত হতে পারে। বিভিন্ন প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ও সূত্র থেকে এ তথ্য জানা যায়।
পিক্সেল ১০-এর সম্ভাব্য রেন্ডার প্রকাশ করেছেন জনপ্রিয় লিকার (গোপন তথ্য ফাঁসকারী) ‘অনলিকস’। ছবিতে দেখা যায়, পিক্সেল ১০ ফোনটি দেখতে পিক্সেল ৯-এর মতোই হবে। তবে ফোনটির পেছনের ক্যামেরা বারের ওপর একটি বড় গ্লাস প্যানেল যুক্ত করা হয়েছে, যা তৃতীয় ক্যামেরার ইঙ্গিত দেয়।
উল্লেখ্য, রেন্ডার হলো একটি ডিজিটাল ছবি বা ভিজ্যুয়াল কনসেপ্ট, যা সাধারণত ৩ডি মডেল বা ২ডি ডিজাইন থেকে তৈরি করা হয়।
এ বিষয়ে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড হেডলাইনস বলে, পিক্সেল ১০-এর পেছনে ট্রিপল রিয়ার ক্যামেরা থাকবে, যা অনলিকসের কাজ করা সিএডি ডেটার ভিত্তিতে নিশ্চিত হওয়া গেছে। এতে একটি ছোট পেরিস্কোপ টেলিফটো লেন্স থাকতে পারে, যা পিক্সেল ৯-এ নেই। পিক্সেল ৯-এর পেছনে প্রধান ও আল্ট্রাওয়াইড ক্যামেরা থাকলেও কোনো টেলিফটো ক্যামেরা ছিল না। তবে পিক্সেল ৯ প্রো ও পিক্সেল ৯ প্রো এক্সএলে তিনটি ক্যামেরা রয়েছে।
পিক্সেল ১০-এর ডিজাইন সম্পর্কে আরেকটি তথ্য হলো—এটি দেখতে পিক্সেল ৯-এর মতোই হবে। তবে এর চেয়ে দশমিক ১ মিলিমিটার মোটা হবে। পিক্সেল ৯-এর মতোই এতে ৬ দশমিক ৩ ইঞ্চি ডিসপ্লে ও ম্যাট ফিনিশ সাইড থাকবে।
পিক্সেল ১০ প্রো এবং প্রো এক্সএল মডেলেও কোনো বড় পরিবর্তন আসবে না। তবে আরেকটি সূত্র থেকে জানা গেছে, এগুলোও আগের মডেল থেকে কিছুটা মোটা হতে পারে।
অ্যান্ড্রয়েড হেডলাইনস জানাচ্ছে, পিক্সেল ১০ প্রো মডেলগুলোতে নতুন গুগলের ‘টেনসর জি৫’ চিপ ব্যবহার করা হবে। এই চিপ টিএসএমসি কোম্পানি উৎপাদন করবে। নতুন এই চিপ আগের তুলনায় আরও শক্তিশালী হবে এবং ফোনগুলো চালানোর সময় আগের মডেলগুলো চেয়ে কম গরম হবে।
এটি গুগল পিক্সেল ১০কে ক্যামেরা অ্যারেঞ্জমেন্টের দিক থেকে স্যামসাং গ্যালাক্সি এস২৫-এর সমকক্ষ করে তুলবে। এদিকে সস্তা ফোনগুলোতে (যেমন: নাথিং ফোন ৩এ প্রো) টেলিফটো ক্যামেরা ব্যবহারের প্রবণতা বাড়ছে। তাই কিছুটা চাপ অনুভব করছে গুগল।
এদিকে, পিক্সেল ১০ প্রো এক্সএল মডেলে বড় আকারের ফ্রেম এবং তিনটি ক্যামেরার পাশাপাশি ছোট সংস্করণের মতো একই ধরনের বাটন ও পোর্ট দেখা গেছে। পিক্সেল ৬ প্রো থেকে শুরু করে সমস্ত প্রো ও প্রো এক্সএল মডেলে তিনটি ক্যামেরা রয়েছে, তাই এটি নতুন কিছু নয়।
তবে, এসব তথ্য এখনো গুজবের পর্যায়েই রয়েছে। অ্যান্ড্রয়েড হেডলাইনস এবং অনলিকসের পূর্ববর্তী রেন্ডারগুলোতে স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ৭-এর ছবি দেখা যায়। এসব ছবিতে ফোনটির ডিজাইন গ্যালাক্সি জেড ফ্লিপ ৬-এর মতো ছিল। তবে পরবর্তী সময়ে সেগুলোর ডিজাইনে বড় পরিবর্তন দেখা যায়।
এখন পর্যন্ত অ্যান্ড্রয়েড হেডলাইনস ও অনলিকস (যেমন: নাথিং ফোন ৩এ প্রো) যথেষ্ট নির্ভরযোগ্য গুজব এবং টিপস শেয়ার করে থাকে। তাই পিক্সেল ১০ মডেলগুলোর ক্ষেত্রে এ ধরনের রেন্ডারের মতো ডিজাইন থাকতেও পারে।
পিক্সেল ১০-এর তৃতীয় ক্যামেরা যুক্ত হওয়ার মাধ্যমে এটি সহজেই সেরা অ্যান্ড্রয়েড ফোনগুলোর তালিকায় স্থান পেতে পারে এবং পিক্সেল ১০ প্রো এক্সএলও সেরা গুগল পিক্সেল ফোনগুলোর তালিকায় জায়গা করতে পারে।
আরও খবর পড়ুন:
তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কিছু গোপন নথি ডার্ক ওয়েবে বিক্রি হতে পারে। এই সন্দেহজনক ঘটনা তদন্ত করার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। পররাষ্ট্রমন্ত্রী লিন ছিয়া-লুং একটি তদন্ত টিম গঠন করার নির্দেশ দিয়েছেন। যাতে এই তথ্য ফাঁসের উৎস, চ্যানেল এবং পরিধি স্পষ্ট করা যায়।
১৩ ঘণ্টা আগেএকটি অ্যাকাউন্ট বন্ধ হলে আরেকটি খুলছেন হানিন আল-বাতাশ। গত ছয় মাসে তিনি ৮০টিরও বেশি ব্লুস্কাই অ্যাকাউন্ট খুলেছেন বলে জানিয়েছেন। ইসরায়েলের অবরোধে দুর্ভিক্ষের মুখোমুখি গাজাবাসীরা এখন দুধ ও ময়দার মতো নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতে হিমশিম খাচ্ছেন। জীবন রক্ষার জন্য বিশ্বজুড়ে মানুষের কাছে সহায়তা চেয়ে ব্লুস্কাই
১৩ ঘণ্টা আগেনীতিবিরোধী কনটেন্ট শনাক্তে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারে উল্লেখযোগ্য অগ্রগতি হলেও এখনো মানুষের দক্ষতা সবচেয়ে নির্ভরযোগ্য বলে প্রমাণিত হয়েছে। বিশেষ করে জটিল বা প্রসঙ্গভিত্তিক কনটেন্ট বিশ্লেষণে মানব কনটেন্ট মডারেটররা এআইয়ের চেয়ে স্পষ্টভাবে এগিয়ে। তবে এই নির্ভুল যাচাইয়ের পেছনে রয়েছে একটি বড়...
১৭ ঘণ্টা আগেদাবা খেলায় ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট গ্রোককে পরাজিত করল স্যাম অল্টম্যানের ওপেনএআই। দাবা খেলায় কোন এআই সেরা তা নির্ধারণ করতে এই প্রতিযোগিতা আয়োজন করা হয়।
১৮ ঘণ্টা আগে