আগামী ৪ মার্চ নতুন পণ্য উন্মোচনের ঘোষণা দিয়েছে লন্ডন ভিত্তিক স্মার্টফোন প্রস্তুতকারক কোম্পানি নাথিং। সেই ইভেন্টে ‘নাথিং ফোন ৩ এ’ এবং ‘ফোন ৩এ প্রো’ উন্মোচন করা হতে পারে বলে গুঞ্জন রয়েছে। আনুষ্ঠানিকভাবে ফোন দুটি সম্পর্কে কোনো তথ্য না দিলেও কোম্পানিটির সম্ভাব্য মডেলের ছবি অনলাইনে ফাঁস হয়ে গেছে। এই ছবি থেকে ধারণা করা হচ্ছে যে, নাথিং ফোন ৩এ সিরিজে ক্যামেরা আকর্ষণীয় হতে পারে।
এই ছবিতে থেকে নাথিং ফোন ৩এ ক্যামেরার লে–আউট সম্পর্কে ধারণা পাওয়া যায়। ছবিটি একটি গুরুত্বপূর্ণ ক্যামেরা আপগ্রেডের ইঙ্গিত দেয়।
এক্স প্ল্যাটফর্মে নাথিং ফোন ৩ এ–এর সম্ভাব্য ছবি পোস্ট করেন প্রযুক্তি বিষয়ক তথ্য ফাঁসকারী সানজু চৌধুরী। ছবিতে দেখা যায় একটি কালোর রঙে কেস রয়েছে ফোনটিতে। এই ফোনের পেছনে তিনটি ক্যামেরা ইউনিট রয়েছে, যেখানে নাথিং ফোন ২এ মডেলটিতে ২ ক্যামেরা রয়েছে। ফোনটির ক্যামেরা ইউনিটের ওপরের দিকে রয়েছে এলইডি টর্চ। আর গ্লিফ ডিজাইনটি সুরক্ষিত কেসের নিচে রয়েছে।
উল্লেখ্য, গ্লিফ ডিজাইন হল নাথিং ফোনগুলোর একটি অনন্য ডিজাইন উপাদান। যেখানে ফোনের পেছনের অংশে আলো দিয়ে তৈরি এক ধরনের আলাদা লাইট প্যাটার্ন থাকে। এই লাইটগুলো ফোনের বিভিন্ন ফাংশন যেমন: নোটিফিকেশন, ব্যাটারি লেভেল বা কল ধরার সময় আলোকিত হয়।
এর আগে ফোনটি সম্পর্কে আরও কিছু তথ্য ফাঁস হয়েছিল। নাথিং ফোন ৩ এ–তে ৬ দশমিক ৮ ইঞ্চি ফুল এইচডি + অ্যামলেড ডিসপ্লে থাকতে পারে। এই ডিসপ্লে রিফ্রেশ রেট হবে ১২০ হার্টজ। এতে স্ন্যাপড্রাগন ৭ এস জেন ৩ চিপসেটে ব্যবহার করা হতে পারে।
আর অপারেটিং সিস্টেম হিসেবে থাকতে পারে অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক নাথিং ওএস ৩ দশমিক ১। ফোনটির ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেল প্রধান সেন্সর, ৫০ মেগাপিক্সেল টেলিফটো সেন্সর (২x অপটিক্যাল জুম সহ) এবং ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড-অ্যাঙ্গেল সেন্সর থাকতে পারে। সেলফি ক্যামেরায় ৩২ মেগাপিক্সেল সেন্সর থাকতে পারে।
নাথিং ফোন ৩ এ–তে ৫ হাজার এমএএইচ এর ব্যাটারি থাকতে পারে। ফোনটিতে ৪৫ ওয়াট চার্জিং সমর্থন থাকবে।
ফোন ৩এ সম্ভবত ৮ জিবি/ ১২৮ জিবি এবং ১২ জিবি/ ২৫৬ জিবি সংস্করণে আসবে, যেখানে প্রো মডেলটি শুধুমাত্র ১২ জিবি/ ২৫৬ জিবি সংস্করণে পাওয়া যাবে। স্ট্যান্ডার্ড ডিভাইসটি কালো বা সাদা রঙে পাওয়া যাবে, আর প্রো ফোনটি কালো বা ধূসর রঙে আসবে বলে ধারণা করা হচ্ছে।
তথ্যসূত্র: ৩৬০ গ্যাজেটস
আগামী ৪ মার্চ নতুন পণ্য উন্মোচনের ঘোষণা দিয়েছে লন্ডন ভিত্তিক স্মার্টফোন প্রস্তুতকারক কোম্পানি নাথিং। সেই ইভেন্টে ‘নাথিং ফোন ৩ এ’ এবং ‘ফোন ৩এ প্রো’ উন্মোচন করা হতে পারে বলে গুঞ্জন রয়েছে। আনুষ্ঠানিকভাবে ফোন দুটি সম্পর্কে কোনো তথ্য না দিলেও কোম্পানিটির সম্ভাব্য মডেলের ছবি অনলাইনে ফাঁস হয়ে গেছে। এই ছবি থেকে ধারণা করা হচ্ছে যে, নাথিং ফোন ৩এ সিরিজে ক্যামেরা আকর্ষণীয় হতে পারে।
এই ছবিতে থেকে নাথিং ফোন ৩এ ক্যামেরার লে–আউট সম্পর্কে ধারণা পাওয়া যায়। ছবিটি একটি গুরুত্বপূর্ণ ক্যামেরা আপগ্রেডের ইঙ্গিত দেয়।
এক্স প্ল্যাটফর্মে নাথিং ফোন ৩ এ–এর সম্ভাব্য ছবি পোস্ট করেন প্রযুক্তি বিষয়ক তথ্য ফাঁসকারী সানজু চৌধুরী। ছবিতে দেখা যায় একটি কালোর রঙে কেস রয়েছে ফোনটিতে। এই ফোনের পেছনে তিনটি ক্যামেরা ইউনিট রয়েছে, যেখানে নাথিং ফোন ২এ মডেলটিতে ২ ক্যামেরা রয়েছে। ফোনটির ক্যামেরা ইউনিটের ওপরের দিকে রয়েছে এলইডি টর্চ। আর গ্লিফ ডিজাইনটি সুরক্ষিত কেসের নিচে রয়েছে।
উল্লেখ্য, গ্লিফ ডিজাইন হল নাথিং ফোনগুলোর একটি অনন্য ডিজাইন উপাদান। যেখানে ফোনের পেছনের অংশে আলো দিয়ে তৈরি এক ধরনের আলাদা লাইট প্যাটার্ন থাকে। এই লাইটগুলো ফোনের বিভিন্ন ফাংশন যেমন: নোটিফিকেশন, ব্যাটারি লেভেল বা কল ধরার সময় আলোকিত হয়।
এর আগে ফোনটি সম্পর্কে আরও কিছু তথ্য ফাঁস হয়েছিল। নাথিং ফোন ৩ এ–তে ৬ দশমিক ৮ ইঞ্চি ফুল এইচডি + অ্যামলেড ডিসপ্লে থাকতে পারে। এই ডিসপ্লে রিফ্রেশ রেট হবে ১২০ হার্টজ। এতে স্ন্যাপড্রাগন ৭ এস জেন ৩ চিপসেটে ব্যবহার করা হতে পারে।
আর অপারেটিং সিস্টেম হিসেবে থাকতে পারে অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক নাথিং ওএস ৩ দশমিক ১। ফোনটির ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেল প্রধান সেন্সর, ৫০ মেগাপিক্সেল টেলিফটো সেন্সর (২x অপটিক্যাল জুম সহ) এবং ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড-অ্যাঙ্গেল সেন্সর থাকতে পারে। সেলফি ক্যামেরায় ৩২ মেগাপিক্সেল সেন্সর থাকতে পারে।
নাথিং ফোন ৩ এ–তে ৫ হাজার এমএএইচ এর ব্যাটারি থাকতে পারে। ফোনটিতে ৪৫ ওয়াট চার্জিং সমর্থন থাকবে।
ফোন ৩এ সম্ভবত ৮ জিবি/ ১২৮ জিবি এবং ১২ জিবি/ ২৫৬ জিবি সংস্করণে আসবে, যেখানে প্রো মডেলটি শুধুমাত্র ১২ জিবি/ ২৫৬ জিবি সংস্করণে পাওয়া যাবে। স্ট্যান্ডার্ড ডিভাইসটি কালো বা সাদা রঙে পাওয়া যাবে, আর প্রো ফোনটি কালো বা ধূসর রঙে আসবে বলে ধারণা করা হচ্ছে।
তথ্যসূত্র: ৩৬০ গ্যাজেটস
বাংলাদেশে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে পেপ্যাল, ওয়াইজ ও স্ট্রাইপের মতো পেমেন্ট সেবাগুলো চালুর দাবি জানিয়েছেন ফ্রিল্যান্সার ও আইটি পেশাজীবীরা। তাঁরা বলছেন, দেশের তরুণ উদ্যোক্তা ও ফ্রিল্যান্সাররা আন্তর্জাতিক ক্লায়েন্টের সঙ্গে কাজ করতে গিয়ে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ের অভাবে বড় ধরনের সীমাবদ্ধতায় পড়ছেন।
২ ঘণ্টা আগেনতুন মডুলার ফোন নিয়ে আসছে নাথিংয়ের সাব-ব্র্যান্ড সিএমএফ। তাদের দ্বিতীয় মডুলার ফোন সিএমএফ ফোন ২ প্রো ঘোষণা করা হয়েছে। আগের মতোই স্ক্রু দিয়ে লাগানো যায় এমন একাধিক অ্যাকসেসরিজ যুক্ত করা যাবে ফোনটিতে। ডিভাইসটি ৩ বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং ৬ বছরের নিরাপত্তা আপডেট পাবে।
২ ঘণ্টা আগেনতুন চিপসেট ‘স্ন্যাপড্রাগন ৮ এলিট ২’ নিয়ে কাজ করছে চিপ নির্মাতা কোম্পানি কোয়ালকম। এই চিপ পরবর্তী প্রজন্মের একটি শক্তিশালী প্রসেসর, যা নতুন আইফোন ১৭-এর পারফরম্যান্সকেও ছাপিয়ে যেতে পারে বলে গুঞ্জন উঠেছে।
৫ ঘণ্টা আগেব্রডব্যান্ড ইন্টারনেট কনস্টেলেশন প্রকল্প ‘প্রজেক্ট কুইপার’-এর প্রথম ২৭টি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে ই–কমার্স জায়ান্ট আমাজন। এর মাধ্যমে ইলন মাস্কের স্পেসএক্সের স্টারলিংককে চ্যালেঞ্জ জানাল কোম্পানিটি। গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে স্যাটেলাইটগুলো উৎক্ষেপণ করা হয়।
৬ ঘণ্টা আগে