অনলাইন ডেস্ক
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সার্ভার তৈরির জন্য মানবাকৃতির রোবট ব্যবহার করার পরিকল্পনা করছে তাইওয়ানের ইলেকট্রনিকস পণ্য নির্মাতা ফক্সকন ও যুক্তরাষ্ট্রের চিপ নির্মাতা এনভিডিয়া। যুক্তরাষ্ট্রের হিউস্টনে অবস্থিত ফক্সকন কারখানায় রোবটগুলো ব্যবহার করা হতে পারে। দুটি সূত্রের বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
এই রোবট ব্যবহারের পরিকল্পনা চূড়ান্ত হবে আগামী কয়েক মাসের মধ্যেই। এই পরিকল্পনা বাস্তবায়ন হলে উৎপাদনব্যবস্থায় আমূল পরিবর্তন আনবে এই মানবাকৃতির রোবটগুলো।
এনভিডিয়ার সঙ্গে যৌথভাবে মানবাকৃতির রোবট তৈরি করছে ফক্সকন। তবে হিউস্টোনের কারখানায় কোন ধরনের মানবাকৃতির রোবট ব্যবহার করা হবে, তা এখনো স্পষ্ট নয়। সেই সঙ্গে প্রাথমিকভাবে কতটি রোবট ব্যবহার করা হবে, তাও জানা যায়নি।
সূত্র বলছে, আগামী বছরের প্রথম ত্রৈমাসিকে ফক্সকনের নতুন কারখানায় জিবি ৩০০ এআই সার্ভার তৈরি শুরু হবে। সে সময়ের মধ্যে দুই কোম্পানি রোবটগুলো কারখানার ব্যবহারের জন্য উপযোগী করে তুলতে চায়।
কারখানায় রোবটগুলোর মূল কাজ কী হবে তা এখনো স্পষ্ট নয়। তবে গত মে মাসের ফক্সকনের একটি প্রেজেন্টেশন থেকে জানা যায়, রোবটগুলোকে পণ্য ওঠানো ও জায়গামতো রাখার জন্য প্রশিক্ষণ দিচ্ছে কোম্পানিটি। সেই সঙ্গে পণ্য সংযোজন ও কেব্ল সংযোগের জন্যও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
সূত্র জানিয়েছে, হিউস্টনের কারখানাটি নতুন এবং এতে পর্যাপ্ত স্থান থাকায় হিউম্যানয়েড রোবট মোতায়েনের জন্য এটি উপযুক্ত বলে মনে করছে ফক্সকন।
তবে বিষয়টি নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি ফক্সকন ও এনভিডিয়া।
ফক্সকনের সহায়ক প্রতিষ্ঠান ফক্সকন ইন্ডাস্ট্রিয়াল ইন্টারনেটের রোবটিকস ইউনিটের জেনারেল ম্যানেজার লিও গুও জানিয়েছেন, নভেম্বরে ফক্সকনের বার্ষিক প্রযুক্তি প্রদর্শনীতে দুটি হিউম্যানয়েড রোবট উপস্থাপন করা হবে। এর মধ্যে একটি হবে পায়ে হাঁটার, অন্যটি চাকার ওপর চলা স্বয়ংক্রিয় মোবাইল রোবট।
চাকার ভিত্তিতে নির্মিত রোবটের খরচ পায়ে হাঁটা রোবটের তুলনায় অনেক কম পড়বে বলেও উল্লেখ করেন তিনি।
এআই সার্ভার তৈরিতে রোবট ব্যবহারের মাধ্যমে এনভিডিয়া রোবটিকস খাতে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করতে চায়। এনভিডিয়া ইতিমধ্যে হিউম্যানয়েড রোবট নির্মাতাদের জন্য সফটওয়্যার ও হার্ডওয়্যার প্ল্যাটফর্ম সরবরাহ করে আসছে।
চলতি বছরের মার্চে এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং ভবিষ্যদ্বাণী করেন, আগামী পাঁচ বছরের মধ্যেই শিল্প কারখানায় হিউম্যানয়েড রোবটের ব্যাপক ব্যবহার শুরু হবে।
এর আগে জার্মানির মার্সিডিজ বেঞ্জ ও বিএমডব্লিউ উৎপাদন লাইনে রোবট পরীক্ষা করেছে। টেসলা নিজস্ব হিউম্যানয়েড রোবট নির্মাণ করছে। চীনও এই প্রযুক্তিকে গুরুত্ব দিয়ে এগিয়ে নিচ্ছে।
তথ্যসূত্র: রয়টার্স
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সার্ভার তৈরির জন্য মানবাকৃতির রোবট ব্যবহার করার পরিকল্পনা করছে তাইওয়ানের ইলেকট্রনিকস পণ্য নির্মাতা ফক্সকন ও যুক্তরাষ্ট্রের চিপ নির্মাতা এনভিডিয়া। যুক্তরাষ্ট্রের হিউস্টনে অবস্থিত ফক্সকন কারখানায় রোবটগুলো ব্যবহার করা হতে পারে। দুটি সূত্রের বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
এই রোবট ব্যবহারের পরিকল্পনা চূড়ান্ত হবে আগামী কয়েক মাসের মধ্যেই। এই পরিকল্পনা বাস্তবায়ন হলে উৎপাদনব্যবস্থায় আমূল পরিবর্তন আনবে এই মানবাকৃতির রোবটগুলো।
এনভিডিয়ার সঙ্গে যৌথভাবে মানবাকৃতির রোবট তৈরি করছে ফক্সকন। তবে হিউস্টোনের কারখানায় কোন ধরনের মানবাকৃতির রোবট ব্যবহার করা হবে, তা এখনো স্পষ্ট নয়। সেই সঙ্গে প্রাথমিকভাবে কতটি রোবট ব্যবহার করা হবে, তাও জানা যায়নি।
সূত্র বলছে, আগামী বছরের প্রথম ত্রৈমাসিকে ফক্সকনের নতুন কারখানায় জিবি ৩০০ এআই সার্ভার তৈরি শুরু হবে। সে সময়ের মধ্যে দুই কোম্পানি রোবটগুলো কারখানার ব্যবহারের জন্য উপযোগী করে তুলতে চায়।
কারখানায় রোবটগুলোর মূল কাজ কী হবে তা এখনো স্পষ্ট নয়। তবে গত মে মাসের ফক্সকনের একটি প্রেজেন্টেশন থেকে জানা যায়, রোবটগুলোকে পণ্য ওঠানো ও জায়গামতো রাখার জন্য প্রশিক্ষণ দিচ্ছে কোম্পানিটি। সেই সঙ্গে পণ্য সংযোজন ও কেব্ল সংযোগের জন্যও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
সূত্র জানিয়েছে, হিউস্টনের কারখানাটি নতুন এবং এতে পর্যাপ্ত স্থান থাকায় হিউম্যানয়েড রোবট মোতায়েনের জন্য এটি উপযুক্ত বলে মনে করছে ফক্সকন।
তবে বিষয়টি নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি ফক্সকন ও এনভিডিয়া।
ফক্সকনের সহায়ক প্রতিষ্ঠান ফক্সকন ইন্ডাস্ট্রিয়াল ইন্টারনেটের রোবটিকস ইউনিটের জেনারেল ম্যানেজার লিও গুও জানিয়েছেন, নভেম্বরে ফক্সকনের বার্ষিক প্রযুক্তি প্রদর্শনীতে দুটি হিউম্যানয়েড রোবট উপস্থাপন করা হবে। এর মধ্যে একটি হবে পায়ে হাঁটার, অন্যটি চাকার ওপর চলা স্বয়ংক্রিয় মোবাইল রোবট।
চাকার ভিত্তিতে নির্মিত রোবটের খরচ পায়ে হাঁটা রোবটের তুলনায় অনেক কম পড়বে বলেও উল্লেখ করেন তিনি।
এআই সার্ভার তৈরিতে রোবট ব্যবহারের মাধ্যমে এনভিডিয়া রোবটিকস খাতে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করতে চায়। এনভিডিয়া ইতিমধ্যে হিউম্যানয়েড রোবট নির্মাতাদের জন্য সফটওয়্যার ও হার্ডওয়্যার প্ল্যাটফর্ম সরবরাহ করে আসছে।
চলতি বছরের মার্চে এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং ভবিষ্যদ্বাণী করেন, আগামী পাঁচ বছরের মধ্যেই শিল্প কারখানায় হিউম্যানয়েড রোবটের ব্যাপক ব্যবহার শুরু হবে।
এর আগে জার্মানির মার্সিডিজ বেঞ্জ ও বিএমডব্লিউ উৎপাদন লাইনে রোবট পরীক্ষা করেছে। টেসলা নিজস্ব হিউম্যানয়েড রোবট নির্মাণ করছে। চীনও এই প্রযুক্তিকে গুরুত্ব দিয়ে এগিয়ে নিচ্ছে।
তথ্যসূত্র: রয়টার্স
ওপেনএআই মাইক্রোসফটকে গিলে খাবে—মাইক্রোসফটের প্রধান সত্য নাদেলাকে এভাবেই সতর্ক করেছেন টেক জায়ান্ট ইলন মাস্ক। মাইক্রোসফটের সব প্ল্যাটফর্মে ওপেনএআইয়ের কৃত্রিম বুদ্ধিমত্তা ‘জিপিটি-৫’ বিনা মূল্যে ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা—এমন ঘোষণার পরই এল ইলন মাস্কের এই সতর্কবার্তা। নিজ মালিকানাধীন সামাজিক মাধ্য
১২ ঘণ্টা আগেমাইক্রোসফটের ওয়েবসাইটে জানানো হয়েছে, ওপেনএআই-এর ‘এ পর্যন্ত সেরা এআই মডেল’ জিপিটি-৫ সরাসরি বিভিন্ন মাইক্রোসফট এআই পণ্যে তাৎক্ষণিকভাবে যুক্ত করা হচ্ছে, যার মধ্যে মাইক্রোসফট কো-পাইলটও রয়েছে। এই পরিষেবাটি সম্পূর্ণ বিনা মূল্যে পাওয়া যাবে।
১৪ ঘণ্টা আগেপ্রতিদিন লাখ লাখ ভিডিও আপলোড হয় ইউটিউবে। এই বিপুল পরিমাণ ভিডিওর ভিড়ে আপনার তৈরি ভিডিওটি সঠিক দর্শকের কাছে পৌঁছানো নিঃসন্দেহে একটি বড় চ্যালেঞ্জ। তাই শুধু ভালো কনটেন্ট তৈরি করলেই হবে না, আপনাকে ভিউ বাড়ানোর বিভিন্ন কৌশলও জানতে হবে। আর সেই কৌশলগুলোর মধ্য অন্যতম হলো—সঠিকভাবে ভিডিওতে ট্যাগ ব্যবহার করা।
২০ ঘণ্টা আগেনতুন আইফোন মডেলগুলোর জন্য ডিজিটাল ইমেজ বা ক্যামেরা সেন্সর তৈরিতে স্যামসাংয়ের সঙ্গে হাত মেলাচ্ছে অ্যাপল। এই চুক্তি সম্পর্কে অবগত একাধিক সূত্রের বরাতে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ফাইন্যান্সিয়াল টাইমস।
১ দিন আগে