অনলাইন ডেস্ক
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বিশাল অ্যান্টি ট্রাস্ট জরিমানা এড়াতে সার্চ রেজাল্টে প্রতিযোগীদের আরও ভালোভাবে উপস্থাপন করার প্রস্তাব দিয়েছে প্রযুক্তি জায়ান্ট গুগল। সংশ্লিষ্ট কিছু নথির বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
গত মার্চে ইউরোপীয় কমিশন অভিযোগ করেছে, গুগল তার নিজস্ব সেবা—যেমন গুগল শপিং, গুগল হোটেলস ও গুগল ফ্লাইটসের প্রচারে পক্ষপাত করছে এবং প্রতিযোগীদের ঠেকিয়ে দিচ্ছে। এই অভিযোগের তিন মাস পর গুগল সার্চে পরিবর্তনের প্রস্তাব দিল।
এর আগে ইউরোপীয় ইউনিয়নের ডিজিটাল মার্কেটস অ্যাক্ট (ডিএমএ) জানায়, বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের আধিপত্য কমাতে এবং প্রতিযোগিতামূলক বাজার তৈরি করতে কিছু স্পষ্ট নিয়মকানুন নির্ধারিত হয়েছে। এই আইন অনুসরণ না করায় গুগলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে কমিশন।
নথিতে বলা হয়েছে, গুগলের নতুন এ প্রস্তাবের আওতায় বস্তুনিষ্ঠ এবং বৈষম্যহীন মানদণ্ডের ভিত্তিতে নির্বাচিত একটি ‘ভার্টিক্যাল সার্চ সার্ভিস’ (ভিএসএস) সার্চের শীর্ষে গুগলের মতো একই ফরম্যাট, তথ্য, বৈশিষ্ট্যসহ নিজস্ব বক্স পাওয়া যাবে। ওই বক্সে হোটেল, বিমান, রেস্তোরাঁ ও পরিবহনের তিনটি সরাসরি লিংক থাকবে, যেগুলো সেআই ভিএসএস নিজেই নির্বাচন করবে।
এ ছাড়া অন্য ভিএসএসগুলোকেও র্যাঙ্কিংয়ে স্থান দেওয়া হবে। তবে তারা কোনো আলাদা বক্স পাবে না। ব্যবহারকারীরা চাইলে সেগুলোতে ক্লিক করতে পারবেন।
প্রতিযোগীদের কাছে পাঠানো চিঠিতে গুগল জানায়, ‘আমরা কমিশনের প্রাথমিক অবস্থানের সঙ্গে একমত নই। তবে বিচারাধীন বিষয়কে পাশে রেখে, একটি ব্যবহারযোগ্য সমাধান খুঁজে পেতে আমরা আগ্রহী।’
প্রতিযোগীরা এই প্রস্তাব নিয়ে মতামত জানাবেন আগামী ৮ জুলাই এক বৈঠকে। রয়টার্সকে অনেকে নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, এই পরিবর্তনগুলো এখনো পর্যাপ্ত নয় এবং এটি সমতাভিত্তিক প্রতিযোগিতা নিশ্চিত করতে ব্যর্থ হতে পারে।
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বিশাল অ্যান্টি ট্রাস্ট জরিমানা এড়াতে সার্চ রেজাল্টে প্রতিযোগীদের আরও ভালোভাবে উপস্থাপন করার প্রস্তাব দিয়েছে প্রযুক্তি জায়ান্ট গুগল। সংশ্লিষ্ট কিছু নথির বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
গত মার্চে ইউরোপীয় কমিশন অভিযোগ করেছে, গুগল তার নিজস্ব সেবা—যেমন গুগল শপিং, গুগল হোটেলস ও গুগল ফ্লাইটসের প্রচারে পক্ষপাত করছে এবং প্রতিযোগীদের ঠেকিয়ে দিচ্ছে। এই অভিযোগের তিন মাস পর গুগল সার্চে পরিবর্তনের প্রস্তাব দিল।
এর আগে ইউরোপীয় ইউনিয়নের ডিজিটাল মার্কেটস অ্যাক্ট (ডিএমএ) জানায়, বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের আধিপত্য কমাতে এবং প্রতিযোগিতামূলক বাজার তৈরি করতে কিছু স্পষ্ট নিয়মকানুন নির্ধারিত হয়েছে। এই আইন অনুসরণ না করায় গুগলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে কমিশন।
নথিতে বলা হয়েছে, গুগলের নতুন এ প্রস্তাবের আওতায় বস্তুনিষ্ঠ এবং বৈষম্যহীন মানদণ্ডের ভিত্তিতে নির্বাচিত একটি ‘ভার্টিক্যাল সার্চ সার্ভিস’ (ভিএসএস) সার্চের শীর্ষে গুগলের মতো একই ফরম্যাট, তথ্য, বৈশিষ্ট্যসহ নিজস্ব বক্স পাওয়া যাবে। ওই বক্সে হোটেল, বিমান, রেস্তোরাঁ ও পরিবহনের তিনটি সরাসরি লিংক থাকবে, যেগুলো সেআই ভিএসএস নিজেই নির্বাচন করবে।
এ ছাড়া অন্য ভিএসএসগুলোকেও র্যাঙ্কিংয়ে স্থান দেওয়া হবে। তবে তারা কোনো আলাদা বক্স পাবে না। ব্যবহারকারীরা চাইলে সেগুলোতে ক্লিক করতে পারবেন।
প্রতিযোগীদের কাছে পাঠানো চিঠিতে গুগল জানায়, ‘আমরা কমিশনের প্রাথমিক অবস্থানের সঙ্গে একমত নই। তবে বিচারাধীন বিষয়কে পাশে রেখে, একটি ব্যবহারযোগ্য সমাধান খুঁজে পেতে আমরা আগ্রহী।’
প্রতিযোগীরা এই প্রস্তাব নিয়ে মতামত জানাবেন আগামী ৮ জুলাই এক বৈঠকে। রয়টার্সকে অনেকে নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, এই পরিবর্তনগুলো এখনো পর্যাপ্ত নয় এবং এটি সমতাভিত্তিক প্রতিযোগিতা নিশ্চিত করতে ব্যর্থ হতে পারে।
নতুন যুগের ইন্টারনেট সেবা নিয়ে হাজির ইলন মাস্কের স্টারলিংক। তাদের সেবার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে নেটওয়ার্ক না থাকার ভোগান্তি দূর হয়েছে। কোম্পানিটির ডাইরেক্ট-টু-সেল (ডি২সি) প্রযুক্তির মাধ্যমে চলন্ত অবস্থায় কিংবা একেবারে দুর্গম এলাকায় মোবাইল ফোনে নেটওয়ার্ক পাওয়া যাবে। এ জন্য কোনো রাউটার বা ওয়াইফাইয়ের
১৫ ঘণ্টা আগেচীনে চিপ বিক্রির মোট রাজস্বের ১৫ শতাংশ মার্কিন সরকারকে দিতে সম্মত হয়েছে বিশ্বের শীর্ষ দুই সেমিকন্ডাক্টর নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া ও এএমডি। এই চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠান দুটি চীনা বাজারে চিপ বিক্রির লাইসেন্স পাবে। এক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।
১৯ ঘণ্টা আগেবর্তমান যুগের বেশির ভাগ ইলেকট্রনিক ডিভাইসেই লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহৃত হয়। আইফোনসহ স্মার্টফোন, স্মার্টওয়াচ, ল্যাপটপ—এমনকি বৈদ্যুতিক গাড়িতেও এই ব্যাটারিই ব্যবহার হয়। তবে এই প্রযুক্তি যতটা উন্নত, ততটাই জটিল। সময়ের সঙ্গে সঙ্গে এই ব্যাটারির কর্মক্ষমতা কমে যায়।
২১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি এইচ২০ (H20) চিপের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম-সংশ্লিষ্ট একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। রোববার উইচ্যাটে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়, এই চিপগুলোতে ‘ব্যাক ডোর’ থাকার সম্ভাবনা রয়েছে, যা ব্যবহারকারীর অনুমতি ছাড়াই...
১ দিন আগে