আজকের পত্রিকা ডেস্ক
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বিশাল অ্যান্টি ট্রাস্ট জরিমানা এড়াতে সার্চ রেজাল্টে প্রতিযোগীদের আরও ভালোভাবে উপস্থাপন করার প্রস্তাব দিয়েছে প্রযুক্তি জায়ান্ট গুগল। সংশ্লিষ্ট কিছু নথির বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
গত মার্চে ইউরোপীয় কমিশন অভিযোগ করেছে, গুগল তার নিজস্ব সেবা—যেমন গুগল শপিং, গুগল হোটেলস ও গুগল ফ্লাইটসের প্রচারে পক্ষপাত করছে এবং প্রতিযোগীদের ঠেকিয়ে দিচ্ছে। এই অভিযোগের তিন মাস পর গুগল সার্চে পরিবর্তনের প্রস্তাব দিল।
এর আগে ইউরোপীয় ইউনিয়নের ডিজিটাল মার্কেটস অ্যাক্ট (ডিএমএ) জানায়, বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের আধিপত্য কমাতে এবং প্রতিযোগিতামূলক বাজার তৈরি করতে কিছু স্পষ্ট নিয়মকানুন নির্ধারিত হয়েছে। এই আইন অনুসরণ না করায় গুগলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে কমিশন।
নথিতে বলা হয়েছে, গুগলের নতুন এ প্রস্তাবের আওতায় বস্তুনিষ্ঠ এবং বৈষম্যহীন মানদণ্ডের ভিত্তিতে নির্বাচিত একটি ‘ভার্টিক্যাল সার্চ সার্ভিস’ (ভিএসএস) সার্চের শীর্ষে গুগলের মতো একই ফরম্যাট, তথ্য, বৈশিষ্ট্যসহ নিজস্ব বক্স পাওয়া যাবে। ওই বক্সে হোটেল, বিমান, রেস্তোরাঁ ও পরিবহনের তিনটি সরাসরি লিংক থাকবে, যেগুলো সেআই ভিএসএস নিজেই নির্বাচন করবে।
এ ছাড়া অন্য ভিএসএসগুলোকেও র্যাঙ্কিংয়ে স্থান দেওয়া হবে। তবে তারা কোনো আলাদা বক্স পাবে না। ব্যবহারকারীরা চাইলে সেগুলোতে ক্লিক করতে পারবেন।
প্রতিযোগীদের কাছে পাঠানো চিঠিতে গুগল জানায়, ‘আমরা কমিশনের প্রাথমিক অবস্থানের সঙ্গে একমত নই। তবে বিচারাধীন বিষয়কে পাশে রেখে, একটি ব্যবহারযোগ্য সমাধান খুঁজে পেতে আমরা আগ্রহী।’
প্রতিযোগীরা এই প্রস্তাব নিয়ে মতামত জানাবেন আগামী ৮ জুলাই এক বৈঠকে। রয়টার্সকে অনেকে নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, এই পরিবর্তনগুলো এখনো পর্যাপ্ত নয় এবং এটি সমতাভিত্তিক প্রতিযোগিতা নিশ্চিত করতে ব্যর্থ হতে পারে।
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বিশাল অ্যান্টি ট্রাস্ট জরিমানা এড়াতে সার্চ রেজাল্টে প্রতিযোগীদের আরও ভালোভাবে উপস্থাপন করার প্রস্তাব দিয়েছে প্রযুক্তি জায়ান্ট গুগল। সংশ্লিষ্ট কিছু নথির বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
গত মার্চে ইউরোপীয় কমিশন অভিযোগ করেছে, গুগল তার নিজস্ব সেবা—যেমন গুগল শপিং, গুগল হোটেলস ও গুগল ফ্লাইটসের প্রচারে পক্ষপাত করছে এবং প্রতিযোগীদের ঠেকিয়ে দিচ্ছে। এই অভিযোগের তিন মাস পর গুগল সার্চে পরিবর্তনের প্রস্তাব দিল।
এর আগে ইউরোপীয় ইউনিয়নের ডিজিটাল মার্কেটস অ্যাক্ট (ডিএমএ) জানায়, বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের আধিপত্য কমাতে এবং প্রতিযোগিতামূলক বাজার তৈরি করতে কিছু স্পষ্ট নিয়মকানুন নির্ধারিত হয়েছে। এই আইন অনুসরণ না করায় গুগলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে কমিশন।
নথিতে বলা হয়েছে, গুগলের নতুন এ প্রস্তাবের আওতায় বস্তুনিষ্ঠ এবং বৈষম্যহীন মানদণ্ডের ভিত্তিতে নির্বাচিত একটি ‘ভার্টিক্যাল সার্চ সার্ভিস’ (ভিএসএস) সার্চের শীর্ষে গুগলের মতো একই ফরম্যাট, তথ্য, বৈশিষ্ট্যসহ নিজস্ব বক্স পাওয়া যাবে। ওই বক্সে হোটেল, বিমান, রেস্তোরাঁ ও পরিবহনের তিনটি সরাসরি লিংক থাকবে, যেগুলো সেআই ভিএসএস নিজেই নির্বাচন করবে।
এ ছাড়া অন্য ভিএসএসগুলোকেও র্যাঙ্কিংয়ে স্থান দেওয়া হবে। তবে তারা কোনো আলাদা বক্স পাবে না। ব্যবহারকারীরা চাইলে সেগুলোতে ক্লিক করতে পারবেন।
প্রতিযোগীদের কাছে পাঠানো চিঠিতে গুগল জানায়, ‘আমরা কমিশনের প্রাথমিক অবস্থানের সঙ্গে একমত নই। তবে বিচারাধীন বিষয়কে পাশে রেখে, একটি ব্যবহারযোগ্য সমাধান খুঁজে পেতে আমরা আগ্রহী।’
প্রতিযোগীরা এই প্রস্তাব নিয়ে মতামত জানাবেন আগামী ৮ জুলাই এক বৈঠকে। রয়টার্সকে অনেকে নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, এই পরিবর্তনগুলো এখনো পর্যাপ্ত নয় এবং এটি সমতাভিত্তিক প্রতিযোগিতা নিশ্চিত করতে ব্যর্থ হতে পারে।
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল বৃহস্পতিবার এক নির্বাহী আদেশে জানিয়েছেন, চীনা মালিকানাধীন ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকের বিক্রির বিষয়টি চূড়ান্ত করা হয়েছে। এই বিক্রিতে টিকটকের মূল্য ধরা হয়েছে ১৪ বিলিয়ন ডলার। পাশাপাশি তিনি জানিয়েছেন, টিকটকের মার্কিন কার্যক্রম মার্কিন
১৭ ঘণ্টা আগেবিশ্বজুড়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম পৌঁছে গেল এক নতুন উচ্চতায়। প্ল্যাটফর্মটির মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা পেরিয়ে গেছে ৩০০ কোটির গণ্ডি। গতকাল বুধবার মেটা চ্যানেলে এ তথ্য নিশ্চিত করেন সিইও মার্ক জাকারবার্গ।
২ দিন আগেইন্টারনেটে রীতিমতো ঝড় তুলেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনির নতুন ন্যানো ব্যানানা টুল। প্রচলিত ইমেজ জেনারেটরের চেয়ে ভিন্নভাবে কাজ করে এই এআই। খুব সহজেই সাধারণ ছবি থেকে বাস্তবধর্মী ৩ডি মডেলের ছবি তৈরি করে।
২ দিন আগেভারতের কর্ণাটক হাইকোর্ট ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এর দায়ের করা একটি মামলা খারিজ করে দিয়েছে। এক্সের অভিযোগ ছিল, ভারত সরকারের ‘সহযোগ’ নামের পোর্টাল ব্যবহার করে তাদের প্ল্যাটফর্মে নির্বিচারে কনটেন্ট সেন্সর করা হচ্ছে, যা বাক স্বাধীনতার মূল্যবোধের বিরোধী।
২ দিন আগে