দৈনন্দিন জীবনে ব্যবহারে জন্য টেকসই স্মার্টফোনের চাহিদা অনেক বেশি। এজন্য মিড রেঞ্জের টেকসই স্মার্টফোন ‘অনার এক্স ৯ সি’ উন্মোচন করেছে অনার। এই মডেল গত অক্টোবর মাসে লঞ্চ হওয়া এক্স ৯ বি–এর উত্তরসূরি। ফোনটি হাত থেকে পড়ে গেলেও অক্ষত থাকবে বলে কোম্পানিটি দাবি করছে। ফোনটির ব্যাটারি চার্জ ২ শতাংশে নেমে আসে তখন এআই সুপারপাওয়ার সেভিং মোডের ফলে ফোনটিতে ৫০ মিনিট পর্যন্ত কল করা যাবে। যখন ফলে গুরুত্বপূর্ণ ফোনকলে ব্যাঘাত ঘটবে না।
এই ফোনে বেশ কিছু কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ফিচার রয়েছে। অনারের অপরারেটং সিস্টেম ম্যাজিকওএস ৮.০ এর মাধ্যমে স্মার্টফোনটির এআই ফিচারগুলো পরিচালিত হবে। ফোনটির ক্যামেরাটি এআই মোশন সেন্সর রয়েছে। এটি গতিশীল মুহূর্তগুলোকে সঠিকভাবে ক্যাপচার করতে সাহায্য করে। এআই ইরেজার ফিচারটি ছবি এডিটিংকে আরও সহজ করে। এটি অপ্রয়োজনীয় উপাদানগুলোকে সহজে মুছে ফেলতে পারে।
অনারের এআই ৮০ লাখের বেশি ছবি দিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ফলে ফোনটির এআই ফিচার ছবিগুলো আরও সঠিক ও প্রাঞ্জল করে তোলে।
রং ও দাম
ফোনটি চারটি আকর্ষণীয় রঙে পাওয়া যাবে-টাইটানিয়াম পার্পল (বেগুনি), টাইটানিয়াম ব্ল্যাক (কালো), সানরাইজ অরেঞ্জ (কমলা), এবং জেড সায়ান (হালকা সবুজ বা পেস্ট রঙ)।
অনার এক্স৯সি স্মার্টফোনটি কয়েকটি দেশে প্রিঅর্ডার নেওয়া হচ্ছে। এর ১২ জিবি ও ২৫৬ জিবি সংস্করণের দাম ১ হাজার ২৯৯ এইডি বা প্রায় ৪২ হাজার ২৪২ টাকা। ফোনটি প্রিঅর্ডারের সঙ্গে কয়েকটি পুরষ্কার দেওয়া হবে। যার মধ্যে রয়েছে অনারের চয়েস এয়ারবাডস এক্স ৫ ও একটি ফোনের কেস।
টেকসই ফোন হিসেবে অনার এক্স ৯ সি
অনার এক্স৯সি স্মার্টফোনটিতে পরবর্তী প্রজন্মের ‘অনার ড্রপ-রেজিস্ট্যান্ট’ ডিজাইনের রয়েছে। ফলে অনেক উচু থেকে ফোনটি পড়লেও এটি অক্ষত থাকবে। এতে রয়েছে আলট্রা-টেম্পারড গ্লাস এবং উন্নত সুরক্ষা শিল্ড, যা এটি দুই মিটার উচ্চতা থেকে পড়াও সহ্য করতে পারে। এর ব্যাটারি নেগেটিভ ৩০ ডিগ্রি সেলসিয়াস থেকে নেগেটিভ ৫৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়ও ভালো পারফর্ম করে। ফোনটির আইপি রেটিং আইপি ৬৫ এম। ফলে এটি পানি ও ধুলা প্রতিরোধী। ফোনটি ২৫ সেন্টিমিটার গভীর পানিতে পাঁচ মিনিট পর্যন্ত সঠিকভাবে কাজ করতে পারবে।
সুইজারল্যান্ডের এসজিএস থেকে নির্ভরযোগ্যতা সার্টিফিকেশন পেয়েছে অনার এক্স৯সি স্মার্টফোনটি।
এই ফিচারগুলো ফটোগ্রাফি এবং এডিটিং প্রক্রিয়াকে সহজ ও আরও দক্ষ করে তোলে, বিশেষ মুহূর্তগুলোকে সেরা ভাবে ক্যাপচার করতে সহায়তা করে।
স্মার্টফোনটিতে বিশ্বের প্রথম ৬,৬০০ এমএএইচ এর সিলিকন ব্যাটারি রয়েছে। তাই ফলে ফোনটিকে একবার চার্জ দিলে ৪৮ ঘন্টার বেশি মিউজিক শুনতে স্ট্রিমিং ও ২৫ দশমিক ৮ ঘন্টা অনলাইনে ভিডিও প্লেব্যাক করা যাবে। চার্জ করার জন্য ৬৬ ওয়াট ওয়্যারড চার্জার রয়েছে। এর ফলে স্মার্টফোনটি দ্রুত চার্জ হয়।
অনার এক্স ৯ সি স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: ১০৮ মেগাপিক্সেল (এফ ১.৭৫), ৫ মেগাপিক্সেল ওয়াইড এঙ্গেল ক্যামেরা (এফ ২.২)
সেলফি ক্যামেরা: ১৬ মেগাপিক্সেল (এফ ২.৪৫)
নেটওয়ার্ক: ৫জি (এনআর),৪জি (এলটিই এফডিডি/এফডিডি),৩জি (ডাব্লুডিসিএমএ),২জি (জিএসএম)
আয়তন: ১৬২.৮ এমএম (উচ্চতা), ৭৫. ৫ এমএম (প্রস্থ), ৭. ৯৮ এমএম (গভীরতা)
ওজন: প্রায় ১৮৯ গ্রাম (ব্যাটারি সহ)
সিম: দুটি ন্যানো সিম
ডিসপ্লে: ৬.৭৮ ইঞ্চি অ্যামোলেড
রিফ্রেশ রেট: ১২০ হার্টজ
টাচ স্যাম্পলিং রেট: ২৪০ হার্টজ
রেজল্যুশন: ২৭০০ x ১২২৪
ব্রাইটনেস: ১,০০০ নিটস (সর্বাধিক)
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ম্যাজিকওস ৮.০
চিপসেট: কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬ জেন ১
সিপিইউ: অক্টা-কোর
জিপিইউ: অ্যাড্রেনো
র্যাম: ৮ জিবি/ ১২ জিবি
ইন্টারনাল স্টোরেজ: ২৫৬ জিবি/ ৫১২ জিবি
স্পিকার: স্টেরিও স্পিকার
ব্লুটুথ: বিটি ৫.১
এনএফসি: আছে
জিপিএস: আছে
ইনফারেড পোর্ট: নেই
রেডিও: নেই
ইউএসবি: ইউএসবি টাইপ-সি
ফিচার: ফেস রিকগনিশন, ওয়ান-হ্যান্ডেড মোড
ব্যাটারি: ৬৬০০ এমএএইচ
চার্জিং: ৬৬ ওয়াট (ওয়াইর্ড চার্জিং)
তথ্যসূত্র: গালফ নিউজ
দৈনন্দিন জীবনে ব্যবহারে জন্য টেকসই স্মার্টফোনের চাহিদা অনেক বেশি। এজন্য মিড রেঞ্জের টেকসই স্মার্টফোন ‘অনার এক্স ৯ সি’ উন্মোচন করেছে অনার। এই মডেল গত অক্টোবর মাসে লঞ্চ হওয়া এক্স ৯ বি–এর উত্তরসূরি। ফোনটি হাত থেকে পড়ে গেলেও অক্ষত থাকবে বলে কোম্পানিটি দাবি করছে। ফোনটির ব্যাটারি চার্জ ২ শতাংশে নেমে আসে তখন এআই সুপারপাওয়ার সেভিং মোডের ফলে ফোনটিতে ৫০ মিনিট পর্যন্ত কল করা যাবে। যখন ফলে গুরুত্বপূর্ণ ফোনকলে ব্যাঘাত ঘটবে না।
এই ফোনে বেশ কিছু কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ফিচার রয়েছে। অনারের অপরারেটং সিস্টেম ম্যাজিকওএস ৮.০ এর মাধ্যমে স্মার্টফোনটির এআই ফিচারগুলো পরিচালিত হবে। ফোনটির ক্যামেরাটি এআই মোশন সেন্সর রয়েছে। এটি গতিশীল মুহূর্তগুলোকে সঠিকভাবে ক্যাপচার করতে সাহায্য করে। এআই ইরেজার ফিচারটি ছবি এডিটিংকে আরও সহজ করে। এটি অপ্রয়োজনীয় উপাদানগুলোকে সহজে মুছে ফেলতে পারে।
অনারের এআই ৮০ লাখের বেশি ছবি দিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ফলে ফোনটির এআই ফিচার ছবিগুলো আরও সঠিক ও প্রাঞ্জল করে তোলে।
রং ও দাম
ফোনটি চারটি আকর্ষণীয় রঙে পাওয়া যাবে-টাইটানিয়াম পার্পল (বেগুনি), টাইটানিয়াম ব্ল্যাক (কালো), সানরাইজ অরেঞ্জ (কমলা), এবং জেড সায়ান (হালকা সবুজ বা পেস্ট রঙ)।
অনার এক্স৯সি স্মার্টফোনটি কয়েকটি দেশে প্রিঅর্ডার নেওয়া হচ্ছে। এর ১২ জিবি ও ২৫৬ জিবি সংস্করণের দাম ১ হাজার ২৯৯ এইডি বা প্রায় ৪২ হাজার ২৪২ টাকা। ফোনটি প্রিঅর্ডারের সঙ্গে কয়েকটি পুরষ্কার দেওয়া হবে। যার মধ্যে রয়েছে অনারের চয়েস এয়ারবাডস এক্স ৫ ও একটি ফোনের কেস।
টেকসই ফোন হিসেবে অনার এক্স ৯ সি
অনার এক্স৯সি স্মার্টফোনটিতে পরবর্তী প্রজন্মের ‘অনার ড্রপ-রেজিস্ট্যান্ট’ ডিজাইনের রয়েছে। ফলে অনেক উচু থেকে ফোনটি পড়লেও এটি অক্ষত থাকবে। এতে রয়েছে আলট্রা-টেম্পারড গ্লাস এবং উন্নত সুরক্ষা শিল্ড, যা এটি দুই মিটার উচ্চতা থেকে পড়াও সহ্য করতে পারে। এর ব্যাটারি নেগেটিভ ৩০ ডিগ্রি সেলসিয়াস থেকে নেগেটিভ ৫৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়ও ভালো পারফর্ম করে। ফোনটির আইপি রেটিং আইপি ৬৫ এম। ফলে এটি পানি ও ধুলা প্রতিরোধী। ফোনটি ২৫ সেন্টিমিটার গভীর পানিতে পাঁচ মিনিট পর্যন্ত সঠিকভাবে কাজ করতে পারবে।
সুইজারল্যান্ডের এসজিএস থেকে নির্ভরযোগ্যতা সার্টিফিকেশন পেয়েছে অনার এক্স৯সি স্মার্টফোনটি।
এই ফিচারগুলো ফটোগ্রাফি এবং এডিটিং প্রক্রিয়াকে সহজ ও আরও দক্ষ করে তোলে, বিশেষ মুহূর্তগুলোকে সেরা ভাবে ক্যাপচার করতে সহায়তা করে।
স্মার্টফোনটিতে বিশ্বের প্রথম ৬,৬০০ এমএএইচ এর সিলিকন ব্যাটারি রয়েছে। তাই ফলে ফোনটিকে একবার চার্জ দিলে ৪৮ ঘন্টার বেশি মিউজিক শুনতে স্ট্রিমিং ও ২৫ দশমিক ৮ ঘন্টা অনলাইনে ভিডিও প্লেব্যাক করা যাবে। চার্জ করার জন্য ৬৬ ওয়াট ওয়্যারড চার্জার রয়েছে। এর ফলে স্মার্টফোনটি দ্রুত চার্জ হয়।
অনার এক্স ৯ সি স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: ১০৮ মেগাপিক্সেল (এফ ১.৭৫), ৫ মেগাপিক্সেল ওয়াইড এঙ্গেল ক্যামেরা (এফ ২.২)
সেলফি ক্যামেরা: ১৬ মেগাপিক্সেল (এফ ২.৪৫)
নেটওয়ার্ক: ৫জি (এনআর),৪জি (এলটিই এফডিডি/এফডিডি),৩জি (ডাব্লুডিসিএমএ),২জি (জিএসএম)
আয়তন: ১৬২.৮ এমএম (উচ্চতা), ৭৫. ৫ এমএম (প্রস্থ), ৭. ৯৮ এমএম (গভীরতা)
ওজন: প্রায় ১৮৯ গ্রাম (ব্যাটারি সহ)
সিম: দুটি ন্যানো সিম
ডিসপ্লে: ৬.৭৮ ইঞ্চি অ্যামোলেড
রিফ্রেশ রেট: ১২০ হার্টজ
টাচ স্যাম্পলিং রেট: ২৪০ হার্টজ
রেজল্যুশন: ২৭০০ x ১২২৪
ব্রাইটনেস: ১,০০০ নিটস (সর্বাধিক)
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ম্যাজিকওস ৮.০
চিপসেট: কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬ জেন ১
সিপিইউ: অক্টা-কোর
জিপিইউ: অ্যাড্রেনো
র্যাম: ৮ জিবি/ ১২ জিবি
ইন্টারনাল স্টোরেজ: ২৫৬ জিবি/ ৫১২ জিবি
স্পিকার: স্টেরিও স্পিকার
ব্লুটুথ: বিটি ৫.১
এনএফসি: আছে
জিপিএস: আছে
ইনফারেড পোর্ট: নেই
রেডিও: নেই
ইউএসবি: ইউএসবি টাইপ-সি
ফিচার: ফেস রিকগনিশন, ওয়ান-হ্যান্ডেড মোড
ব্যাটারি: ৬৬০০ এমএএইচ
চার্জিং: ৬৬ ওয়াট (ওয়াইর্ড চার্জিং)
তথ্যসূত্র: গালফ নিউজ
নতুন যুগের ইন্টারনেট সেবা নিয়ে হাজির ইলন মাস্কের স্টারলিংক। তাদের সেবার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে নেটওয়ার্ক না থাকার ভোগান্তি দূর হয়েছে। কোম্পানিটির ডাইরেক্ট-টু-সেল (ডি২সি) প্রযুক্তির মাধ্যমে চলন্ত অবস্থায় কিংবা একেবারে দুর্গম এলাকায় মোবাইল ফোনে নেটওয়ার্ক পাওয়া যাবে। এ জন্য কোনো রাউটার বা ওয়াইফাইয়ের
৬ ঘণ্টা আগেচীনে চিপ বিক্রির মোট রাজস্বের ১৫ শতাংশ মার্কিন সরকারকে দিতে সম্মত হয়েছে বিশ্বের শীর্ষ দুই সেমিকন্ডাক্টর নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া ও এএমডি। এই চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠান দুটি চীনা বাজারে চিপ বিক্রির লাইসেন্স পাবে। এক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।
১০ ঘণ্টা আগেবর্তমান যুগের বেশির ভাগ ইলেকট্রনিক ডিভাইসেই লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহৃত হয়। আইফোনসহ স্মার্টফোন, স্মার্টওয়াচ, ল্যাপটপ—এমনকি বৈদ্যুতিক গাড়িতেও এই ব্যাটারিই ব্যবহার হয়। তবে এই প্রযুক্তি যতটা উন্নত, ততটাই জটিল। সময়ের সঙ্গে সঙ্গে এই ব্যাটারির কর্মক্ষমতা কমে যায়।
১৩ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি এইচ২০ (H20) চিপের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম-সংশ্লিষ্ট একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। রোববার উইচ্যাটে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়, এই চিপগুলোতে ‘ব্যাক ডোর’ থাকার সম্ভাবনা রয়েছে, যা ব্যবহারকারীর অনুমতি ছাড়াই...
১৪ ঘণ্টা আগে