রেডমি নোট ১৩ প্রো সিরিজের ঘোষণা এসেছে গত সপ্তাহেই এবং বাজারে এসেছে গত মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকালে। বিক্রির প্রাথমিক প্রতিবেদন বলছে, বাজারে আসার এক ঘণ্টার মধ্যেই এই মডেলটির ৪ লাখ ১০ হাজার ইউনিট বিক্রি হয়েছে।
শাওমির সিইও লেই জুন বিক্রির এ সংখ্যা টুইট করে রেডমি টিমকে অভিনন্দন জানিয়েছেন।
রেডমি নোট ১৩ প্রো সিরিজের মূল্য
রেডমি নোট ১৩ সিরিজের মধ্যে তিনটি মডেল রয়েছে—নোট ১৩, নোট ১৩ প্রো এবং নোট ১৩ প্রো প্লাস। চীনে এই মডেলগুলোর দাম যথাক্রমে—১০৯৯ ইউয়ান, ১৩৯৯ ইউয়ান এবং ১৮৯৯ ইউয়ান। বিক্রির প্রথম ধাপে, রেডমি নোট ১৩ সিরিজের প্রত্যেক মডেলের ওপর ১০০ ইউয়ান ছাড় দেওয়া হবে।
রেডমি নোট ১৩ প্রো-এর মূল্য:
৮ জিবি + ১২৮ জিবি: ১ হাজার ৪৯৯ ইউয়ান (২০৫ ডলার)
৮ জিবি + ২৫৬ জিবি: ১ হাজার ৫৯৯ ইউয়ান (২১৮ ডলার)
১২ জিবি + ২৫৬ জিবি: ১ হাজার ৭৯৯ ইউয়ান (২৪৬ ডলার)
১২ জিবি + ৫১২ জিবি: ১ হাজার ৯৯৯ ইউয়ান (২৭৩ ডলার)
১৬ জিবি + ৫১২ জিবি: ২ হাজার ৯৯ ইউয়ান (২৮৭ ডলার)
রেডমি নোট ১৩ প্রো প্লাসের মূল্য
১২ জিবি + ২৫৬ জিবি: ১ হাজার ৯৯৯ ইউয়ান (২৭৩ ডলার)
১২ জিবি + ৫১২ জিবি: ২ হাজার ১৯৯ ইউয়ান (৩০০ ডলার)
১৬ জিবি + ৫১২ জিবি: ২ হাজার ২৯৯ ইউয়ান (৩১৪ ডলার)
যেসব রঙে পাওয়া যাবে: স্যান্ড হোয়াইট, মিডনাইট ব্ল্যাক, টাইম ব্লু, লাইট ড্রিম স্পেস
রেডমি নোট ১৩ প্রো সিরিজে যা আছে
রেডমি নোট ১৩ প্রো এবং প্রো প্লাস মডেলগুলোতে রয়েছে—৬ দশমিক ৬৭ ইঞ্চির ১ দশমিক ৫ কে ওএলইডি ডিসপ্লে। এর ব্রাইটনেস ১৮০০ নিটস পর্যন্ত বাড়ানো যায়। ডিসপ্লের রিফ্রেশ রেট ১২০ হার্টজ। মডেলগুলোতে এমআইইউআই ১৪ সংস্করণের গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস এবং অ্যান্ড্রয়েডের ১৩ সংস্করণ ব্যবহার করা হয়েছে।
প্রো মডেলটিতে ১৬ জিবি র্যাম এবং ৫১২ জিবি বিল্টইন স্টোরেজ রয়েছে। এটি স্ন্যাপড্রাগন ৭ এস জেন ২ প্রসেসর চালিত। প্রো প্লাস মডেলে রয়েছে—মিডিয়াটেক ডাইমেনসিটি ৭২০০–আলট্রা প্রসেসর, ১৬ জিবি র্যাম এবং ৫১২ জিবি বিল্টইন স্টোরেজ।
মডেল দুটিতেই ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর ও ১৬ মেগাপিক্সেল সেন্সরের ফ্রন্ট ক্যামেরা রয়েছে। প্রো প্লাস মডেলটিতে আইপি ৬৮ মাত্রার পানি ও ধুলা প্রতিরোধ ব্যবস্থা রয়েছে।
প্রো মডেলে ৬৭ ওয়াটের ফাস্ট চার্জিংসহ ৫১০০ এমএএইচ ক্ষমতার ব্যাটারি এবং প্রো প্লাস মডেলে ১২০ ওয়াটের ফাস্ট চার্জিংসহ ৫০০০ এমএএইচ ক্ষমতার ব্যাটারি রয়েছে।
রেডমি নোট ১৩ প্রো সিরিজের ঘোষণা এসেছে গত সপ্তাহেই এবং বাজারে এসেছে গত মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকালে। বিক্রির প্রাথমিক প্রতিবেদন বলছে, বাজারে আসার এক ঘণ্টার মধ্যেই এই মডেলটির ৪ লাখ ১০ হাজার ইউনিট বিক্রি হয়েছে।
শাওমির সিইও লেই জুন বিক্রির এ সংখ্যা টুইট করে রেডমি টিমকে অভিনন্দন জানিয়েছেন।
রেডমি নোট ১৩ প্রো সিরিজের মূল্য
রেডমি নোট ১৩ সিরিজের মধ্যে তিনটি মডেল রয়েছে—নোট ১৩, নোট ১৩ প্রো এবং নোট ১৩ প্রো প্লাস। চীনে এই মডেলগুলোর দাম যথাক্রমে—১০৯৯ ইউয়ান, ১৩৯৯ ইউয়ান এবং ১৮৯৯ ইউয়ান। বিক্রির প্রথম ধাপে, রেডমি নোট ১৩ সিরিজের প্রত্যেক মডেলের ওপর ১০০ ইউয়ান ছাড় দেওয়া হবে।
রেডমি নোট ১৩ প্রো-এর মূল্য:
৮ জিবি + ১২৮ জিবি: ১ হাজার ৪৯৯ ইউয়ান (২০৫ ডলার)
৮ জিবি + ২৫৬ জিবি: ১ হাজার ৫৯৯ ইউয়ান (২১৮ ডলার)
১২ জিবি + ২৫৬ জিবি: ১ হাজার ৭৯৯ ইউয়ান (২৪৬ ডলার)
১২ জিবি + ৫১২ জিবি: ১ হাজার ৯৯৯ ইউয়ান (২৭৩ ডলার)
১৬ জিবি + ৫১২ জিবি: ২ হাজার ৯৯ ইউয়ান (২৮৭ ডলার)
রেডমি নোট ১৩ প্রো প্লাসের মূল্য
১২ জিবি + ২৫৬ জিবি: ১ হাজার ৯৯৯ ইউয়ান (২৭৩ ডলার)
১২ জিবি + ৫১২ জিবি: ২ হাজার ১৯৯ ইউয়ান (৩০০ ডলার)
১৬ জিবি + ৫১২ জিবি: ২ হাজার ২৯৯ ইউয়ান (৩১৪ ডলার)
যেসব রঙে পাওয়া যাবে: স্যান্ড হোয়াইট, মিডনাইট ব্ল্যাক, টাইম ব্লু, লাইট ড্রিম স্পেস
রেডমি নোট ১৩ প্রো সিরিজে যা আছে
রেডমি নোট ১৩ প্রো এবং প্রো প্লাস মডেলগুলোতে রয়েছে—৬ দশমিক ৬৭ ইঞ্চির ১ দশমিক ৫ কে ওএলইডি ডিসপ্লে। এর ব্রাইটনেস ১৮০০ নিটস পর্যন্ত বাড়ানো যায়। ডিসপ্লের রিফ্রেশ রেট ১২০ হার্টজ। মডেলগুলোতে এমআইইউআই ১৪ সংস্করণের গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস এবং অ্যান্ড্রয়েডের ১৩ সংস্করণ ব্যবহার করা হয়েছে।
প্রো মডেলটিতে ১৬ জিবি র্যাম এবং ৫১২ জিবি বিল্টইন স্টোরেজ রয়েছে। এটি স্ন্যাপড্রাগন ৭ এস জেন ২ প্রসেসর চালিত। প্রো প্লাস মডেলে রয়েছে—মিডিয়াটেক ডাইমেনসিটি ৭২০০–আলট্রা প্রসেসর, ১৬ জিবি র্যাম এবং ৫১২ জিবি বিল্টইন স্টোরেজ।
মডেল দুটিতেই ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর ও ১৬ মেগাপিক্সেল সেন্সরের ফ্রন্ট ক্যামেরা রয়েছে। প্রো প্লাস মডেলটিতে আইপি ৬৮ মাত্রার পানি ও ধুলা প্রতিরোধ ব্যবস্থা রয়েছে।
প্রো মডেলে ৬৭ ওয়াটের ফাস্ট চার্জিংসহ ৫১০০ এমএএইচ ক্ষমতার ব্যাটারি এবং প্রো প্লাস মডেলে ১২০ ওয়াটের ফাস্ট চার্জিংসহ ৫০০০ এমএএইচ ক্ষমতার ব্যাটারি রয়েছে।
জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ এবার নতুন একটি ফিচার চালু করেছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা তাঁদের ফেসবুক প্রোফাইল লিংক সরাসরি হোয়াটসঅ্যাপ প্রোফাইলে যুক্ত করতে পারবেন। ফলে মেটার বিভিন্ন প্ল্যাটফর্মে (যেমন—হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ফেসবুক) কোনো ব্যবহারকারীকে সহজে খুঁজে পাওয়া যাবে।
৫ ঘণ্টা আগেতথ্যই শক্তি—এই প্রবাদ বর্তমান বিশ্বে ভয়ংকরভাবে সত্য হয়ে হাজির হয়েছে। এখন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী তথ্যমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের নিয়ন্ত্রণ চলে গেছে মাত্র কয়েক ব্যক্তির হাতে, যাঁরা বিশ্বের শীর্ষ প্রযুক্তি ধনকুবেরদের তালিকায় রয়েছেন।
৩ দিন আগে‘আরাত্তাই’ শব্দটি তামিল ভাষায় ‘আলাপ-আলোচনা’ অর্থে ব্যবহৃত হয়। ২০২১ সালে অ্যাপটি সীমিত পরিসরে চালু করা হলেও তখন খুব একটা সাড়া মেলেনি। কিন্তু সম্প্রতি ভারতের কেন্দ্রীয় সরকারের ‘আত্মনির্ভর ভারত’ বা স্বনির্ভরতা প্রচারণা এবং যুক্তরাষ্ট্রের বাণিজ্য শুল্ক বাড়ার প্রেক্ষাপটে দেশীয় পণ্যের প্রতি জোর...
৩ দিন আগেব্রিটিশ পুলিশ জানিয়েছে, তারা এমন এক আন্তর্জাতিক চক্র ভেঙে দিয়েছে, যারা গত এক বছরে যুক্তরাজ্য থেকে ৪০ হাজার চুরি যাওয়া মোবাইল ফোন চীনে পাচার করেছে বলে সন্দেহ করা হচ্ছে। মেট্রোপলিটন পুলিশ এটিকে ফোন চুরি রোধে যুক্তরাজ্যের ‘সবচেয়ে বড় অভিযান’ বলে দাবি করেছে। এই অভিযানে ১৮ জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা
৪ দিন আগে