ভিয়েতনামের বাজারে রিয়েলমি সি৭৫ মডেল নিয়ে এল চীনের কোম্পানি রিয়েলমি। এতে চিপসেট হিসেবে রয়েছে মিডিয়াটেক হেলিয়ো জি৯২ ম্যাক্স। স্মার্টফোনটির বিশেষ বৈশিষ্ট্য হলো এতে রিভার্স চার্জিং ফিচার রয়েছে। অর্থাৎ এতে ইউএসবি টাইপ সি যুক্ত করে অন্য স্মার্টফোনে চার্জ দেওয়া যাবে। ফলে ফোনটি একটি পাওয়ার ব্যাংক হিসেবে কাজ করবে।
স্মার্টফোনটিতে ৬০০০ এমএইচ ব্যাটারি রয়েছে, যা ৪৫ ওয়াট ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এতে প্রধার ক্যামেরা হিসেবে রয়েছে–৫০ মেগাপিক্সেল। সেলফি ক্যামেরা হিসেবে রয়েছে–৮ মেগাপিক্সেল। ধূলা ও পানি প্রতিলোধের জন্য এর আইপি ৬৯ রেটিং রয়েছে।
রিয়েলমি সি৭৫ এর দাম ও রঙ
রিয়েমি সি৭৫ এর ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি ইন্টান্যাল স্টোরেজের দাম ৫৬ লাখ ৯০ হাজার ভিয়েতনামিজ ডং বা প্রায় ২৬ হাজার ৮৪৭ টাকা।
রিয়েলমি সি৭৫ এর ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টানাল স্টোরেজের দাম ৬৪ লাখ ৯০ হাজার ভিয়েতনামিজ ডং বা প্রায় ৩০ হাজার ৬২২ টাকা।
রিয়েলমি সি৭৫ এর ৮ জিবি র্যাম ও ৫১২ জিবি ইন্টানাল স্টোরেজের দাম ৭৪ লাখ ৯০ হাজার ভিয়েতনামিজ ডং বা প্রায় ৩৫ হাজার ৩৪০ টাকা।
ডিসেম্বরের ১ তারিখ থেকে ফোনটি ভিয়েতনামে বিক্রি শুরু হবে। এটি ব্ল্যাক স্ট্রম নাইট (কালো) ও লাইটনিং গোল্ড ডং (সোনালি) রঙে পাওয়া যাবে।
রিয়েলমি সি৭৫ এর স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল
সেলফি ক্যামেরা: ৮ মেগাপিক্সেল
নেটওয়ার্ক: ডুয়াল ৪ জি
আয়তন: ১৬৫.৬৯ x ৭৬.২২ x ৭.৯৯ এমএম
ওজন: ১৯৬ গ্রাম
সিম: ডুয়াল সিম
ডিসপ্লে: ৬.৭২-ইঞ্চি ফুল-এইচডি+ (২,৪০০ x ১,০৮০ পিক্সেল) আইপিএস এলসিডি স্ক্রিন
রিফ্রেশ রেট: ৯০ হার্টজ
টাচ স্যাম্পলিং রেট: ১৮০ হার্টজ
সাইজ: ৬.৭২ ইঞ্চি
রেজল্যুশন: ২,৪০০ x ১,০৮০ পিক্সেল
ব্রাইটনেস: ৬৯০ নিটস (পিক ব্রাইটনেস)
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৪-ভিত্তিক রিয়েলমিইউআই ৫.০
চিপসেট: মিডিয়াটেক হেলিয়ো জি৯২ ম্যাক্স।
সিপিইউ: অক্টা-কোর
জিপিইউ: মালি–জি ৫৭
র্যাম: ৮ জিবি
ইন্টারনাল স্টোরেজ: ২৫৬ জিবি (যথেষ্ট বিস্তৃত স্টোরেজ)
স্পিকার: স্টেরিও স্পিকার
ব্লুটুথ: ৫.০
এনএফসি: নেই
জিপিএস: আছে
ইনফারেড পোর্ট: নেই
রেডিও: নেই
ইউএসবি: ইউএসবি টাইপ-সি
ফিচার: মিনি ক্যাপস্যুল ৩.০ (হোল-পাঞ্চ কাটআউটের চারপাশে এলার্ট এবং নোটিফিকেশন দেখানোর সুবিধা)
ব্যাটারি: ৬,০০০ এমএএইচ
চার্জিং: ৪৫ ওয়াট ওয়্যারড ফাস্ট চার্জিং
রঙ: কালো, সাদা
ভিয়েতনামের বাজারে রিয়েলমি সি৭৫ মডেল নিয়ে এল চীনের কোম্পানি রিয়েলমি। এতে চিপসেট হিসেবে রয়েছে মিডিয়াটেক হেলিয়ো জি৯২ ম্যাক্স। স্মার্টফোনটির বিশেষ বৈশিষ্ট্য হলো এতে রিভার্স চার্জিং ফিচার রয়েছে। অর্থাৎ এতে ইউএসবি টাইপ সি যুক্ত করে অন্য স্মার্টফোনে চার্জ দেওয়া যাবে। ফলে ফোনটি একটি পাওয়ার ব্যাংক হিসেবে কাজ করবে।
স্মার্টফোনটিতে ৬০০০ এমএইচ ব্যাটারি রয়েছে, যা ৪৫ ওয়াট ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এতে প্রধার ক্যামেরা হিসেবে রয়েছে–৫০ মেগাপিক্সেল। সেলফি ক্যামেরা হিসেবে রয়েছে–৮ মেগাপিক্সেল। ধূলা ও পানি প্রতিলোধের জন্য এর আইপি ৬৯ রেটিং রয়েছে।
রিয়েলমি সি৭৫ এর দাম ও রঙ
রিয়েমি সি৭৫ এর ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি ইন্টান্যাল স্টোরেজের দাম ৫৬ লাখ ৯০ হাজার ভিয়েতনামিজ ডং বা প্রায় ২৬ হাজার ৮৪৭ টাকা।
রিয়েলমি সি৭৫ এর ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টানাল স্টোরেজের দাম ৬৪ লাখ ৯০ হাজার ভিয়েতনামিজ ডং বা প্রায় ৩০ হাজার ৬২২ টাকা।
রিয়েলমি সি৭৫ এর ৮ জিবি র্যাম ও ৫১২ জিবি ইন্টানাল স্টোরেজের দাম ৭৪ লাখ ৯০ হাজার ভিয়েতনামিজ ডং বা প্রায় ৩৫ হাজার ৩৪০ টাকা।
ডিসেম্বরের ১ তারিখ থেকে ফোনটি ভিয়েতনামে বিক্রি শুরু হবে। এটি ব্ল্যাক স্ট্রম নাইট (কালো) ও লাইটনিং গোল্ড ডং (সোনালি) রঙে পাওয়া যাবে।
রিয়েলমি সি৭৫ এর স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল
সেলফি ক্যামেরা: ৮ মেগাপিক্সেল
নেটওয়ার্ক: ডুয়াল ৪ জি
আয়তন: ১৬৫.৬৯ x ৭৬.২২ x ৭.৯৯ এমএম
ওজন: ১৯৬ গ্রাম
সিম: ডুয়াল সিম
ডিসপ্লে: ৬.৭২-ইঞ্চি ফুল-এইচডি+ (২,৪০০ x ১,০৮০ পিক্সেল) আইপিএস এলসিডি স্ক্রিন
রিফ্রেশ রেট: ৯০ হার্টজ
টাচ স্যাম্পলিং রেট: ১৮০ হার্টজ
সাইজ: ৬.৭২ ইঞ্চি
রেজল্যুশন: ২,৪০০ x ১,০৮০ পিক্সেল
ব্রাইটনেস: ৬৯০ নিটস (পিক ব্রাইটনেস)
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৪-ভিত্তিক রিয়েলমিইউআই ৫.০
চিপসেট: মিডিয়াটেক হেলিয়ো জি৯২ ম্যাক্স।
সিপিইউ: অক্টা-কোর
জিপিইউ: মালি–জি ৫৭
র্যাম: ৮ জিবি
ইন্টারনাল স্টোরেজ: ২৫৬ জিবি (যথেষ্ট বিস্তৃত স্টোরেজ)
স্পিকার: স্টেরিও স্পিকার
ব্লুটুথ: ৫.০
এনএফসি: নেই
জিপিএস: আছে
ইনফারেড পোর্ট: নেই
রেডিও: নেই
ইউএসবি: ইউএসবি টাইপ-সি
ফিচার: মিনি ক্যাপস্যুল ৩.০ (হোল-পাঞ্চ কাটআউটের চারপাশে এলার্ট এবং নোটিফিকেশন দেখানোর সুবিধা)
ব্যাটারি: ৬,০০০ এমএএইচ
চার্জিং: ৪৫ ওয়াট ওয়্যারড ফাস্ট চার্জিং
রঙ: কালো, সাদা
নতুন যুগের ইন্টারনেট সেবা নিয়ে হাজির ইলন মাস্কের স্টারলিংক। তাদের সেবার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে নেটওয়ার্ক না থাকার ভোগান্তি দূর হয়েছে। কোম্পানিটির ডাইরেক্ট-টু-সেল (ডি২সি) প্রযুক্তির মাধ্যমে চলন্ত অবস্থায় কিংবা একেবারে দুর্গম এলাকায় মোবাইল ফোনে নেটওয়ার্ক পাওয়া যাবে। এ জন্য কোনো রাউটার বা ওয়াইফাইয়ের
১২ ঘণ্টা আগেচীনে চিপ বিক্রির মোট রাজস্বের ১৫ শতাংশ মার্কিন সরকারকে দিতে সম্মত হয়েছে বিশ্বের শীর্ষ দুই সেমিকন্ডাক্টর নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া ও এএমডি। এই চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠান দুটি চীনা বাজারে চিপ বিক্রির লাইসেন্স পাবে। এক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।
১৬ ঘণ্টা আগেবর্তমান যুগের বেশির ভাগ ইলেকট্রনিক ডিভাইসেই লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহৃত হয়। আইফোনসহ স্মার্টফোন, স্মার্টওয়াচ, ল্যাপটপ—এমনকি বৈদ্যুতিক গাড়িতেও এই ব্যাটারিই ব্যবহার হয়। তবে এই প্রযুক্তি যতটা উন্নত, ততটাই জটিল। সময়ের সঙ্গে সঙ্গে এই ব্যাটারির কর্মক্ষমতা কমে যায়।
১৮ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি এইচ২০ (H20) চিপের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম-সংশ্লিষ্ট একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। রোববার উইচ্যাটে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়, এই চিপগুলোতে ‘ব্যাক ডোর’ থাকার সম্ভাবনা রয়েছে, যা ব্যবহারকারীর অনুমতি ছাড়াই...
১৯ ঘণ্টা আগে