প্রযুক্তি ডেস্ক
ক্লাউডভিত্তিক টাইপিং অ্যাসিস্ট্যান্ট ‘গ্রামারলি ’ মূলত ব্যবহারকারীদের শুদ্ধ ভাবে লিখতে সহায়তা করে। ব্যবহারকারী কোনো লেখা গ্রামারলিতে ইনপুট দিলে এটি সেই লেখার বানান, ব্যাকরণ, বিরামচিহ্ন এবং অন্যান্য ভুলগুলো পর্যালোচনা করে ব্যবহারকারীকে ফিডব্যাক দেয়। এবার চ্যাটজিটিপির মতো কৃত্রিম বুদ্ধিমত্তা যুক্ত হতে যাচ্ছে গ্রামারলিতে। এর সাহায্যে ব্যবহারকারীরা খুব সহজেই নিজের মতো কনটেন্ট তৈরি করতে পারবেন।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সি-নেটের প্রতিবেদন অনুযায়ী, একটি ব্লগ পোস্টে গ্রামারলি জানিয়েছে, ‘গ্রামারলি গো’ নামের একটি জেনারেটিভ এআই টুল আনতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। টুলটি ব্যবহারকারীদের সৃজনশীলতা বাড়াতে ডিজাইন করা হয়েছে। চ্যাটজিপিটির মতো ‘গ্র্যামারলিগো’ একটি সংক্ষিপ্ত প্রম্পটের ওপর ভিত্তি করে একটি আস্ত লেখা তৈরি করতে পারবে। এআই টুলটি লেখার শৈলী এবং ধরন বুঝে যে কোনো কনটেন্ট পুনরায় লিখতে সক্ষম হবে। এ ছাড়া, কনটেন্টের শব্দ হ্রাস বা বৃদ্ধি করতেও সক্ষম হবে এটি।
সম্প্রতি, জিমেইলে এআই টুল আনার ঘোষণা দেয় টেক জায়ান্ট প্রতিষ্ঠান গুগল। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সি-নেটের প্রতিবেদন অনুযায়ী, শুধু জিমেইল নয়, একই সঙ্গে কোলাবরেশন ও ক্লাউড সফটওয়্যারেও ব্যবহার করা হবে এই এআই টুল। এক ব্লগ পোস্টে গুগল জানায়, এই এআই টুলকে কোনো টপিকের নাম লিখে দিলে আস্ত একটি লেখা তৈরি করে দেবে এটি। নির্দেশনা অনুযায়ী এটি পরবর্তীতে লেখাকে প্রয়োজনীয় সংশোধন ও পরিমার্জনও করতে পারবে।
এর আগে, চ্যাটজিপিটির সঙ্গে পাল্লা দিতে নিজস্ব চ্যাটবট আনার ঘোষণা দেয় গুগল। নতুন এই চ্যাটবটের নাম ‘বার্ড’। এই চ্যাটবট নিজস্ব ল্যাঙ্গুয়েজ মডেলের সঙ্গে বিভিন্ন বিষয়ের তথ্য যুক্ত করে ব্যবহারকারীকে উত্তর দেবে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকইব্লগের প্রতিবেদন অনুযায়ী, ডায়ালগ অ্যাপ্লিকেশনের জন্য ‘ভাষা মডেল’ (ল্যামডা) প্রায় ২ বছর আগে উন্মোচন করা হয়েছিল। বার্ড এই মডেলগুলোর মাধ্যমেই বিভিন্ন প্রশ্নের উত্তর দেবে।
ক্লাউডভিত্তিক টাইপিং অ্যাসিস্ট্যান্ট ‘গ্রামারলি ’ মূলত ব্যবহারকারীদের শুদ্ধ ভাবে লিখতে সহায়তা করে। ব্যবহারকারী কোনো লেখা গ্রামারলিতে ইনপুট দিলে এটি সেই লেখার বানান, ব্যাকরণ, বিরামচিহ্ন এবং অন্যান্য ভুলগুলো পর্যালোচনা করে ব্যবহারকারীকে ফিডব্যাক দেয়। এবার চ্যাটজিটিপির মতো কৃত্রিম বুদ্ধিমত্তা যুক্ত হতে যাচ্ছে গ্রামারলিতে। এর সাহায্যে ব্যবহারকারীরা খুব সহজেই নিজের মতো কনটেন্ট তৈরি করতে পারবেন।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সি-নেটের প্রতিবেদন অনুযায়ী, একটি ব্লগ পোস্টে গ্রামারলি জানিয়েছে, ‘গ্রামারলি গো’ নামের একটি জেনারেটিভ এআই টুল আনতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। টুলটি ব্যবহারকারীদের সৃজনশীলতা বাড়াতে ডিজাইন করা হয়েছে। চ্যাটজিপিটির মতো ‘গ্র্যামারলিগো’ একটি সংক্ষিপ্ত প্রম্পটের ওপর ভিত্তি করে একটি আস্ত লেখা তৈরি করতে পারবে। এআই টুলটি লেখার শৈলী এবং ধরন বুঝে যে কোনো কনটেন্ট পুনরায় লিখতে সক্ষম হবে। এ ছাড়া, কনটেন্টের শব্দ হ্রাস বা বৃদ্ধি করতেও সক্ষম হবে এটি।
সম্প্রতি, জিমেইলে এআই টুল আনার ঘোষণা দেয় টেক জায়ান্ট প্রতিষ্ঠান গুগল। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সি-নেটের প্রতিবেদন অনুযায়ী, শুধু জিমেইল নয়, একই সঙ্গে কোলাবরেশন ও ক্লাউড সফটওয়্যারেও ব্যবহার করা হবে এই এআই টুল। এক ব্লগ পোস্টে গুগল জানায়, এই এআই টুলকে কোনো টপিকের নাম লিখে দিলে আস্ত একটি লেখা তৈরি করে দেবে এটি। নির্দেশনা অনুযায়ী এটি পরবর্তীতে লেখাকে প্রয়োজনীয় সংশোধন ও পরিমার্জনও করতে পারবে।
এর আগে, চ্যাটজিপিটির সঙ্গে পাল্লা দিতে নিজস্ব চ্যাটবট আনার ঘোষণা দেয় গুগল। নতুন এই চ্যাটবটের নাম ‘বার্ড’। এই চ্যাটবট নিজস্ব ল্যাঙ্গুয়েজ মডেলের সঙ্গে বিভিন্ন বিষয়ের তথ্য যুক্ত করে ব্যবহারকারীকে উত্তর দেবে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকইব্লগের প্রতিবেদন অনুযায়ী, ডায়ালগ অ্যাপ্লিকেশনের জন্য ‘ভাষা মডেল’ (ল্যামডা) প্রায় ২ বছর আগে উন্মোচন করা হয়েছিল। বার্ড এই মডেলগুলোর মাধ্যমেই বিভিন্ন প্রশ্নের উত্তর দেবে।
যুক্তরাষ্ট্রের পরেই ভারতই চ্যাটজিপিটির মূল প্রতিষ্ঠান ওপেনএআইয়ের সবচেয়ে বড় বাজার। সম্প্রতি এক পডকাস্টে এ কথা জানান ওপেনএআই সিইও স্যাম অল্টম্যান। এবার তিনি জানালেন, ভারতে নিজেদের অবস্থান আরও মজবুত করতে এ বছরের শেষের দিকে রাজধানী নয়াদিল্লিতে প্রথম কার্যালয় খুলতে যাচ্ছে ওপেনএআই।
১৭ ঘণ্টা আগেমার্কিন সামরিক বাহিনীতে বর্তমানে একটি অদ্ভুত পরিস্থিতি বিরাজ করছে। বর্তমান প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, এই দায়িত্ব পাওয়ার আগে সোশ্যাল মিডিয়াতে লিখেছিলেন, ‘আমাদের সামরিক বাহিনী দাঁড়িয়েই আছে পৌরুষের ওপর ভর করে। এটি কোনোভাবেই খারাপ কিছু নয়, এটি দরকারি।’ তবে ট্রাম্পের প্রশাসনে প্রতিরক্ষামন্ত্রী হতে সিন
১৮ ঘণ্টা আগেএকসময় ভিডিও কনটেন্টের ক্ষেত্রে ছিল ইউটিউবের রাজত্ব সীমাবদ্ধ। তবে মাত্র কয়েক সেকেন্ডের ছোট দৈর্ঘ্যের ভিডিও দিয়ে এ রাজত্বে ভাগ বসিয়েছে টিকটক। সারা বিশ্বে কয়েক শ মিলিয়ন ব্যবহারকারীর এ প্ল্যাটফর্ম কেবল বিনোদনের মাধ্যম নয়, বরং এটি হয়ে উঠেছে ব্র্যান্ড, কনটেন্ট ক্রিয়েটর
১ দিন আগেসরকারি সেবার একক পোর্টাল মাইগভ-এ গত ১০ মাসে বিদেশগামী অথবা বিদেশে অবস্থানকারী শিক্ষার্থী, পেশাজীবীসহ বিভিন্ন ব্যক্তির নানা ধরনের ১০ লাখ ই-অ্যাপোস্টিল সত্যায়ন হয়েছে। গতকাল বুধবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের (আইসিটি) প্রকল্প অ্যাসপায়ার টু ইনোভেট (এটুআই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
২ দিন আগে